Ptron-এর এই নতুন ইয়ারবাডের নাম Ptron Basspods Encore। ভারতের বাজারে এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ৯০০ টাকারও কম। কোম্পানির দাবি অনুযায়ী, এই ইয়ারবাডগুলি চার্জিং কেস সহ মোট ৫০ ঘন্টা একটানা চালানো যেতে পারে। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Ptron Basspods Encore-এর সমস্ত খুঁটিনাটি।
ভারতীয় কোম্পানি Ptron-এর আধুনিক ইয়ারবাড Ptron Basspods Encore-এর দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। গ্রাহকরা বর্তমানে এই ডিভাইসটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে কিনতে পারবেন। ভারতের বাজারে Ptron Basspods Encore পাওয়া যাচ্ছে কালো, নীল এবং ধূসর রঙের বিকল্পে- স্টাইল স্টেটমেন্টের জন্য যা একেবারে আদর্শ।