Instagram-এ বেশি বেশি লাইক চাই? রাত ২ টোয় করুন এই কাজ? মুহূর্তে বাড়বে ফলোয়ার

Last Updated:

Instagram: বেশি বেশি ফলোয়ার মানেই রোজগারের পথ খোলা! কিন্তু কিছুতেই বাড়ছে না ভক্ত সংখ্যা? রাত ২টোর সময় করে দেখুন এই কাজ!

#নয়া দিল্লি:  বর্তমান ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্মের কাছে Instagram আজ অতি জনপ্রিয় সমাজ মাধ্যমে। Meta এই সোশ্যাল মিডিয়া অ্যাপের দায়িত্ব নেওয়ার পর থেকেই Instagram-এ এমন সব পরিবর্তন এনেছে, যাতে ব্যবহারকারীরা সহজেই এটি ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠতে পারেন। ভারতের কোটি কোটি মানুষ Instagram ব্যবহার করেন। বাড়িয়ে তুলতে চান তাঁদের জনপ্রিয়তা।
অনেক বেশি লাইক পাওয়া মানেই জনপ্রিয়তা বৃদ্ধি। এখানে এমন কিছু পদ্ধতির কথা আলোচনা করা যেতে পারে, যে গুলি অনুসরণ করলে কোনও ব্যবহারকারী Instagram-এ অনেক বেশি লাইক পেতে পারেন। এই টিপসগুলি অনুসরণ করার আগে, কয়েকটি জিনিসটি মনে রাখতে হবে। যেমন, শেয়ার করা বিষয়বস্তু যেন আকর্ষণীয় হয়। পাশাপাশি এটাও মনে রাখা জরুরি, বিষয়বস্তু যাই হোক না কেন, তা যেন মানুষের কাছে বিরক্তিকর বলে মনে না হয়। তা হলেই সমস্যা।
advertisement
একটি নির্দিষ্ট সময় Slot বেছে নেওয়া
advertisement
যদি Instagram-এ লাইক বাড়াতে চান কোনও ব্যবহারকারী তবে একটি নির্দিষ্ট সময়ের স্লটে পোস্ট করা শুরু করতে হবে। সমীক্ষা বলছে, রবিবার বিকাল ৫টায় করা পোস্টগুলি সবচেয়ে বেশি লাইক করা হয়। শুধু তাই নয়, অবাক করা বিষয় হল রাত ২টোয় করা পোস্টেও প্রচুর লাইকও পাওয়া যাবে। সোমবার সন্ধ্যা ৭টায়, শুক্রবার বেলা ১টায় এবং রাত ৮টায় বেশিরভাগ পোস্ট দেখা যায়।
advertisement
HD রিলস-এর জনপ্রিয়তা বেশি
সাধারণ ছবির তুলনায় চলমান ছবির জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি। গত কয়েক মাসে তুঙ্গে উঠেছে স্বল্প দৈর্ঘের ভিডিও Reel-এর চাহিদা। তাই যে কোনও বিষয়ের ৩০ সেকেন্ড দৈর্ঘের ভিডিও করে তা পোস্ট করা যেতে পারে। মনে রাখতে হবে ভিডিও-তে অবশ্যই HD (High Definition) ক্যোয়ালিটি যুক্ত করে নিতে হবে। সেই সঙ্গে মনের মতো বা মানানইসই গান বা আবহ বেছে নিতে হবে Insta-Reels-এর নিজস্ব ডেটাবেস থেকে। এতে খুব কম সময়েই বেড়ে যেতে পারে লাইকের সংখ্যা। তবে রিল আপলোড করার সময়ও এটা বুঝতে হবে কোন সময় ব্যবহারকারীরা বেশি সক্রিয় থাকেন। যেমন, দিল্লী-মুম্বইতে বসবাসকারীরা রিল পোস্ট করতে পারেন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অথবা সকাল ৯টায়। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
Instagram-এ রিল পোস্ট করার একটি সুবিধা হল যে এই রিলগুলি স্বয়ংক্রিয় ভাবে ফেসবুক (Facebook)-এও পোস্ট করে ফেলা যেতে পারে। যে হেতু ফেসবুক বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি, তাই ফেসবুক নিজেও Instagram-কে প্রচার করতে চায়। তাই কেই যদি Instagram-এ রিল পোস্ট করেন, তাঁর অনুমতি নিয়ে ফেসবুক তা নিজে থেকে প্রচারে সাহায্য করতে পারে।
advertisement
হ্যাশট্যাগ
যখনই Instagram-এ কোনও পোস্ট করা হবে অবশ্যই সেই পোস্টের সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগগুলি রাখতে হবে। শুধু তাই নয়, যে সমস্ত হ্যাশট্যাগ বেশির ভাগ মানুষ প্রায়ই ব্যবহার করেন সেগুলি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এমনকী কেউ যদি তার পোস্টে #instagram হ্যাশট্যাগ ব্যবহার করেন, Instagram সেটি ট্রেন্ডিংয়ে নিয়ে আসবে। এ ছাড়াও মনে রাখতে হবে যে, Instagram-এ কিছু নির্বাচিত হ্যাশট্যাগ, যা Instagram প্রচার করে, সেগুলি অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন ধরা যাক, #flowerstagram #flowersofinstagram #Reelsinsta #InstaReels #Instavideo #instagramchallenge #instachallenge #trending #instagood #explorepage #goodvibes
advertisement
ফোটো, ভিডিও-র সাইজ HD হতে হবে
Instagram-এর ছবির আকার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে বেশি। কেউ যদি নতুন কোনও ছবি বা ভিডিও তুলে থাকেন, তা হলে তা পোস্ট করতে পারেন। তবে এতে বেশি এডিটিং বা ফিল্টার ব্যবহার করবেন না। সর্বাধিক লাইক পেতে হলে পোস্টটি দেখতে সুন্দর হতে হবে, যা মানুষকে আকৃষ্ট করে। জনপ্রিয়তা ধরে রাখতে এক সপ্তাহের মধ্যে পোস্ট করে যেতে হবে। যেহেতু, Instagram-ও অ্যালগরিদমের সঙ্গে কাজ করে, তাই কেউ যখন প্রতিদিন পোস্ট করেন, তখন তাঁর পোস্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয়।
advertisement
অ্যাকাউন্ট সর্বজনীন (Public) রাখতে হবে
একজন Instagram ব্যবহারকারী হিসাবে, প্রথমে যে বিষয়টি মনে রাখতে হবে তা হল যদি অ্যাকাউন্টটি ‘ব্যক্তিগত’ করে রাখা হয়, তা হলে ব্যক্তিগত চেনাশোনার বাইরের মানুষ সেই পোস্টগুলি দেখতে পাবেন না। তাই অ্যাকাউন্ট সব সময় ‘পাবলিক’ হতে হবে। এ ছাড়াও নিজের পোস্টে লাইক বাড়াতে Instagram অটো লাইকার ব্যবহার করা যেতে পারে। এটি একটি ‘অনলাইন টুল’ (Online Tool) যা ব্যবহারকারীকে Instagram অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে।
অন্য প্ল্যাটফর্মে Instagram আইডি প্রকাশ
অনেক সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট থাকলে, সেখানেও নিজের Instagram আইডির ইউজারনেম বা URL প্রচার করতে হবে৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram-এ বেশি বেশি লাইক চাই? রাত ২ টোয় করুন এই কাজ? মুহূর্তে বাড়বে ফলোয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement