Wanna Cry-এর পর নয়া ম্যালওয়ার আতঙ্ক Judy, এবার নিশানায় আপনার স্মার্টফোন

Last Updated:

Wanna Cry-এর পর নয়া আতঙ্ক Judy, এবার নিশানায় আপনার স্মার্টফোন

#কলকাতা: ভারত সহ পৃথিবীর ১০০টি তাবড় দেশে অন্যতম সাইবার হানার পর মাস ঘুরতে না ঘুরতেই ফের হাজির নয়া সাইবার ভাইরাস ৷ Wanna Cry-রানসামওয়ার আতঙ্কের পর নয়া আতঙ্ক Judy ৷ কিন্তু কম্পিউটারের বদলে এবার নিশানায় অ্যান্ড্রয়েড ফোন ৷ ইতিমধ্যেই সারা বিশ্বের সাড়ে তিন কোটিরও বেশি স্মার্টফোন এই ম্যালওয়ারের শিকার ৷
Wanna Cry-রানসামওয়ারের মতোই এই ম্যালওয়্যারের আক্রমণের বিকল তামাম স্মার্টফোন ৷ গুগলের নিজস্ব সিকিউরিটি ফিচার bouncer-কে সম্পূর্ণ পর্যদুস্ত করে একের পর এক অ্যান্ড্রয়েড ফোনে হানা দিয়েছে Judy ৷
সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, রান্নার অ্যাপস, ফ্যাশন এবং গেম থেকে এই জুডি ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ফোনে ছড়িয়ে পড়ছে ৷ নন গুগল সার্ভারের মাধ্যমে ডাউনলোড জুডি-র আক্রমণের সম্ভাবনা বাড়াচ্ছে ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ম্যালওয়ার থাকা অ্যাপস ফোনে ইনস্টল হওয়া মাত্রই অটোমেটিক্যালি কিছু অনলাইন বিজ্ঞাপনে ক্লিক হয়ে যাচ্ছে, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা পৌঁছে যাচ্ছে হ্যাকারের অ্যাকাউন্টে ৷ গুগলের তরফ থেকে নন গুগল সাইট থেকে কোনওরকম অ্যাপস ডাউনলোড করতে নিষেধ করা হয়েছে ৷
advertisement
advertisement
চেকপয়েন্ট ব্লগে জানিয়েছে, কোরিয়ান সংস্থার তৈরি ৪১টিরও বেশি অ্যাপে মিলেছে অটো ক্লিকিং Judy ম্যালওয়ার ৷ ইতিমধ্যেই প্লে স্টোর থেকে ওই ম্যালওয়ার চিহ্নিত অ্যাপসগুলি বাদ দিয়েছে গুগল ৷ তবে সমস্যা বা আশঙ্কা এখানেই শেষ নয় ৷ আরও বেশ কিছু ডেভেলপারের তৈরি অ্যাপসেও পাওয়া গিয়েছে Judy ম্যালওয়ার ৷ তবে এখনও কোনও বড় ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Wanna Cry-এর পর নয়া ম্যালওয়ার আতঙ্ক Judy, এবার নিশানায় আপনার স্মার্টফোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement