বাজেট ফোনের দামে iPhone! দেখে নিন কোথায় মিলতে পারে এমন আশ্চর্য অফার

Last Updated:

যেকোনও গ্রাহক চাইলে একটি বাজেট স্মার্টফোনের দামে কিনে নিতে পারেন iPhone।

এবার খুব সহজেই হাতে আসতে পারে iPhone। লাখ খানেক টাকা খরচ না করেই এখন নিজের করে নেওয়া যেতে পারে একটি Apple ফোন। কোথায় পাওয়া যাবে সস্তার iPhone, দেখে নেওয়া যাক এক নজরে—
আসলে Apple iPhone 11-র কথা হচ্ছে। এটি বেশ পুরনো একটি স্মার্টফোন। ইতিমধ্যে Apple-এর তরফ থেকে এটির বিক্রি বন্ধ করেও দেওয়া হয়েছে। সংস্থার অফিসিয়াল Apple Store থেকে আর এই ফোন বিক্রি করা হয় না।
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
তবে বাজারে এখনও এই ফোনের অস্তিত্ব রয়ে গিয়েছে। এই ফোনটি এখনও কিছু ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। Flipkart-এও পাওয়া যাচ্ছে এই iPhone। তাও সাশ্রয়ী মূল্যে। যেকোনও গ্রাহক চাইলে একটি বাজেট স্মার্টফোনের দামে কিনে নিতে পারেন iPhone।
advertisement
advertisement
আসলে, Apple iPhone 11-এর বেস ভেরিয়েন্ট Flipkart-এ ৪০,৯৯৯ টাকায় পাওয়া যাবে, এমনই জানান হয়েছে। তার উপর এই ফোনে ২,৯০১ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এছাড়াও, গ্রাহকরা Flipkart থেকে এই ফোনটি কিনলে এবং তাঁদের কাছে Axis Bank কার্ড থাকলে পাওয়া যাবে আরও ৫ শতাংশ ক্যাশব্যাক। ফলে বোঝাই যাচ্ছে, ফোনটির কার্যকরী মূল্য তখন দাঁড়াবে ৩৮,৯৫০ টাকায়।
advertisement
শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে এই ফোনের ক্ষেত্রে। এক্সচেঞ্জ অফারে এই স্মার্টফোনটি নিতে চাইলে ২৬,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফলে, সমস্ত ছাড় এবং অফার কাজে লাগাতে পারলে, ফোনটির কার্যকরী মূল্য দাঁড়াবে ১২,৭০০ টাকায়। অর্থাৎ কোনও গ্রাহক নির্ধারিত মূল্য থেকে মোট ৩১,২০০ টাকা ছাড়ের সুবিধা পেতে পারেন। তবে এক্সচেঞ্জ অফারের সর্বোচ্চ ছাড় পাবেন কিনা তা নির্ভর করবে গ্রাহক যে ফোনটি বদলাতে চাইছেন তার পরিস্থিতির উপর।
advertisement
Apple iPhone 11 লঞ্চ করেছিল ২০১৯ সালে। এটিই Apple-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলির মধ্যে একটি। গত বছর Apple এটির বিক্রি ও উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারণ, এর প্রভাব পড়ছে Apple iPhone SE 3 5G বিক্রিতে।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এই স্মার্টফোনটিতে রয়েছে এতটি ৬.১-ইঞ্চি লিকুইড রেটিনা এইচডি ডিসপ্লে, A13 বায়োনিক প্রসেসর, ডুয়াল ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজেট ফোনের দামে iPhone! দেখে নিন কোথায় মিলতে পারে এমন আশ্চর্য অফার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement