দুটো ডিসপ্লে-সহ বাজেরে ফিরল Nokia 2780 ফ্লিপ ফোন; জেনে নিন সমস্ত খুঁটিনাটি

Last Updated:

Nokia 2780 Flip Launched: মূলত এন্ট্রি-লেভেল ব্যবহারকারীদের লক্ষ্য করে নিয়ে আসা হয়েছে ফোনটি।

Nokia 2780 Flip: জনপ্রিয় মোবাইল কোম্পানি নোকিয়া নিজেদের ফোল্ডেবেল ফোন Nokia 2780 Flip লঞ্চ করেছে। নোকিয়ার নতুন এই ফোনে রয়েছে এফএম রেডিও সাপোর্ট, আধুনিক ডিজাইন এবং টিনাইন কিবোর্ড। এই ফোনে ব্যবহার করা হয়েছে KaiOS 3.1। এই ফোন দেখতে অনেকটা Nokia 2760 Flip এর মতো, যা লঞ্চ করা হয়েছিল এই বছরের মার্চ মাসে। রিপোর্ট অনুযায়ী Nokia 2780 Flip ফোন সবার প্রথমে আমেরিকায় পাওয়া যাবে। নোকিয়া কোম্পানি এই ফোন নিয়ে এসেছে লাল এবং নীল রঙে।
Nokia 2780 Flip ফোনের দাম ৯০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৪৫০ টাকা। Nokia 2780 Flip ফোনের বিক্রি শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। কিন্তু, ভারতে Nokia 2780 Flip ফোন বিক্রি কবে থেকে শুরু করা হবে, সেই বিষয়ে এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে ভারতে Nokia 2780 Flip ফোনের দাম ৫,০০০ টাকার কম হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক Nokia 2780 Flip ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী Nokia 2780 Flip ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম ২১৫ চিপসেট, ১.৩ গিগাহার্টের কোয়াড-কোর সিপিইউ এবং ১৫০ এমবিপিএস পিক ডাউনলিঙ্ক স্পিড যুক্ত এক্স৫ এলটিইউ মডেম। Nokia 2780 Flip ফোনে ব্যবহার করা রয়েছে ১,৪৫০ এমএএইচের ব্যাটারি।
advertisement
Nokia 2780 Flip ফোনের স্টোরেজ -
Nokia 2780 Flip ফোনে ব্যবহার করা হয়েছে VoLTE এবং RTT সাপোর্ট। যা ইউজারদের ফোন কলের সময় মেসেজ পাঠানোর সুবিধা দিয়ে থাকে। Nokia 2780 Flip ফোনে দেওয়া হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৫১২ এমবি ইন্টারনাল স্টোরেজ। জানা গিয়েছে যে Nokia 2780 Flip ফোনের স্টোরেজ পরিবর্তন করা হতে পারে। কারণ ফিচার ফোনে সাধারণত এত মেমোরির প্রয়োজন হয় না।
advertisement
Nokia 2780 Flip ফোনের ওয়েব ব্রাউজার -
Nokia 2780 Flip ফোনে ব্যবহার করা হয়েছে KaiOS 3.1। Nokia 2780 Flip ফোনে ইউজাররা কলের সময় মেসেজ পাঠাতে পারবেন। Nokia 2780 Flip ফোনে রয়েছে গুগল ম্যাপ, ইউটিউবের মতো ওয়েব ব্রাউজার। এছাড়াও Nokia 2780 Flip ফোনে ব্যবহার করা হয়েছে ওয়াই-ফাই, এমপি৩ এবং এফএম রেডিওর মতো ফিচার।
advertisement
সবার প্রথমে এসেছিল Nokia 2660 Flip -
এই সেকশনে সবার প্রথমে নোকিয়া লঞ্চ করেছিল Nokia 2660 Flip ফোন। এই ফোনে রয়েছে বড় ডিসপ্লে, বড় বাটন, এমারজেন্সি বাটন এবং সিগনেচার সুবিধা। ৪,৬৯৯ টাকার এই Nokia 2660 Flip ফোন পাওয়া যাচ্ছে লাল এবং নীল রঙে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দুটো ডিসপ্লে-সহ বাজেরে ফিরল Nokia 2780 ফ্লিপ ফোন; জেনে নিন সমস্ত খুঁটিনাটি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement