Ptron Basspods Encore: ৯০০ টাকার কমে দেশে এল অত্যাধুনিক ইয়ারবাড! স্টাইল আর প্রযুক্তির এই মেলবন্ধন মন কাড়বেই!

Last Updated:
দেখে নেওয়া যাক Ptron Basspods Encore-এর সমস্ত খুঁটিনাটি।
1/8
বর্তমানে ভারতীয় বাজারে ইয়ারবাডের জনপ্রিয়তা খুবই বেশি। এর জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের ইয়ারবাড ভারতে লঞ্চ করে চলেছে। ভারতের বাজারে বেশি দামের ইয়ারবাড ছাড়াও বাজেটের মধ্যেও ইয়ারবাড রয়েছে। এরই মধ্যে ভারতীয় কোম্পানি Ptron ভারতে তাদের নতুন ইয়ারবাড লঞ্চ করেছে।
বর্তমানে ভারতীয় বাজারে ইয়ারবাডের জনপ্রিয়তা খুবই বেশি। এর জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের ইয়ারবাড ভারতে লঞ্চ করে চলেছে। ভারতের বাজারে বেশি দামের ইয়ারবাড ছাড়াও বাজেটের মধ্যেও ইয়ারবাড রয়েছে। এরই মধ্যে ভারতীয় কোম্পানি Ptron ভারতে তাদের নতুন ইয়ারবাড লঞ্চ করেছে।
advertisement
2/8
Ptron-এর এই নতুন ইয়ারবাডের নাম Ptron Basspods Encore। ভারতের বাজারে এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ৯০০ টাকারও কম। কোম্পানির দাবি অনুযায়ী, এই ইয়ারবাডগুলি চার্জিং কেস সহ মোট ৫০ ঘন্টা একটানা চালানো যেতে পারে। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Ptron Basspods Encore-এর সমস্ত খুঁটিনাটি।
Ptron-এর এই নতুন ইয়ারবাডের নাম Ptron Basspods Encore। ভারতের বাজারে এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ৯০০ টাকারও কম। কোম্পানির দাবি অনুযায়ী, এই ইয়ারবাডগুলি চার্জিং কেস সহ মোট ৫০ ঘন্টা একটানা চালানো যেতে পারে। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Ptron Basspods Encore-এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/8
ভারতীয় কোম্পানি Ptron-এর আধুনিক ইয়ারবাড Ptron Basspods Encore-এর দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। গ্রাহকরা বর্তমানে এই ডিভাইসটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে কিনতে পারবেন। ভারতের বাজারে Ptron Basspods Encore পাওয়া যাচ্ছে কালো, নীল এবং ধূসর রঙের বিকল্পে- স্টাইল স্টেটমেন্টের জন্য যা একেবারে আদর্শ।
ভারতীয় কোম্পানি Ptron-এর আধুনিক ইয়ারবাড Ptron Basspods Encore-এর দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। গ্রাহকরা বর্তমানে এই ডিভাইসটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে কিনতে পারবেন। ভারতের বাজারে Ptron Basspods Encore পাওয়া যাচ্ছে কালো, নীল এবং ধূসর রঙের বিকল্পে- স্টাইল স্টেটমেন্টের জন্য যা একেবারে আদর্শ।
advertisement
4/8
Ptron Basspods Encore ইয়ারবাডে ১০mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, এটি প্রতিটি ইয়ারবাডে স্টিরিও সাউন্ড এবং ডিপ বেস প্রদান করবে। Ptron Basspods Encore ইয়ারবাডে TruTalk প্রযুক্তি রয়েছে, যা অন্যান্য শব্দ অর্থাৎ নয়েজ বাতিল করতে সক্ষম।
Ptron Basspods Encore ইয়ারবাডে ১০mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, এটি প্রতিটি ইয়ারবাডে স্টিরিও সাউন্ড এবং ডিপ বেস প্রদান করবে। Ptron Basspods Encore ইয়ারবাডে TruTalk প্রযুক্তি রয়েছে, যা অন্যান্য শব্দ অর্থাৎ নয়েজ বাতিল করতে সক্ষম।
advertisement
5/8
কানেক্টিভিটির ক্ষেত্রে Ptron Basspods Encore ইয়ারবাডে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৩। একই সঙ্গে Ptron Basspods Encore ইয়ারবাডে ১০ মিটার পর্যন্ত স্থিতিশীল সংযোগ উপলব্ধ। চার্জিং কেস সহ, এই ইয়ারবাড ৫০ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। একক চার্জে এই ইয়ারবাড ১০ ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে।
কানেক্টিভিটির ক্ষেত্রে Ptron Basspods Encore ইয়ারবাডে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৩। একই সঙ্গে Ptron Basspods Encore ইয়ারবাডে ১০ মিটার পর্যন্ত স্থিতিশীল সংযোগ উপলব্ধ। চার্জিং কেস সহ, এই ইয়ারবাড ৫০ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। একক চার্জে এই ইয়ারবাড ১০ ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে।
advertisement
6/8
এই ডিভাইস ইউএসবি টাইপ-সি দ্রুত চার্জিং যুক্ত । এই ইয়ারবাড চার্জ হতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। তাই এর কেস চার্জ হতে ১.৫ ঘন্টা সময় লাগে। মাত্র ১০ মিনিট চার্জ করে এটি ২০০ মিনিট চালানো যায়।
এই ডিভাইস ইউএসবি টাইপ-সি দ্রুত চার্জিং যুক্ত । এই ইয়ারবাড চার্জ হতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। তাই এর কেস চার্জ হতে ১.৫ ঘন্টা সময় লাগে। মাত্র ১০ মিনিট চার্জ করে এটি ২০০ মিনিট চালানো যায়।
advertisement
7/8
এই ডিভাইস ইউএসবি টাইপ-সি দ্রুত চার্জিং যুক্ত । এই ইয়ারবাড চার্জ হতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। তাই এর কেস চার্জ হতে ১.৫ ঘন্টা সময় লাগে। মাত্র ১০ মিনিট চার্জ করে এটি ২০০ মিনিট চালানো যায়।
এই ডিভাইস ইউএসবি টাইপ-সি দ্রুত চার্জিং যুক্ত । এই ইয়ারবাড চার্জ হতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। তাই এর কেস চার্জ হতে ১.৫ ঘন্টা সময় লাগে। মাত্র ১০ মিনিট চার্জ করে এটি ২০০ মিনিট চালানো যায়।
advertisement
8/8
এই ডিভাইসে স্টিরিও কলের জন্য কোয়াড মাইক দেওয়া হয়েছে। এই ইয়ারবাড IPX4 রেটিং যুক্ত। এর মধ্যে টাচ কন্ট্রোল ফিচারও দেওয়া আছে। গ্রাহকরা Ptron Basspods Encore ইয়ারবাডের সঙ্গে ১ বছরের ওয়ারেন্টিও পাবেন।
এই ডিভাইসে স্টিরিও কলের জন্য কোয়াড মাইক দেওয়া হয়েছে। এই ইয়ারবাড IPX4 রেটিং যুক্ত। এর মধ্যে টাচ কন্ট্রোল ফিচারও দেওয়া আছে। গ্রাহকরা Ptron Basspods Encore ইয়ারবাডের সঙ্গে ১ বছরের ওয়ারেন্টিও পাবেন।
advertisement
advertisement
advertisement