JioPhone Next-এ Qualcomm চিপ ব্যবহারের ফলে কী সুবিধা পাওয়া যাবে ? জেনে নিন বিশদে

Last Updated:

রিলায়েন্স জিও-র (Reliance Jio) পক্ষ থেকে বলা হয়েছে, জিওফোন নেক্সট বাজারে আসছে কোয়ালকম প্রসেসরের (Qualcomm Processor) সঙ্গে ৷

Photo: News18
Photo: News18
মুম্বই: দীপাবলির আগেই রিলায়েন্স জিও-র পক্ষ থেকে মেকিং অফ জিওফোন নেক্সট (Making of JioPhone Next)-এর একটা ভিডিও প্রকাশ করা হল ৷ ছোট্ট এই ভিডিওর মাধ্যমে জানা যায়, কী ভাবে তৈরি হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন ৷ অ্যান্ড্রয়েড-বেসড প্রগতি OS-এর বিষয়টাও বিশদে বোঝানো হয়েছে ভিডিওতে ৷ জিওফোন নেক্সট-এর উদ্দেশ্যই হল, প্রত্যেক ভারতীয় যাতে প্রযুক্তির ব্যবহারের সমান সুযোগ এবং সুবিধা পান ৷
রিলায়েন্স জিও-র (Reliance Jio) পক্ষ থেকে বলা হয়েছে, জিওফোন নেক্সট বাজারে আসছে কোয়ালকম প্রসেসরের (Qualcomm Processor) সঙ্গে ৷ সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই কোয়ালকম প্রসেসর জিওফোন নেক্সটে ব্যবহার করা হয়েছে কানেক্টিভিটি, লোকেশন টেকনোলজি, অডিও এবং ব্যাটারির মতো ইন ডিভাইস পারফরম্যান্সগুলি আরও নিখুঁত করার উদ্দেশ্যেই ৷ জিও-র পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জিওফোন নেক্সটে প্রযুক্তি সম্পূর্ণ নতুন রূপেই দেখতে পাওয়া যাবে ৷ ’
advertisement
advertisement
JioPhone Next লঞ্চের জন্য অপেক্ষায় বহু মানুষ। অনেকেই এই ফোন ব্যবহার করতে চান। কেউ বা প্রথমবার স্মার্টফোন ব্যবহার করবেন। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান। JioPhone Next-এর লঞ্চের তারিখ নিশ্চিত হয়েছে।
advertisement
JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি। সে ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও। সঙ্গে থাকতে পারে ৪জি VoLTE কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন।
জিওফোন নেক্সট তৈরি করার জন্য গুগলের (Google) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স জিও (Reliance Jio) ৷ এ বছর সংস্থার বার্ষিক সাধারণ সভায় (AGM) এই স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করে জিও ৷ সেপ্টেম্বরে জিও এবং গুগলের পক্ষ থেকে জানানো হয়, সীমিত সংখ্যক গ্রাহকদের মধ্যে জিওফোন নেক্সট নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ দীপাবলীর সময় এই ফোন দেশের বাজারে লঞ্চ করাই সংস্থার উদ্দেশ্য ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
JioPhone Next-এ Qualcomm চিপ ব্যবহারের ফলে কী সুবিধা পাওয়া যাবে ? জেনে নিন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement