VoLTE Beta পোগ্রাম নিয়ে আসছে এয়ারটেল, বিনামূল্যে পাওয়া যাবে ডেটা

Last Updated:

VoLTE Beta পোগ্রাম নিয়ে এ বার বাজারে এয়ারটেল ৷ দেশের সাতটি রাজ্যে এই সুবিধা দেবে প্রথম সারির এই টেলিকম সংস্থা ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, কেরল, বিহার, পঞ্জাব এবং অন্ধ্র-প্রদেশে প্রাথমিকভাবে এই সুবিধা দেবে এয়ারটেল ৷

#নয়াদিল্লি: VoLTE Beta পোগ্রাম নিয়ে এ বার বাজারে এয়ারটেল ৷ দেশের সাতটি রাজ্যে এই সুবিধা দেবে প্রথম সারির এই টেলিকম সংস্থা ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, কেরল, বিহার, পঞ্জাব এবং অন্ধ্র-প্রদেশে প্রাথমিকভাবে এই সুবিধা দেবে এয়ারটেল ৷
আর এই সুবিধা ব্যবহার করলেই গ্রাহককে আকর্ষণীয় অফার দেবে এয়ারটেল ৷ এয়ারটেলের VoLTE Beta পোগ্রাম ব্যবহার করলে মোট ৩০ জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ তার মধ্যে প্রথমেই পাওয়া যাবে ১০ জিবি ডেটা ৷ ৪ সপ্তাহের মাথায় কোম্পানিকে একটি ফিডব্যাক রিপোর্ট দিলে পাওয়া যাবে আরও ১০ জিবি অতিরিক্ত ডেটা ৷ আবার ৮ সপ্তাহ পর আরও একটি ফিডব্যাক রিপোর্ট দিলে মিলবে আরও ১০ জিবি ডেটা ৷ রিপোর্ট দেওয়ার চারদিনের মধ্যে ডেটা পেয়ে যাবেন গ্রাহক ৷ এবং সেটির বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত ৷
advertisement
advertisement
তবে এই VoLTE Beta পোগ্রাম পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে গ্রাহকদের ৷ যেমন, ব্যাবহারকারীর ফোন সেটটি অবশ্যই VoLTE হতে হবে ৷ এয়ারটেল ৪জি সিম থাকতে হবে ৷ এবং অপারেটিং সিস্টেম অবশ্যই আপডেটেড হতে হবে ৷
কিছুদিন আগেই ৫জি পরিষেবা নিয়ে আসার জন্য Huawei-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল ৷ ট্রায়ালও হয়ে গিয়েছে ৷ তার আগেই VoLTE Beta পোগ্রাম নিয়ে এল এয়ারটেল ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
VoLTE Beta পোগ্রাম নিয়ে আসছে এয়ারটেল, বিনামূল্যে পাওয়া যাবে ডেটা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement