Add Custom Ringtones to Your iPhone: নতুন iPhone? পছন্দের রিংটোন সেট করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলো

Last Updated:

How to Add Custom Ringtones to Your iPhone: এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে iPhone-এর রিংটোন সেট করতে হবে।

নতুন iPhone? পছন্দের রিংটোন সেট করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলো!
নতুন iPhone? পছন্দের রিংটোন সেট করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলো!
iPhone-এর টিপিকাল রিংটোন জনসমক্ষে নিজের সঙ্গে অন্যকেও কনফিউজ করে তোলে। iPhone-এর এই ধরনের রিংটোন (Ringtone) বেজে উঠলে বোঝাই যায় না যে নিজের ফোন বাজছে না অন্যের ফোন বাজছে। এই সমস্যাটা কম বেশি প্রায় সকল iPhone ইউজারদেরই হয়ে থাকে। তাই এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে iPhone-এর রিংটোন সেট (Add Custom Ringtones to Your iPhone) করতে হবে।
iPhone-এর ক্ষেত্রে নিজেদের পছন্দ মতো রিংটোন সেট করা যায় না। iPhone এ ডিফল্ট রিংটোন প্রি ইনস্টলড (Default Ringtones Pre Installed)-এর অপশনের ক্ষেত্রে কিছু বাধানিষেধ রয়েছে। এর ফলে প্রায়শই iPhone ইউজারদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এখন রিংটোনের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। iPhone ইউজাররা নিজেদের পছন্দমতো রিংটোন সেট (Add Custom Ringtones to Your iPhone) করতে পারবেন নিজেদের iPhone-এ। অ্যাপল টোন স্টোরের (Apple Tone Store) মাধ্যমে তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী রিংটোন বেছে নিতে পারবেন। এই স্টোর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী রিংটোন কিনে, তা নিজেদের iPhone-এ সেট করা যাবে।
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে অ্যাপল টোন স্টোরের মাধ্যমে রিংটোন সেট (Add Custom Ringtones to Your iPhone) করা যাবে-
স্টেপ ১ - প্রথমেই iPhone-এর হোম স্ক্রিনে (Home Screen) থাকা আই টিউন স্টোর অ্যাপটিতে (iTunes Store App) ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ২ - আই টিউন স্টোর অ্যাপটি খুলে, সেখানে মিউজিক সেকশনে (Music Section) দেখা যাবে পারচেজিং সং অপশন (Purchasing Song Option)
স্টেপ ৩ - সেখান থেকে টোন স্টোরে গিয়ে টোনস আইকনে (Tones Icon) ক্লিক করতে হবে। এই অপশনটি স্ক্রিনের একদম নিচেই দেখা যাবে।
স্টেপ ৪ - এবার সেই অপশনে ক্লিক করলেই রিংটোনের ফিচারটি খুলে যাবে। সেখান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী রিংটোন বেছে নেওয়া যাবে। নির্দিষ্ট কোনও গান বা মিউজিকের রিংটোন চাইলে, সেটা লিখে সার্চ (Search) করতে হবে।
advertisement
স্টেপ ৫ - ইউজারদের জন্য প্রিভিউ (Preview) অপশনও রয়েছে। নিজেদের পছন্দ মতো রিংটোন আগে শুনেও দেখা যাবে। এখানে শুধু সেই থাম্বনেলে (Thumbnail) ক্লিক করলেই সেটা শুনতে পাওয়া যাবে।
স্টেপ ৬ - নিজেদের পছন্দের রিংটোন বেছে নেওয়ার পর পারচেজিং সং অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই সেই রিংটোনের দাম দেখতে পাওয়া যাবে।
advertisement
স্টেপ ৭ - এবার সেই পছন্দের রিংটোন কোথায় ব্যবহার করা হবে, তার জন্যও একটি অপশন দেখা যাবে। ডিফল্ট রিংটোন (Default Ringtone), টেক্সট টোন (Text Tone) না নির্দিষ্ট কোনও ফোন নাম্বারের জন্য সেই রিংটোন ব্যবহার করা হবে, তা বেছে নিতে হবে।
advertisement
স্টেপ ৮ - এবার ফাইনাল স্টেপ হল মেক দ্য পেমেন্ট (Make The Payment)। পারচেজ অপশনে ক্লিক করে নিজেদের পাসওয়ার্ড (Password), ফেস আইডি (Face ID) অথবা টাচ আইডি (Touch ID) দিয়ে সেই রিংটোন কিনতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Add Custom Ringtones to Your iPhone: নতুন iPhone? পছন্দের রিংটোন সেট করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলো
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement