শুধু ডেটা বা ভয়েস কল নয়, বিনামূল্যে ৪জি স্মার্টফোনও কী দেবে জিও ?

Last Updated:

ফ্রি ভয়েস কল ও ডেটার পর এবার গ্রাহকদের বিনামূল্যে ৪জি স্মার্টফোন দিতে চলেছে রিল্যায়েন্স জিও ৷

#মুম্বই: ফ্রি ভয়েস কল ও ডেটার পর এবার গ্রাহকদের বিনামূল্যে ৪জি স্মার্টফোন দিতে চলেছে রিল্যায়েন্স জিও ৷ তবে কেবল হ্যান্ডসেট নয় ৷ সঙ্গে মিলবে একবছরের ফ্রি ডেটা ও কলিং পরিষেবা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে প্রায় ৫০ লক্ষ ৪জি হ্যান্ডসেট একদম বিনামূল্যে তুলে দেওয়া হবে পঞ্জাবের যুবকদের হাতে ৷
সূত্রের খবর, নির্বাচনী প্রচারে পাঞ্জাবে কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং  প্রতিশ্রুতি দিয়েছিলন যে রাজ্যের ৫০ লক্ষ যুবককে বিনামূল্যে ৪জি হ্যান্ডসেট দেওয়া হবে ৷ এখন সেই প্রতিশ্রুতি পূরণের দিকেই হাটছে রাজ্য ৷
অমরিন্দরের সঙ্গে আম্বানির ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। ভোটের প্রচারের সময় মুকেশ আম্বানি আশ্বাস দিয়েছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে  ৫০ লক্ষ ফোর-জি স্মার্টফোন ফ্রি-তে যুবকদের হাতে তুলে দেবেন।
advertisement
advertisement
২০০২ থেকে ২০০৭ সাল যখন অমরিন্দর সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই আম্বানির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ৷ পঞ্জাবে রিলায়েন্স বিপুল লগ্নি করে পরিকাঠামো তৈরি করছে। সেই সময় কোটি কোটি লগ্নি করে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করেছিলেন আম্বানি। কিন্তু প্রকাশ সিং বাদল ক্ষমতায় আসতেই সেই সমস্ত কাজ আটকে দেওয়া হয় ৷
advertisement
২০১৭ সালে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর  ফের ‘ক্যাপ্টেন স্মার্ট প্রোজেক্ট’ শুরু করেছেন অমরিন্দর সিং। অমরিন্দর জানিয়েছেন স্মার্টফোন রাজ্যের যুব সমাজকে আরও শক্তিশালী ও বিভিন্ন বিষয়ে সচেতন করবে ৷ এখনও পর্যন্ত এই প্রকল্পে ৩০ লক্ষ যুবকের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ বেসরকারি সূত্রের দাবি, সম্ভবত এই সরকারি প্রকল্পের বরাত পেয়ে যাবেন আম্বানি।
advertisement
সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘পঞ্জাব সার্কেলে ৪০ লক্ষ জিও-র গ্রাহক রয়েছে ৷ কিন্তু জিও ফ্রি পরিষেবা শেষ হতেই অনেকেই কানেকশন ছেড়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাই ৩,০০০ টাকার মূল্যে যদি কিছু বেসিক মডেল চিন থেকে আমদানি করে ৫০ লক্ষ গ্রাহককে দেওয়া যায় তাহলে তারা এই কানেকশন ছাড়বে না ৷’ অথার্ৎ গ্রাহক ধরে রাখতে এই পদক্ষেপ অনেকটাই সাহায্য করবে আম্বানিকে ৷
advertisement
তবে পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত বাদল বলেছেন, এই প্রকল্পে হ্যান্ডসেট বিতরণের জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে।
বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে বিরোধীরা ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শুধু ডেটা বা ভয়েস কল নয়, বিনামূল্যে ৪জি স্মার্টফোনও কী দেবে জিও ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement