Facebook Dating: খোঁজ মিলবে মনের মানুষের ! এক নজরে দেখে নিন ফেসবুকের ডেটিং পোর্টালের খুঁটিনাটি!

Last Updated:

Facebook Dating: এক নজরে দেখে নেওয়া যাক ফেসবুক ডেটিং পোর্টালের খুঁটিনাটি।

photo source collected
photo source collected
#নয়াদিল্লি: বর্তমানে পুরো দুনিয়া অনেক এগিয়ে গেলেও অনেকের কাছেই এখনও ডেটিং নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে (Facebook Dating)। অনেকেই মনে করে এটি একটি সেনসিটিভ টপিক। বর্তমানে বিভিন্ন ধরনের সোশ্যাল ডেটিং সাইট ও পোর্টাল রয়েছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook) ২০২১ সালের এপ্রিল মাসে লঞ্চ করেছে ডেটিং পোর্টাল, যা ফেসবুক ডেটিং (Facebook Dating) নামে পরিচিত। কিন্তু অনেকের মনেই বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এই ফেসবুক ডেটিং পোর্টাল নিয়ে। নিজেদের প্রোফাইল অন্যেরা দেখতে পাবে কি না, পরিবারের অন্য কেউ এবং অন্যান্য বন্ধুরা ফেসবুক ডেটিং পোর্টালের সেই প্রোফাইল সম্পর্কে জানতে পারবে কি না ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যায় ইউজারদের মনে। কিন্তু ফেসবুক ডেটিং পোর্টালে এমন কোনও কিছুরই ভয় নেই। এক নজরে দেখে নেওয়া যাক ফেসবুক ডেটিং পোর্টালের খুঁটিনাটি।
সবার প্রথমেই জেনে রাখা দরকার যে, ফেসবুক ডেটিং পোর্টাল সম্পূর্ণ ভাবে সুরক্ষিত এবং নিরাপদ একটি ডেটিং পোর্টাল। সবথেকে ভাল কথা হল ফেসবুক ডেটিং পোর্টালে ইউজারদের প্রোফাইল(Facebook Dating) থাকলেও, ফেসবুকে কোনও ধরনের পোস্ট এবং নিউজ ফিড পাঠানো হয় না এবং নোটিফিকেশনও পাঠানো হয় না। ইউজারদের ফেসবুক ডেটিং প্রোফাইল সংক্রান্ত কোনও ধরনের তথ্য সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে শেয়ার করা হয় না। ফেসবুক ডেটিং পোর্টালে ইউজারদের সমস্ত তথ্য, ডেটিং মেসেজ, ইউজার লাইক এবং ম্যাচিং সব কিছুই প্রাইভেট রাখা হয়।
advertisement
advertisement
একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফেসবুক ডেটিং পোর্টালের চ্যাট এবং ফেসবুক মেসেঞ্জারের চ্যাট কোনও সময় মিক্সড হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই দু'টিই আলাদা ভাবে চালানো হয়। নিজেদের ফেসবুক প্রোফাইলের সঙ্গে এটি কখনও মিক্সড হওয়ার সম্ভাবনা নেই। ফেসবুক (Facebook Dating)ডেটিং হল ফেসবুক প্রোফাইলের সাবসেট। তাই যে কোনও সময়ে ফেসবুক ডেটিং প্রোফাইল ডিলিট করে দেওয়া যায় এবং একই সঙ্গে ব্যবহার করা যায় নিজেদের ফেসবুক প্রোফাইল। এর ফলে ফেসবুক ডেটিং প্রোফাইল নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই।
advertisement
ফেসবুক ডেটিং প্রোফাইলের ক্ষেত্রে একটি বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে যে, যদি নিজেদের কোনও ফেসবুকের বন্ধুর সঙ্গে নিজেদের প্রোফাইল ম্যাচ করে যায় তাহলে সেই বন্ধু তখন নিজেদের ফেসবুক ডেটিং প্রোফাইল দেখতে পারবে। সেই বন্ধুরও ফেসবুক ডেটিং(Facebook Dating) প্রোফাইলে নিজের একটি প্রোফাইল যদি থাকে এবং তার সঙ্গে নিজেদের ফেসবুক ডেটিং প্রোফাইল ম্যাচ হলেই সেই বন্ধু নিজেদের ফেসবুক ডেটিং প্রোফাইল সম্বন্ধে জানতে পারবে। এই একটি মাত্র বিষয়ে সতর্ক হওয়া ছাড়া খুব সহজেই ব্যবহার করা সম্ভব ফেসবুক ডেটিং পোর্টাল। এই বিষয়ে অযথা ভয় পাওয়ার কোনও দরকার নেই।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook Dating: খোঁজ মিলবে মনের মানুষের ! এক নজরে দেখে নিন ফেসবুকের ডেটিং পোর্টালের খুঁটিনাটি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement