Urfi Javed Dances to Viral Kacha Badam Song: ভুবনের কাঁচা বাদাম গানে নাচলেন উরফি জাভেদ ! শরীরে প্রায় কিছুই নেই ! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Urfi Javed Dances to Viral Kacha Badam Song: রাস্তার মাঝে কাঁচা বাদাম গানে তুমুল নাচ উরফি জাভেদের ! শরীরের উর্দ্ধাঙ্গ অনাবৃত ! ভাইরাল ভিডিও
#মুম্বই: ভুবন বাদ্যকারের (Bhuban Badyakar) নাম নিশ্চয় এতক্ষণে জানা হয়ে গিয়েছে সকলের। বীরভূমের কাঁচা বাদাম বিক্রেতা তিনি। ইমিটেশনের গয়নার বদলে কাঁচা বাদাম বিক্রি করেন। তবে এর জন্য নয়, তিনি ভাইরাল হয়েছেন তাঁর কাঁচা বাদাম গানটির জন্য। শুধু দেশ নয় গোটা বিশ্বের মানুষ এই কাঁচা বাদাম গানে নেচে চলেছেন। দাদাগিড়িতে এসে বিজেতাও হয়েছেন ভুবন বাদ্যকর(Bhuban Badyakar)। তবে এতে অর্থনৈতিক উন্নতি ভুবনের খুব একটা হয়নি। এখনও থাকেন বেড়ার বাড়িতেই।
তবে ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান কিন্তু ভাইরাল। বলিউডের অভিনেতারাও এই গানে নাচছেন। এবার কাঁচা বাদাম (Urfi Javed Dances to Viral Kacha Badam Song) গানে নাচতে দেখা গেল উরফি জাভেদকে। বলিউডের ছোট পর্দার অন্যতম নায়িকা উরফি। তবে উরফিকে তাঁর অভিনয়ের থেকে ফ্যাশন স্টেটমেন্টের জন্য চেনেন বেশি মানুষ। কী করেন উরফি? আসলে এই নায়িকা নানা সময়ে মুম্বইয়ের বিভিন্ন পাবলিক প্লেসে প্রায় অর্ধনগ্ন পোশাকে চলে যান।
advertisement
advertisement
advertisement
এবার উরফিকে (Urfi Javed Dances to Viral Kacha Badam Song) দেখা গেল কাঁচা বাদাম গানে নাচতে। রাস্তার মাঝখানে প্রায় অর্ধনগ্ন উরফি। আর সেভাবেই কাঁচা বাদাম গানে নাচতে থাকেন। ডেনিমের সঙ্গে কালো রঙের একটি পিঠ কাটা টপ পরেছেন নায়িকা। যাতে প্রায় সর্বাঙ্গ দেখা যাচ্ছে। এভাবেই রাস্তার মাঝে নাচতে থাকেন তিনি। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে উরফি লেখেন 'বাদাম বাদাম, কাঁচা বাদাম।" আর তারপরেই শুরু নায়িকাকে নিয়ে চর্চা। নেটিজেনরা নানা মন্তব্যে ভরাতে থাকেন।
advertisement
এক নেটিজেন লেখেন, 'আপনার পোশাক সব সময় এমন অশ্লীল কেন?" আবার কেউ কেউ নাচের প্রশংসাও করেছেন। তবে অনেকেই উরফিকে তাঁর পোশাক নিয়ে সমালোচনা করেছেন (Urfi Javed Dances to Viral Kacha Badam Song)। তবে এই ধরণের কমেন্ট নতুন কিছু নয়। নানা সময় নানা জায়গায় উরফিকে এধরণের কথা শুনতে হয়। আসলে উরফি বিশ্বাস করেন নেগেটিভ পাবলিসিটিতে। তাই তাঁর সমালোচনাকেও তিনি পজিটিভ ভাবেই নেন। নিজের বুদ্ধিতে প্রায় সর্বাঙ্গ খোলা পোশাক বানিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। আর এই ভাবে তাঁকে দেখতে পেলেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। এবং রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। এবার ভাইরাল হল উরফি জাভেদের কাঁচা বাদাম নাচ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 5:02 PM IST

