মাত্র ১২ হাজার টাকায় Redmi 11 Prime 5G ফোন, মিলছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Last Updated:

রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে ১১,৭৪৯ টাকায়।

Redmi 11 Prime 5G: ষষ্ঠীর দিনই ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। তারপর থেকেই ফোনের দোকানে ভিড়। ৫জি স্মার্টফোন চাই। এখানে রেডমি-র তেমনই স্মার্টফোনের হদিশ দেওয়া হল। যেটা দামে সস্তা। কিন্তু অত্যাধুনিক বৈশিষ্টে সজ্জিত। এককথায় সোনায় সোহাগা।
উৎসবের মরশুমে বাম্পার সেল চালু করেছে রেডমি। গ্রাহকদের জন্য কম দামে নিয়ে এসেছে ল্যাপটপ থেকে স্মার্টফোন। এমআই.কম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে ১১,৭৪৯ টাকায়। আর ৪ জিবি র‍্যাম চাইলে দাম পড়বে ১৩,৯৯৯ টাকা। ভাল কথা, গ্রাহক যদি সিটি ব্যাঙ্ক থেকে কেনাকাটা করেন তাহলে ১২৫০ টাকার তাৎক্ষণিক ছাড়ও পাবেন।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
এই ফোনে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+এলসিডি রয়েছে, যা ৯০ এইচজেড রিফ্রেশ রেট সহ উপলব্ধ। স্ক্রিনের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস। সঙ্গে থাকছে মিডিয়া টেক ডিমেনস্টি ৭০০ এসওসি-র প্রসেসর। এর মধ্যে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
advertisement
advertisement
রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে পাওয়া যাচ্ছে ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। এর সেলফি লেন্স ৮ মেগাপিক্সেলের। এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১২-র উপর ভিত্তি করে এমআইইউআই ১৩ স্কিন-সহ উপলব্ধ। পাশাপাশি এটা আইপি৫২ জল এবং ধুলো প্রতিরোধীও।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
আপাতত স্টোরেজ ভ্যারিয়েন্ট দু’ধরনের। ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
advertisement
বর্তমানে রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে ৩টি রঙে। থান্ডার ব্ল্যাক, গ্রিন এবং ক্রোম সিলভার। পাশাপাশি ফোনে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে ২২.৫ ডব্লিউ চার্জার। ম্যাক্রো সেন্সর-সহ স্মার্টফোনের পিছনে একটি ৫০ এমপি-র মূল সেন্সরও রয়েছে। সঙ্গে দেওয়া হচ্ছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং আইআর ব্লাস্টার। বিশেষজ্ঞরা বলছেন, ৫জি পরিষেবা উপভোগ করতে চাইলে এর থেকে সস্তার ফোন আর হয় না!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ১২ হাজার টাকায় Redmi 11 Prime 5G ফোন, মিলছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement