এক্সটেনশেন বোর্ড কেনার সময় সতর্ক থাকুন
এক্সটেনশন বোর্ড কেনার সময় বেশিরভাগ মানুষই এই বিষয়টির দিকে নজর দেন না। এটি খুব বড় ভুল।
বড় পাওয়ার কেবল বড় হলে যে কোনও কাজে সুবিধা হবে। তারের দৈর্ঘ্য খুবই গুরুত্বপূর্ণ।
তারের দৈর্ঘ্য কম হলে বা বোর্ডটি ছোট হলে সমস্ত ডিভাইস প্লাগ-ইন করা যাবে না।
এক্সটেনশন বোর্ড একটি বৈদ্যুতিক যন্ত্র। ফলে বৈদ্যুৎ প্রবাহ সংক্রান্ত কিছু ঝুঁকি থেকেই যায়। তাই কেনার সময়ই নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে।
পাওয়ার এক্সটেনশন বোর্ড কেনার সময় সকেট দেখে নেওয়াও খুব জরুরি।
প্রথমে দেখতে হবে কয়টি সকেট রয়েছে, তা আদৌ চাহিদা পূরণ করতে পারবে কিনা ভেবে নিতে হবে।
অফিসের কাজে অবশ্য ছোট তারের ওয়াল এক্সটেনশন বোর্ড ব্যবহার করা যেতে পারে।
কোনটির গায়ে ৪টি সকেট থাকে তো কোনটির ৬টি। প্রয়োজন মতো কিনে নিলেই হল।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন