Smartphone: এপ্রিল মাসে লঞ্চ, কেমন হতে চলেছে Samsung, Poco, Vivo, Asus-এর নয়া স্মার্টফোন?

Last Updated:
এই এপ্রিল মাসেই একসঙ্গে অনেকগুলি দুর্দান্ত ফোন লঞ্চ হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
1/8
যাঁরা নতুন ফোন কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে একটি দারুন সুখবর। জনপ্রিয় ফোন কোম্পানিগুলো নতুন প্রযুক্তিতে সজ্জিত আধুনিক ফোন লঞ্চ করতে চলেছে। এই এপ্রিল মাসেই একসঙ্গে অনেকগুলি দুর্দান্ত ফোন লঞ্চ হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
যাঁরা নতুন ফোন কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে একটি দারুন সুখবর। জনপ্রিয় ফোন কোম্পানিগুলো নতুন প্রযুক্তিতে সজ্জিত আধুনিক ফোন লঞ্চ করতে চলেছে। এই এপ্রিল মাসেই একসঙ্গে অনেকগুলি দুর্দান্ত ফোন লঞ্চ হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
advertisement
2/8
Poco F5 -  এই ফোনটি ৬ এপ্রিল লঞ্চ করার কথা। Poco F5 ফোনে Snapdragon ৭+ Gen ২ চিপসেট দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ১২০Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতে পারে।
Poco F5 - এই ফোনটি ৬ এপ্রিল লঞ্চ করার কথা। Poco F5 ফোনে Snapdragon ৭+ Gen ২ চিপসেট দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ১২০Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতে পারে।
advertisement
3/8
ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরাও ব্যবহার করা হতে পারে। এই ফোনটিতে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরাও ব্যবহার করা হতে পারে। এই ফোনটিতে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
advertisement
4/8
Vivo X90 -  Vivo X90 সিরিজের ফোনগুলি এই মাসেই ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের গ্লোবাল লঞ্চ থেকে জানা গিয়েছে যে, X90 এবং X90 Pro সিরিজের ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত হবে। অন্য দিকে, X90 Pro Plus ফোন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে।
Vivo X90 - Vivo X90 সিরিজের ফোনগুলি এই মাসেই ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের গ্লোবাল লঞ্চ থেকে জানা গিয়েছে যে, X90 এবং X90 Pro সিরিজের ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত হবে। অন্য দিকে, X90 Pro Plus ফোন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে।
advertisement
5/8
Vivo T2 5G -  অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এপ্রিল মাসে ভারতে Vivo T2 সিরিজের ফোন চালু করা হবে। এই ফোনটিতে MediaTek Dimensity এবং Qualcomm Snapdragon চিপসেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে Vivo T2 5G এবং Vivo T2x 5G ফোন লঞ্চ করার প্রস্তুতি চলছে।
Vivo T2 5G - অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এপ্রিল মাসে ভারতে Vivo T2 সিরিজের ফোন চালু করা হবে। এই ফোনটিতে MediaTek Dimensity এবং Qualcomm Snapdragon চিপসেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে Vivo T2 5G এবং Vivo T2x 5G ফোন লঞ্চ করার প্রস্তুতি চলছে।
advertisement
6/8
Samsung Galaxy M54 5G -  Samsung এই মাসে ভারতে একটি নতুন ফোন Samsung Galaxy M54 5G লঞ্চ করতে চলেছে৷ এই ফোনে, ১২০Hz রিফ্রেশ রেট সহ AMOLED প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে।
Samsung Galaxy M54 5G - Samsung এই মাসে ভারতে একটি নতুন ফোন Samsung Galaxy M54 5G লঞ্চ করতে চলেছে৷ এই ফোনে, ১২০Hz রিফ্রেশ রেট সহ AMOLED প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে।
advertisement
7/8
ফোনটি Exynos ১৩৮০ চিপসেট যুক্ত। এই ফোনটিতে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে ২৫W দ্রুত চার্জিং সহ একটি ৬০০০ mAh ব্যাটারি রয়েছে।
ফোনটি Exynos ১৩৮০ চিপসেট যুক্ত। এই ফোনটিতে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে ২৫W দ্রুত চার্জিং সহ একটি ৬০০০ mAh ব্যাটারি রয়েছে।
advertisement
8/8
Asus ROG 7 -  Asus ROG 7 ফোন লঞ্চ হবে ১৩ এপ্রিল। এই ফোনটিতে Snapdragon ৮ Gen ২ চিপসেট রয়েছে এবং এটি AMOLED ডিসপ্লে যুক্ত, যার রিফ্রেশ রেট ৬৫Hz। এই ফোনটিতে একটি ৬০০০ mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে গ্রাহকরা ১৬ GB RAM এবং ৫১২ GB স্টোরেজের বিকল্পও পেতে পারেন।
Asus ROG 7 - Asus ROG 7 ফোন লঞ্চ হবে ১৩ এপ্রিল। এই ফোনটিতে Snapdragon ৮ Gen ২ চিপসেট রয়েছে এবং এটি AMOLED ডিসপ্লে যুক্ত, যার রিফ্রেশ রেট ৬৫Hz। এই ফোনটিতে একটি ৬০০০ mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে গ্রাহকরা ১৬ GB RAM এবং ৫১২ GB স্টোরেজের বিকল্পও পেতে পারেন।
advertisement
advertisement
advertisement