৩ অক্টোবর লঞ্চ হতে চলেছে Motorola G72, লঞ্চের আগে ফিচার দেখে ঠিক করে ফেলুন নেবেন কি না

Last Updated:

Moto G72-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে

Motorola G72: মোটোরোলা তার জি সিরিজের অধীনে ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনের নাম দেওয়া হয়েছে মোটো জি৭২। এই স্মার্টফোনটি আগামী মাসের ৩ অক্টোবর তারিখে ভার‍তে লঞ্চ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী মাসে উৎসবের মরশুমে একাধিক কোম্পানি ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যেমন গুগল পিক্সেল সিরিজ লঞ্চের ঘোষণা করেছে।
মোটো জি৭২ লঞ্চের আগে কোম্পানিটি কিছু মূল স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ করেছে। এই স্মার্টফোনটি মোটোরোলার সমস্ত ফোনের মতো ফ্লিপকার্টে পাওয়া যাবে। কবে থেকে বিক্রয় শুরু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। অর্থাৎ, গ্রাহকদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। মোটো জি৭২ মূলত দুটি রঙে আসবে- মেটেরিপ গ্রে এবং পোলার ব্লু।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
মোটো জি৭২ স্মার্টফোনে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট সহ একটি সেন্টার-অ্যালাইন্ড পাঞ্চ হোল পিওলেড ডিস্প্লে থাকবে। এই মডেলে ১৩০০ নিটস ব্রাইটনেস, ১০-বিট কালার, ডিসিআই-পি৩ কালার গামুট এবং এইচডিআর১০ সাপোর্ট থাকবে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আইপি৫২-রেটেড ওয়াটার-রিপেলেন্ট সাপোর্ট থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
মোটো জি৭২ স্মার্টফোনে ১০৮-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সহ একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে যার মধ্যে একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এর মধ্যে একটি ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরাও থাকবে। কোম্পানি জানিয়েছে স্মার্টফোনটিতে ডলবি অ্যাটমোস দ্বারা টিউন করা ডুয়াল স্পিকার থাকবে।
advertisement
পারফরমেন্সের দিক থেকে দেখলে, মোটো কোম্পানির এই স্মার্টফোনে ৬জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ একটি মিডিয়াটেক হেলিও জি৯৯এসওসি প্রসেসর থাকবে। এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ১২ ওএস সফটওয়ার থাকবে। ফোনে বক্সে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার এবং ফোনের ব্যাটারি হবে ৫,০০০ এমএএইচ।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩ অক্টোবর লঞ্চ হতে চলেছে Motorola G72, লঞ্চের আগে ফিচার দেখে ঠিক করে ফেলুন নেবেন কি না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement