Cooler Machine: ৫ মিনিটে ঘর হবে বরফের মতো ঠান্ডা...! মাসে বাঁচবে কাঁড়ি কাঁড়ি টাকা, অভিনব কুলার মেশিন বানিয়ে তাক লাগাল পরিযায়ী শ্রমিক

Last Updated:

Cooler Machine: কঠোর পরিশ্রম আর উদ্ভাবনী দক্ষতা দিয়ে তৈরি করল এক অভিনব কুলার মেশিন! মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কোমগর এলাকার বাসিন্দা সামীম আকতার। তীব্র দহন থেকে বাঁচতে পরিবেশ বান্ধব কুলার তৈরি করে তাক লাগালেন সামীম আকতার।

+
কুলার

কুলার তৈরি করেছেন পরিযায়ী শ্রমিক 

মুর্শিদাবাদ: “সংগ্রামই যার সঙ্গী, সে হার মানে না! কেরালা থেকে ফিরে নিজের মায়ের স্নেহ হারানো এই যুবক আশ্রয় নিয়েছে এক বন্ধুর বাড়িতে। তবে দারিদ্র্য তাকে দমিয়ে রাখতে পারেনি। কঠোর পরিশ্রম আর উদ্ভাবনী দক্ষতা দিয়ে তৈরি করল এক অভিনব কুলার মেশিন! মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কোমগর এলাকার বাসিন্দা সামীম আকতার। বর্তমানে ধীরে ধীরে শীত বিদায় নিয়ে বঙ্গে প্রবেশ করছে তীব্র দহন। আর এই দহন থেকে বাঁচতে পরিবেশ বান্ধব কুলার তৈরি করে তাক লাগালেন সামীম আকতার।
“ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার ঝোঁক।  মাধ্যমিক দেওয়ার আগেই মাকে হারায়। ছয় মাসের মধ্যেই বাবা দ্বিতীয় বিয়ে করে। পড়াশোনা চলাকালীন রোজগার করার জন্য নিজে গ্যারেজ খুলে গ্যারেজে কাজকর্ম শুরু করে। পারিবারিক সমস্যার কারণে গ্যারেজ বিক্রি করে কেরালায় কাজের উদ্দেশ্যে পাড়ি দেয়।
advertisement
advertisement
সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করত। ওখানকার একটা বিল্ডিংয়ে এই ধরনের একটি কুলার মেশিন দেখে তার মনে ছবি এঁকে নেই। একটা পরিবেশ বান্ধব ন্যাচারাল কুলার মেশিন।  তারপর থেকে কল্পনা করতে থাকে। কেরল থেকে বন্ধুকে ফোন করে চলে আসে তার বন্ধুর বাড়িতে। সেখানে কাজের কিছু টাকা পেয়ে প্রায় এক মাস ধরে অল্প খরচে বানিয়ে ফেলে এমন এক কুলার মেশিন, যা প্রচণ্ড গরমেও ঘরকে ঠান্ডা রাখবে।
advertisement
পরিযায়ী শ্রমিক শামিম আকতার জানান, “আমি চাই কম খরচে সাধারণ মানুষ এমন কুলার ব্যবহার করতে পারুক। নিজের হাতে কিছু বানাতে পারার আনন্দই আলাদা।বন্ধু আশিক ইকবাল  বন্ধুর এই অদম্য প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং সব সময় তার পাশে আছে। সরকারি সাহায্য পেলে সে আরও বড় কিছু করতে পারবে বলেই জানান। তবে “সংগ্রাম ও সৃজনশীলতা একসঙ্গে থাকলে মানুষ যে কোনও প্রতিকূলতাকে জয় করতে পারে। এমনই এক বাস্তব গল্পের সাক্ষী সামীম আকতার।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Cooler Machine: ৫ মিনিটে ঘর হবে বরফের মতো ঠান্ডা...! মাসে বাঁচবে কাঁড়ি কাঁড়ি টাকা, অভিনব কুলার মেশিন বানিয়ে তাক লাগাল পরিযায়ী শ্রমিক
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement