FASTag KYC জমা করেছেন তো? অনলাইনে কীভাবে কাজ মেটাবেন, দেখে নিন

Last Updated:

Fastag: ৩১ জানুয়ারি ২০২৪ থেকে সর্বশেষ ফাস্ট্যাগ অ্যাকাউন্টটাই শুধু সক্রিয় থাকবে। পূর্ববর্তী ট্যাগগুলো নিষ্ক্রিয় বা কালো তালিকাভুক্ত করা হবে।

কলকাতা: ৩১ জানুয়ারির মধ্যে কেওয়াইসি জমা দিতে হবে। না হলে নিষ্ক্রিয় হয়ে যাবে ‘ফাস্ট্যাগ’। ব্ল্যাকলিস্টও করা হতে পারে। এমনই নির্দেশিকা জারি করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। প্রসঙ্গত, ‘ফাস্ট্যাগ’-এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে টোল জমা নেওয়া হয়।
সমস্যা এড়াতে চালকদের সর্বশেষ ফাস্ট্যাগের কেওয়াইসি জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ‘এক যান এক ফাস্ট্যাগ’ নীতি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে চালকদের। বলা হয়েছে, ব্যাঙ্কের মাধ্যমে পূর্বে জারি করা ফাস্ট্যাগ বাতিল করা উচিত।
কেন এই নির্দেশিকা? একাধিক যানের জন্য একটি নির্দিষ্ট ফাস্ট্যাগ ব্যবহার বা একটি নির্দিষ্ট গাড়ির সঙ্গে একাধিক ফাস্ট্যাগ যুক্ত করার এর উদ্দেশ্য, যাতে টোল প্লাজাগুলিতে ট্রাফিকের সমস্যা না হয়। এই পদক্ষেপে টোল আদায় ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ঠান্ডায় জল গরম করতে সস্তায় দারুন কাজের হিটিং রড, শুধু এই ৩ ভুল না করলেই হল
৩১ জানুয়ারি ২০২৪ থেকে সর্বশেষ ফাস্ট্যাগ অ্যাকাউন্টটাই শুধু সক্রিয় থাকবে। পূর্ববর্তী ট্যাগগুলো নিষ্ক্রিয় বা কালো তালিকাভুক্ত করা হবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আদেশ লঙ্ঘন করে একটি গাড়ির জন্য একাধিক ফাস্ট্যাগ জারি এবং যথাযথ কেওয়াইসি ছাড়াই ফাস্ট্যাগ বিতরণ করা হয়েছে। সে জন্যই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সর্বশেষ ফাস্ট্যাগ নিয়ে এই নির্দেশিকা জারি করেছে।
advertisement
গাড়ির উইন্ডস্ক্রিনে ইচ্ছাকৃতভাবে ফাস্ট্যাগ না লাগানোর ঘটনাও লক্ষ্য করা গেছে, যার ফলে টোল প্লাজাগুলিতে অপ্রয়োজনীয় বিলম্ব হয়। বিঘ্নিত হয় ট্র্যাফিক। অসুবিধা হয় অন্য চালকদের।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, প্রায় ৮ কোটি চালক ফাস্ট্যাগ ব্যবহার করেন, যা প্রায় ৯৮ শতাংশ। ফাস্ট্যাগ ভারতে ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। ‘এক যান এক ফাস্ট্যাগ’ উদ্যোগ টোল অপারেশনকে আরও মসৃণ করবে বলে মনে করা হচ্ছে।
advertisement
ভারত সম্প্রতি বিশ্বব্যাঙ্ককে টোল প্লাজায় অপেক্ষারত গাড়ির সময় কমাতে এবং স্থলবন্দরে রফতানির সময় ত্বরান্বিত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে জানিয়েছে। এতে ‘ফাস্ট্যাগ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টোল প্লাজাগুলিতে গড় অপেক্ষার সময় ৭১৪ সেকেন্ড থেকে কমে ৪৭ সেকেন্ডে দাঁড়িয়েছে।
সব কিছুই ঠিক আছে, নির্দেশিকা মেনে অনলাইনে কেওয়াইসি জমাও দেওয়া হচ্ছে। কিন্তু কাজটা যে ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে, বা আদৌ জমা করা হয়েছে কি না মনে করতে না পারলে কীভাবে মিলিয়ে নেওয়া যেতে পারে?
advertisement
আরও পড়ুন- নতুন ফিচার্স আনছে WhatsApp, এবার এই সমস্যা থেকে মিলবে মুক্তি
সেটাই এবার দেখে নেওয়া যাক একে একে।
– সবার প্রথমে যেতে হবে অফিসিয়াল পোর্টালে, তার জন্য এই লিঙ্কে ক্লিক করা যায়: https://fastag.ihmcl.com
– নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
– অথবা, ওটিপি ভ্যালিডেশনের সাহায্যেও লগ ইন করা যেতে পারে।
advertisement
– এবার যেতে হবে Dashboard-এ।
– Dashboard-এর বাম দিকে পাওয়া যাবে My Profile।
– এই My Profile পেজেই কেওয়াইসি জমা করা হয়েছে কি না, তা দেখা যাবে। সেই সঙ্গে দেখা যাবে সকল তথ্য, যা রেজিস্ট্রেশনের সময়ে দেওয়া হয়েছিল।
আর যদি কেওয়াইসি এখনও সাবমিট না করা হয়?
তাহলে কী করণীয়, সেটাও দেখে নেওয়া যাক ধাপে ধাপে।
advertisement
– সবার প্রথমে যেতে হবে অফিসিয়াল পোর্টালে, তার জন্য এই লিঙ্কে ক্লিক করা যায়: https://fastag.ihmcl.com
– নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
– অথবা, ওটিপি ভ্যালিডেশনের সাহায্যেও লগ ইন করা যেতে পারে।
– এবার যেতে হবে Dashboard-এ।
– Dashboard-এর বাম দিকে পাওয়া যাবে My Profile।
– এখানে Profile নামে একটা সাব-সেকশন থাকবে, সেটায় যেতে হবে।
– এই Profile-এর মধ্যে থাকবে আরও এক সাব-সেকশন- KYC নামে।
– এই KYC সাব-সেকশনে ক্লিক করার পরে বেছে নিতে হবে Customer Type।
– এবার আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দিতে হবে।
– একই সঙ্গে একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
– অ্যাড্রেস প্রুফে উল্লিখিত ঠিকানা টাইপ করতে হবে।
– এবার কেওয়াইসি সাবমিট করার পালা।
– তবে হ্যাঁ, সাবমিট করার আগে এই ডিক্লারেশনে ক্লিক করতে ভুললে চলবে না: I/We confirm the attached documents are authentic documents are authentic documents. I/We have the originals with us.
– এবার কেওয়াইসি ভেরিফিকেশনের পদ্ধতি অনুসরণ করে তা সাবমিট করে দিলেই হল।
হাতে বেশি সময় নেই, কাল, ৩১ জানুয়ারির মধ্যেই এই কাজ মিটিয়ে নিতে হবে। অতএব, তাড়াতাড়ি পদক্ষেপই কাম্য।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
FASTag KYC জমা করেছেন তো? অনলাইনে কীভাবে কাজ মেটাবেন, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement