Moto G32 মিলছে অবিশ্বাস্য দামে! দেখে নিন কী কী ফিচার রয়েছে ফোনে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Flipkart-এ Moto G32 ফোনটি কিনতে চাইলে গ্রাহকরা দামের উপর ছাড় যেমন পাবেন, তেমনই পাবেন ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ডিল প্রভৃতি।
ঠিক এই সময় যদি কেউ দুর্দান্ত বাজেট ফোন কিনতে চান, তাঁর কাছে দারুন সুযোগ নিয়ে আসতে পারে Motorola। Flipkart-এ Motorola-র ৮ জিবি ফোন পাওয়া যাচ্ছে একেবারে সস্তায়।
Flipkart-এ একাধিক অফার দেওয়া হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটি কিনতে চাইলে গ্রাহকরা দামের উপর ছাড় যেমন পাবেন, তেমনই পাবেন ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ডিল প্রভৃতি। সব মিলিয়ে একটা বড় সাশ্রয় হতে পারে এই সুযোগে।
২৩ মার্চ থেকেই Flipkart-এ বিশেষ ছাড়ে পাওয়া যাবে Moto G32 স্মার্টফোনটি। বিক্রি শুরু হয়েছে দুপুর ১২টা থেকে। ফোনটি ১১,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে পাওয়া যাবে। এর উপর Flipkart আরও নানা অফার দিচ্ছে। যেমন Axis Bank কার্ড থাকলে পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক। এছাড়াও, এক্সচেঞ্জ অফারেও বড় ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
ওয়াকিবহাল মহল মনে করছে এটি সব থেকে সাশ্রয়ী মূল্যের ৮ GB RAM ফোন। এছাড়াও, ব্যবহারকারীরা এই সস্তা ফোনটিতে Snapdragon 680 প্রসেসরও পাবেন। আর কী কী পাওয়া যাবে, জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
Moto G32-তে রয়েছে একটি হোল-পাঞ্চ ক্যামেরা কাটআউট। তার সঙ্গে একটি ৬.৫-ইঞ্চি FHD+ IPS LCD প্যানেল থাকছে। ফোনের স্ক্রিনে থাকছে ৯০Hz রিফ্রেশ রেট এবং ৪০৫ ppi পিক্সেল ডেনসিটি।
Moto G32 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 680 SoC দ্বারা চালিত। এতে ৪ জিবি RAM রয়েছে। ফোনের মেমরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না
Moto G32-এর পিছনে রয়েছে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট রয়েছে। একই সময়ে, ফোনের সামনে কোয়াড বেয়ার ফিল্টার-সহ একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
advertisement
এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। সঙ্গে রয়েছে Motorola-র নিজস্ব নিয়ার-স্টক MyUX স্কিন। Moto G32 দুটি রঙে পাওয়া যাচ্ছে— সাটিন সিলভার এবং মিনারেল গ্রে।
এই স্মার্টফোনে রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি, যা ৩৩W টার্বোপাওয়ার চার্জিং-সহ কাজ করে। কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, NFC, একটি USB-C পোর্ট। ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং ওয়াটার-রেপেলেন্ট ডিজাইনও রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 6:23 PM IST