ধামাকা ডিসকাউন্ট iPhone 15-এ! ১ লক্ষ টাকারও কমে পেয়ে যাবেন, দুর্দান্ত সুযোগ
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Flipkart-এ প্রচুর ছাড় বা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 15। আবার Vijay Sales store-এর ডিলে iPhone 15 Pro পাওয়া যাচ্ছে ১ লক্ষ টাকায়। সেরা দামে এখন পাওয়া যাচ্ছে iPhone। রইল সমস্ত বিশদ তথ্য।
কলকাতা: যাঁরা iPhone 15 এবং iPhone 15 Pro কেনার কথা ভাবছেন, এটাই তাঁদের জন্য দুর্দান্ত সময়। iPhone 15 সিরিজের এই লেটেস্ট অফার কিন্তু চলমান কোনও সেলের অংশ নয়। বরং তা পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন চ্যানেলে। Flipkart-এ প্রচুর ছাড় বা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 15।
আবার Vijay Sales store-এর ডিলে iPhone 15 Pro পাওয়া যাচ্ছে ১ লক্ষ টাকায়। সেরা দামে এখন পাওয়া যাচ্ছে iPhone। রইল সমস্ত বিশদ তথ্য।
৬০ হাজার টাকার কমে মিলবে iPhone 15:
advertisement
iPhone 16 বাজারে আসার পরে iPhone 15 সিরিজের দাম কমিয়ে দিয়েছে Apple। যা আরও বেশি সাশ্রয়ী হয়ে উঠেছে। অফিসিয়াল ওয়েবসাইটে Apple অফিসিয়াল ভাবে iPhone 15-এর দাম শুরু হচ্ছে ৬৯৯০০ টাকা থেকে। যদিও ফ্লিপকার্ট বর্তমানে আরও ভাল ডিল দিচ্ছে। ফলে সেখানে মাত্র ৫৮৪৯৯ টাকায় iPhone 15 কিনতে পারবেন গ্রাহকরা। ফলে ডিসকাউন্ট থাকছে মোট ১১৪০১ টাকার। আবার ইএমআই-এর বিকল্পও মিলছে। যার জেরে মাসিক ২০৫৭ টাকায় শুরু হচ্ছে ইএমআই বিকল্প।
advertisement
আরও পড়ুন- ডিসেম্বরের শেষেও জাঁকিয়ে শীতের দেখা নেই! মেঘলা আকাশ, ফের বৃষ্টি হবে কি?
iPhone 15 Pro -র দুর্ধর্ষ ডিসকাউন্ট:
Vijay Sales-এ লিস্টেড রয়েছে iPhone 15 Pro। এর দাম শুরু হচ্ছে ১,০২,১৯০ টাকা থেকে। ফলে বোঝাই যাচ্ছে, এই ডিলটা দারুণ। ভারতে লঞ্চ হওয়ার সময় এই ডিভাইসের দাম ছিল ১,৩৪,৯০০ টাকা। ফলে কোনও শর্তাবলি ছাড়াই গ্রাহকরা ৩২৭১০ টাকা ছাড়ে এই ফোন পাচ্ছেন। এর পাশাপাশি HDFC Bank অথবা RBL Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কেনা হলে আরও ৪৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। যার জেরে দাম কমে হবে ৯৭৬৯০ টাকা। এর পাশাপাশি মাসিক ৪৯৫৫ টাকার ইএমআই-এ মিলবে এই ফোন।
advertisement
iPhone 15 না কি iPhone 15 Pro? কোনটা কেনা ভাল?
কম দামে কেউ যদি Apple-এর ফোন কিনতে চান, তাহলে তাঁর iPhone 15 কেনাটাই ভাল। লেটেস্ট iPhone 16-এর মতোই পারফরম্যান্স দেবে এই ফোন। আর দেখতেও অনেকটা এক। তবে আলাদা রঙের অপশন মিলবে। রয়েছে একটি দারুণ OLED ডিসপ্লেও। আর iPhone-এর ক্যামেরা পারফরম্যান্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
advertisement
আরও পড়ুন- বাসের ভিতর কী নড়াচড়া করছে! সর্বনাশ! ব্যাগ খুলতেই আঁতকে উঠলেন সকলে
view commentsiPhone 15 Pro-তে পাওয়া যাবে Apple Intelligence ফিচার। আর চার বছরেরও বেশি সময় ধরে সফটওয়্যার আপডেটের সুবিধাও পাওয়া যায়। ফলে এর আয়ুর কথাও আলাদা করে বলে দিতে হয় না। সব মিলিয়ে iPhone 15 Pro-র পারফরম্যান্স দুর্ধর্ষ।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 8:02 PM IST

