আজ থেকে বিক্রি শুরু হচ্ছে iPhone 14 Plus-এর, জেনে নিন ফিচার্স

Last Updated:

আইফোন ১৪ প্লাস-এর মূল আকর্ষণের জায়গা হল অনেকটা বড় ডিসপ্লে

অ্যাপল তার আইফোন ১৪ সিরিজ লঞ্চ করতে চলেছে চলতি সপ্তাহেই। আগামী ৭ অক্টোবর আইফোন ১৪ প্লাস-এর বিক্রি শুরু হতে চলেছে। বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গে ভারতেও ওই দিন থেকেই আইফোন ১৪ প্লাস বিক্রি শুরু হয়ে যাবে। তবে, ৭ অক্টোবর থেকে ফোন বিক্রি করা হবে মূলত সেই সকল গ্রাহকদের, যাঁরা আগে থেকেই আইফোন ১৪ এর প্রি-অর্ডার করে রেখেছেন। আইফোনের ১৪ এর প্রি-অর্ডার শুরু হয়েছিল গত সপ্তাহেই। মনে করা হচ্ছে হাতে ফোন পেতে ওই সব গ্রাহকের আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক আইফোন ১৪প্লাস  সিরিজের সমস্ত খুঁটিনাটি।
এই বছর আইফোন মিনি সিরিজের পরিবর্তে অ্যাপল নিয়ে এসেছে অন্য একটি মডেল। অ্যাপল আইফোন মিনি সিরিজের পরিবর্তে এ বার পাওয়া যাবে আইফোন ১৪ প্লাস। আইফোন ১৪ প্লাস-এর মূল আকর্ষণের জায়গা হল অনেকটা বড় ডিসপ্লে।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
যদিও তথ্য বলছে অন্য কথা। রিপোর্ট অনুযায়ী এই নতুন আইফোন ১৪ প্লাস ফোনের চাহিদা খুব বেশি নয়। বরং গত বছর আইফোন ১৩ মিনি ফোন বিক্রি হয়েছিল অনেক বেশি। বিশ্লেষক মিং চি কুও জানিয়েছেন যে, নতুন এই আইফোন ১৪ প্লাসের চাহিদা খুবই কম। ফলে অ্যাপল তাদের নব সংযোজিত এই আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমিয়ে দিতে পারে। কুও মনে করছেন আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমিয়ে অ্যাপল হয়তো আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের উৎপাদন বাড়িয়ে দেবে। কারণ অ্যাপলের এই দু’টি ফোন বেস্টসেলার হতে পারে।
advertisement
advertisement
ভারতে আইফোন ১৪ প্লাসের দাম -
বিশ্ব বাজারে আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার। ভারতের বাজারে আইফোন ১৪ প্লাস সিরিজের দাম ৮৯,৯০০ টাকা থেকে শুরু। আইফোন ১৪ প্লাসের ২৫৬ জিবি মডেলের দাম ৯৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি মডেলের দাম ১,১৯,৯০০ টাকা। ভারতের বাজারে আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছে পাঁচটি রঙের মডেলে। সেগুলি হল - মিডনাইট, ব্লু, স্টারলাইট, পারপেল এবং রেড।
advertisement
আইফোন ১৪ প্লাসের ফিচার -
আইফোন ১৪ প্লাসে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এইচডিআর ডিসপ্লে। আইফোন ১৪ প্লাসে ব্যবহার করা হয়েছে নতুন ভার্সনের অ্যাপল এ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৩ সিরজের ফোনে ব্যবহার করা হয়েছে এ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৪ প্লাসের ফোনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, ১২ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার যা বড় সেন্সর ও বড় পিক্সেল যুক্ত। আইফোন ১৪ প্লাসে ব্যবহার করা হয়েছে আইওএস ১৬ ভার্সন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আজ থেকে বিক্রি শুরু হচ্ছে iPhone 14 Plus-এর, জেনে নিন ফিচার্স
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement