ChatGPT-সহ নতুন Bing সার্চ ইঞ্জিন আনল মাইক্রোসফট, জেনে নিন বিস্তারিত
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bing নিয়ে আসছে এক চূড়ান্ত অগ্রগতি যা চারটি প্রযুক্তিগত অগ্রগতিকে চিহ্নিত করবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে।
মাইক্রোসফট ঘোষণা করেছে তার সার্চ ইঞ্জিন Bing-এর একটি নতুন সংস্করণের কথা। এটি সেই এআই প্রযুক্তির আপগ্রেড করা সংস্করণ দ্বারা চালিত যা ChatGPT চ্যাটবটের সঙ্গে কাজ করছে, এমনই জানান হয়েছে সংস্থার তরফ থেকে।
পাশাপাশি মাইক্রোসফটের নিজস্ব Edge ব্রাউজারের জন্যও নতুন এআই-এনহ্যান্সড ফিচার আসছে। এটি আরও ভাল সার্চ, আরও সম্পূর্ণ উত্তর প্রদানের প্রতিশ্রুতি দিতে পারে। সঙ্গে থাকবে একেবারে নতুন অভিজ্ঞতা চ্যাটের ক্ষেত্রে এবং বিষয়বস্তু তৈরি করার ক্ষমতা।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন সার্চ পদ্ধতি—
advertisement
দীর্ঘদিন পর Bing নিয়ে আসছে এক চূড়ান্ত অগ্রগতি যা চারটি প্রযুক্তিগত অগ্রগতিকে চিহ্নিত করবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
১. পরবর্তী প্রজন্মের OpenAI মডেল
নতুন Bing চালিত হচ্ছে একটি নতুন প্রজন্মের OpenAI মডেল দ্বারা, যা ChatGPT এর চেয়েও শক্তিশালী এবং কাস্টমাইজড, বিশেষত সার্চের ক্ষেত্রে।
২. মাইক্রোসফট প্রমিথিউস মডেল
এটি একটি মালিকানাধীন কার্যপ্রণালী যা, OpenAI মডেলের সঙ্গে কাজ করছে। যা আরও প্রাসঙ্গিক, সময়োপযোগী, লক্ষ্য সুনির্দিষ্ট ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তাও উন্নত নিরাপত্তার সঙ্গে।
advertisement
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
৩. কোর সার্চ অ্যালগরিদমে কৃত্রিম মেধার ব্যবহার
Bing-এর কোর সার্চ ইঞ্জিনে প্রয়োগ করা হয়েছে এআই মডেলও। এমনকী সাধারণ অনুসন্ধান, প্রশ্নের ক্ষেত্রেও আরও সঠিক, আরও প্রাসঙ্গিক উত্তর প্রদানের কথা বলা হচ্ছে।
৪. নতুন ব্যবহারকারী
advertisement
সার্চ, ব্রাউজার এবং চ্যাট-এর মতো বিষয়কে এক ছাতার তলায় এনে একটি ঐক্যবদ্ধ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ওয়েবের সহ-পরিচালক হিসেবে আসছে Bing:
একেবারে ChatGPT-র মতোই ওয়েব ব্রাউজ করার সময়ও কথোপকথন উপযোগী AI-এর সাহায্যে Bing-এর সঙ্গে চ্যাট করতে পারবেন ব্যবহারকারী, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এবং সব থেকে বড় কথা তিনি উত্তর পাবেন স্বাভাবিক ভাষায়।
advertisement
এতে একদিকে যেমন অনেক বেশি সঠিক উত্তর পাওয়া যাবে, তেমনই অনেক ওয়েব ঘেঁটে সংক্ষিপ্ত ভাবে সরল উত্তর দিতে পারবে এই সার্চ ইঞ্জিন। পাশাপাশি জটিল কোনও অনুসন্ধানের ক্ষেত্রে Bing পারস্পরিক যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করবে যাতে আরও পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ ভাবে বিষয়টি বুঝে নিয়ে সে উত্তর দিতে পারে তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে।
এর ফলে এটি খুব সহজে একটি ইমেল লিখে দিতে পারবে, কোনও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে পারবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 3:26 PM IST