'জিও সামার সারপ্রাইজ' অফারে গ্রাহকদের জন্য রয়েছে এই বিশেষ সুবিধাগুলি

Last Updated:

কী কী বিশেষ সুবিধা পাবেন জিও গ্রাহকরা ? দেখে নিন একনজরে....

#মুম্বই: ওয়েলকাম অফার, হ্যাপি নিউ ইয়ার অফার ৷ এবার সামার সারপ্রাইজ ৷ ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য  ৷ যারা জিও পরিষেবার ফ্রি পরিষেবা উঠে যাওয়ার খবর পেয়ে মাথায় হাত দিয়েছিলেন, তারা না হয় ফের নড়ে চড়ে বসুন ৷ কারণ, বাড়তে চলেছে জিও ফ্রি পরিষেবার মেয়াদ ৷ যারা এখনও পর্যন্ত জিও সিমকে প্রাইম করে উঠতে পারেননি, তারাও পেতে চলেছেন আরও একটু অবসর ৷ গ্রাহকদের জন্য জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে রিল্যায়েন্স জিও ৷
লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল দুনিয়ায় বিপ্লব এনেছে রিল্যায়েন্স জিও ৷ একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে এসে গ্রাহকদের কাছে সুপারহিট হয়ে উঠেছে জিও ৷
advertisement
জিও-র অব্যাহত পরিষেবা পেতে হলে জিও প্রাই মেম্বরশিপের ঘোষণা করেছিলেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ বিনামূল্যে ডেটা ও কলিং পরিষেবা নিয়ে আসে ওয়েলকাম অফার ৷ এরপর হ্যাপি নিউ ইয়ার ৷ যা বৈধ ছিল ৩১ মার্চ পর্যন্ত ৷ প্রাইম মেম্বারশিপ নেওয়ার জন্য শেষ তারিখও ছিল ৩১ মার্চ। কিন্তু গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে আসে সংস্থা ৷ ঘোষণা করা হয় জিও প্রাইম মেম্বারশিপের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।
advertisement
শুধু তাই নয় ৷  গ্রাহক টানতে আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স ৷ সেটা হল ১৫ এপ্রিলের আগে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ অথার্ৎ এরপর তাদের আবার জুলাই মাসে গিয়ে রিচার্জ করতে হবে ৷ এই অফারটির নাম দেওয়া হয় সামার সারপ্রাইজ ৷ এই অফারে তিন মাস আপনি পেয়ে যাবেন বিনামূল্যে হ্যাপি নিউ ইয়ার অফারের সুবিধাগুলি।
advertisement
এর পাশাপাশি আর কী কী বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা ? দেখে নিন একনজরে....
- ২০১৭ সালের জুন মাস পর্যন্ত প্রত্যেক দিন বিনামূল্যে ১ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা ৷
-তবে ৩০৩ টাকার বদলে ৪৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে ১ জিবি-র বদলে মিলবে ২জিবি ৷
-এছাড়া মিলবে ফ্রি কলিংয়ের সুবিধা ৷
advertisement
-যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল করা যাবে ৷
-দেশের মধ্যে কোনও রোমিং চার্জ লাগবে না ৷
-মিলবে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল SMS
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
'জিও সামার সারপ্রাইজ' অফারে গ্রাহকদের জন্য রয়েছে এই বিশেষ সুবিধাগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement