iQoo Neo 6 5G: দাম কম বাজেটের মধ্যেই, সঙ্গে ফিচারেও নজর টানছে iQoo Neo 6 ৫G!
- Published by:Ankita Tripathi
- Written by:Trending Desk
Last Updated:
গ্রাহকরা অ্যামাজনে iQoo Neo 6 ৫G ফোনের উপরে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পেতে পারেন।
ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৫জি সার্ভিস। আগামী দিনে পুরো ভারত জুড়েই চালু হয়ে যাবে ৫জি সার্ভিস। কিন্তু যাঁদের ফোনে ৫জি কানেক্টিভিটি নেই, তাঁরা এই ৫জি সার্ভিস ব্যবহার করতে পারবেন না। তাই ৫জি সার্ভিস ব্যবহার করার জন্য ৫জি স্মার্টফোনের প্রয়োজন। ভারতের বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ৫জি স্মার্টফোন নিয়ে এসেছে। এরই মধ্যে iQoo Neo 6 ৫G-এর দাম ভারতে এখন ২৪,৯৯৯ টাকায় নেমে এসেছে। ভারতে এই ফোনের উপরে ৫,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং কোম্পানির ওয়েবসাইট থেকে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন। এই ফোনটি বিগত বছরের মে মাসে লঞ্চ করা হয়েছিল। সেই সময় iQoo Neo 6 ৫G-এর প্রাথমিক দাম ছিল ২৯,৯৯৯ টাকা। iQoo Neo 6 ৫G ফোনে Snapdragon ৮৭০ প্রসেসর এবং ৬৪MP ক্যামেরা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
iQoo Neo 6 ৫G ফোনের ৮ GB র্যাম ও ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ মডেল অ্যামাজনে ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় iQoo Neo 6 ৫G ফোনের এই মডেলের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। অর্থাৎ গ্রাহকরা এখন এই ফোনের উপরে ৫,০০০ টাকার আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন।
advertisement
advertisement
এছাড়াও গ্রাহকরা অ্যামাজনে iQoo Neo 6 ৫G ফোনের উপরে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পেতে পারেন। পাশাপাশি এখানে বেশ কিছু ব্যাঙ্কের অফারও দেওয়া হচ্ছে।
iQoo Neo 6 ফোনে ব্যবহার করা হয়েছে ৩৬০Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) E4 AMOLED ডিসপ্লে।
advertisement
এছাড়াও, iQoo Neo 6 স্মার্টফোনটিতে ১২ GB পর্যন্ত RAM এবং Snapdragon ৮৭০ প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, iQoo Neo 6 ফোনে ৬৪ MP প্রাথমিক ক্যামেরা, ৮ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। এছাড়াও iQoo Neo 6 ফোনের পিছনে ২ MP ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
advertisement
সেলফির জন্য, iQoo Neo 6 ফোনের সামনে একটি ১৬ MP ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৮০W ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ একটি ৪৭০০mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ১২ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 6:10 PM IST