Meta: Instagram মেসেজে গোপণ কথা শেয়ার করছেন? সর্বনাশ! তবে বিপদ আপনার দরজায়
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Meta: Meta-মালিকানাধীন প্ল্যাটফর্মটিতে সুরক্ষা এবং গোপনীয়তার ফিচার রয়েছে। এখুনি না জানলে মহা বিপদে পড়তে পারেন!
Instagram–এর জনপ্রিয়তা তুঙ্গে। বর্তমানে সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি এই Instagram। রিল, স্টোরির পাশাপাশি সাধারণ পোস্ট নিয়েও মানুষের আগ্রহ বেড়েছে গত এক বছরে। বন্ধু এবং পরিবারের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেও আজকাল অনেকে Instagram-এর মেসেজ এবং পোস্ট করছেন। Meta-মালিকানাধীন প্ল্যাটফর্মটিতে সুরক্ষা এবং গোপনীয়তার ফিচার রয়েছে। তবুও কিছু বিষয়ে নিঃসংশয় হয়ে নেওয়া প্রয়োজন। Instagram-এর যেকোনও ডেটা যাতে সব সময় সর্বদা নিরাপদ থাকে, কোনও ভাবেই ভুল হাতে গিয়ে না পড়ে, তা নিশ্চিত করা প্রয়োজন।
সেক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফিচার যেমন, অ্যাকাউন্টকে প্রাইভেট করার ক্ষমতা, কে বা কারা প্রোফাইল, পোস্ট ইত্যাদি দেখতে পারেন তা নির্ধারণ করা, নির্বাচিত বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার মতো অপশন রয়েছে এই প্লাটফর্মে। কিন্তু, এই সমস্ত ফিচারের বাইরে, একটি ফিচার রয়েছে যা আরও ভাল সুরক্ষা দিতে পারে অ্যাকাউন্টকে। প্রায় সমস্ত ব্যবহারকারীরই উচিত Instagram-এ এই ফিচারটি চালু করা রাখা। এই ফিচারে ডাইরেক্ট মেসেজ-এ এন্ড টু এন্ড এনক্রিপশন করতে দেওয়া হয়৷ তার ফলে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি একবারে সুরক্ষিত থাকতে পারে।
advertisement
advertisement
কী ভাবে করে নেওয়া যাবে Instagram-এর ডাইরেক্ট মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপশন! কয়েকটি ধাপে দেখে নেওয়া যাক পদ্ধতি—যাঁদের Instagram অ্যাকাউন্টটি Instagram অ্যাপ থেকে ব্যবহার করা হয়, তাঁরা খুব সহজে এই কাজটি সেরে ফেলতে পারবেন।
advertisement
ধাপ ১
Instagram অ্যাপ-এ যেতে হবে। মনে রাখতে হবে সংশ্লিষ্ট অ্যাপ স্টোর থেকে Instagram-এর লেটেস্ট ভার্সন যেন ইনস্টল করা থাকে।
ধাপ ২
DM বা ডাইরেক্ট মেসেজ খুলতে অ্যাপের ডাইরেক্ট মেসেজ বোতামে ট্যাপ করতে হবে।
ধাপ ৩
যেকোনও একটি চ্যাট খুলে ফেলতে হবে, তারপরে সেই চ্যাটের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ‘এনাবেল’ করতে স্ক্রিনের উপরের টগলটিতে আলতো চাপ দিতে হবে।
advertisement
ধাপ ৪
view commentsসমস্ত চ্যাটের ক্ষেত্রে এই ফিচার লাগু করতে DM স্ক্রিনে টগল-এ আলতো চাপ দিতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2023 10:05 PM IST










