ISRO Sun mission: শনিবারেই সফল রবি-অভিযান! সূর্যের কাছে সঠিক ঠিকানায় পৌঁছল আদিত‍্য এল-১

Last Updated:

সফল ভারতের প্রথম সৌর অভিযান। শনিবার বিকেলে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছল আদিত‍্য এল ১।


শনিবারেই সফল রবি-অভিযান! সূর্যের কাছে সঠিক ঠিকানায় পৌঁছল আদিত‍্য এল-১
শনিবারেই সফল রবি-অভিযান! সূর্যের কাছে সঠিক ঠিকানায় পৌঁছল আদিত‍্য এল-১
ইসরোর সাফল‍্যের মুকুটে জুড়ল নতুন পালক। আদিত‍্য এল ১। সফল ভারতের প্রথম সৌর অভিযান। শনিবার বিকেলে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছল আদিত‍্য এল ১। আগামী পাঁচ বছর ধরে সূর্য সম্পর্কে নানা তথ‍্য সংগ্রহ করবে আদিত‍্য এল ১।
এই অসাধারণ সাফল‍্যের জন‍্য ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X হ‍্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়ে তিনি লেখেন,‘‘ নতুন কীর্তি গড়ে তুলল ভারত। দেশের প্রথম সৌর পর্যবেক্ষক আদিত‍্য এল ১ নিজের গন্তব‍্যে পৌঁছেছে।
advertisement
advertisement
জটিল মহাকাশ মিশনের এই সফলতা বিজ্ঞানীদের নিরলস উত্সর্গের একটি প্রমাণ। দেশবাসীর মতো আমিও এই অসাধারণ কৃতিত্বকে সাধুবাদ জানাই। মানবজাতিকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানের এই অগ্রগতি আমরা বজায় রাখব।’’
advertisement
ইসরোর পক্ষ থেকে জানান হয়েছে, আদিত‍্য এল-১ তার গন্তব‍্য কক্ষপথ ল‍্যারাঞ্জ পয়েন্ট ১ এ সফল ভাবে পৌঁছেছে। সূর্যের কাছে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার। গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য-এল১। নাসার আরও চারটি মহাকাশযান ওই জায়গায় আগে থেকেই রয়েছে। তারাও একই ভাবে সূর্যকে পর্যবেক্ষণ করছে। যদিও এই প্রথম ভারতের কোনও মহাকাশযান সূর্যের এত কাছে পৌঁছল।
advertisement
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। আদিত্য-এল১-এর যাত্রাপথে খুব বেশি বাধা পায়নি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ISRO Sun mission: শনিবারেই সফল রবি-অভিযান! সূর্যের কাছে সঠিক ঠিকানায় পৌঁছল আদিত‍্য এল-১
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement