iPhone 17: নতুন iPhone 17 দেখতে সত্যিই কি খারাপ? ডিজাইন নিয়ে চলছে জোর সমালোচনা, আপনারও কি একই মত?

Last Updated:

iPhone 17- প্রতি বছরের মতো এই বছরও কিছু লোক নতুন আইফোনের ডিজাইন পছন্দ করেছেন, আবার অনেকে এটি নিয়ে মজা করছেন। অনেকেরই নতুন আইফোন পছন্দ নয়।

News18
News18
নয়াদিল্লি : অ্যাপল তাদের বার্ষিক Awe Droping ইভেন্টে অনেক নতুন পণ্য চালু করেছে। এই ইভেন্টে iPhone 17 সিরিজ, Apple Watch Ultra 3, Apple Watch Series 11, Apple Watch SE 3 এবং তৃতীয় প্রজন্মের AirPods Pro লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসগুলি ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, জাপান, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহি সহ ৫০টিরও বেশি দেশে পাওয়া যাবে। প্রতি বছরের মতো এই বছরও কিছু লোক নতুন আইফোনের ডিজাইন পছন্দ করেছেন, আবার অনেকে এটি নিয়ে মজা করছেন।
OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ iPhone Air সম্পর্কে নিজের আনন্দ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমি সত্যিই নতুন আইফোন আপগ্রেড চেয়েছিলাম! দেখতে খুব দারুন।’ অর্থাৎ, তিনি এই আপগ্রেডটি খুবই পছন্দ করেছেন এবং এর ডিজাইন নিয়েও তিনি উত্তেজিত। বাংলাদেশের শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে মঞ্চে এসে কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা স্মার্টফোন iPhone Air লঞ্চ করেছেন, তিনিই ফোনটি ডিজাইন করেছেন, অনেকেই এর প্রশংসায় পঞ্চমুখ।
advertisement
সোশ্যাল মিডিয়া ইউজারদের মিশ্র প্রতিক্রিয়া
advertisement
কিছু লোক iPhone 17-এর ডিজাইনের প্রশংসা করলেও অনেক ইউজার এটি নিয়ে মজাও করেছেন। কেউ কেউ নতুন আইফোনের ক্যামেরাটিকে ‘ইঁদুরের চোখ’ বলে বর্ণনা করেছেন, আবার কেউ কেউ জনপ্রিয় কার্টুন চরিত্র টমের একটি মিম পোস্ট করেছেন যেখানে তাকে নতুন ফোন ভাঙতে দেখা যাচ্ছে। একজন ইউজার লিখেছেন, ‘আমি অবাক হচ্ছি যে, কিছু মানুষ যারা ভাল অ্যান্ড্রয়েড কিনতেও পারে না, তারা আইফোনের ডিজাইন নিয়ে মজা করছে।’
advertisement
আরও পড়ুন- UPI নম্বর কী? এটি কীভাবে তৈরি এবং মুছে ফেলতে হয় জেনে রাখুন খুব সহজে
iPhone 17 Pro মডেল সম্পর্কেও নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। @sui_ninja নামের এক ইউজার পোস্ট করেছেন, ‘আমি কি একমাত্র ব্যক্তি যে নতুন iPhone 17 Pro Max-এর ডিজাইনকে একেবারেই অকেজো মনে করছি? অ্যাপল ডিজাইনটি পুরো নষ্ট করে দিয়েছে।’
advertisement
আরেকজন ইউজার সুমিত বহেল লিখেছেন যে, ‘এটি এখনও পর্যন্ত সবচেয়ে কুৎসিত দেখতে একটা আইফোন।’
তবে, ডিজাইন নিয়ে মন্তব্য যে রকমই ভেসে আসুক না কেন, এই লাইনআপে নতুন প্রসেসর, আপগ্রেডেড ডিসপ্লে, উন্নত ক্যামেরা সিস্টেম এবং বর্ধিত স্টোরেজের মতো হরেক চমক রয়েছে। সমস্ত ডিভাইস অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন করে, যা অ্যাপলের এআই-চালিত স্যুট এবং iOS অভিজ্ঞতার যুগলবন্দিতে ডিভাইসে জেনারেটিভ ফিচার যুক্ত করেছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 17: নতুন iPhone 17 দেখতে সত্যিই কি খারাপ? ডিজাইন নিয়ে চলছে জোর সমালোচনা, আপনারও কি একই মত?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement