#নয়াদিল্লি: VoLTE Beta পোগ্রাম নিয়ে এ বার বাজারে এয়ারটেল ৷ দেশের সাতটি রাজ্যে এই সুবিধা দেবে প্রথম সারির এই টেলিকম সংস্থা ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, কেরল, বিহার, পঞ্জাব এবং অন্ধ্র-প্রদেশে প্রাথমিকভাবে এই সুবিধা দেবে এয়ারটেল ৷আর এই সুবিধা ব্যবহার করলেই গ্রাহককে আকর্ষণীয় অফার দেবে এয়ারটেল ৷ এয়ারটেলের VoLTE Beta পোগ্রাম ব্যবহার করলে মোট ৩০ জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ তার মধ্যে প্রথমেই পাওয়া যাবে ১০ জিবি ডেটা ৷ ৪ সপ্তাহের মাথায় কোম্পানিকে একটি ফিডব্যাক রিপোর্ট দিলে পাওয়া যাবে আরও ১০ জিবি অতিরিক্ত ডেটা ৷ আবার ৮ সপ্তাহ পর আরও একটি ফিডব্যাক রিপোর্ট দিলে মিলবে আরও ১০ জিবি ডেটা ৷ রিপোর্ট দেওয়ার চারদিনের মধ্যে ডেটা পেয়ে যাবেন গ্রাহক ৷ এবং সেটির বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত ৷
আরও পড়ুন: জিও মিউজিকের সঙ্গে যুক্ত হল Saavn
তবে এই VoLTE Beta পোগ্রাম পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে গ্রাহকদের ৷ যেমন, ব্যাবহারকারীর ফোন সেটটি অবশ্যই VoLTE হতে হবে ৷ এয়ারটেল ৪জি সিম থাকতে হবে ৷ এবং অপারেটিং সিস্টেম অবশ্যই আপডেটেড হতে হবে ৷কিছুদিন আগেই ৫জি পরিষেবা নিয়ে আসার জন্য Huawei-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল ৷ ট্রায়ালও হয়ে গিয়েছে ৷ তার আগেই VoLTE Beta পোগ্রাম নিয়ে এল এয়ারটেল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airtel, Mobile Data, VoLTE Beta program