নতুন ফিচার্স আনছে WhatsApp, এবার এই সমস্যা থেকে মিলবে মুক্তি

Last Updated:
বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা সংস্করণে মুষ্টিমেয় ইউজার এই ফিচার্স ব্যবহার করছেন।
1/7
পিন ইভেন্ট নিয়ে আসছে WhatsApp। একটা ট্যাপেই দেখা যাবে গ্রুপ ইভেন্টের সব তথ্য। এই ফিচার এখনও চালু হয়নি। কাজ করছে WhatsApp। গ্রুপ মেম্বারদের আসন্ন ইভেন্টের রিমাইন্ডার বা যাবতীয় তথ্য থাকবে পিন ইভেন্টে।
পিন ইভেন্ট নিয়ে আসছে WhatsApp। একটা ট্যাপেই দেখা যাবে গ্রুপ ইভেন্টের সব তথ্য। এই ফিচার এখনও চালু হয়নি। কাজ করছে WhatsApp। গ্রুপ মেম্বারদের আসন্ন ইভেন্টের রিমাইন্ডার বা যাবতীয় তথ্য থাকবে পিন ইভেন্টে।
advertisement
2/7
WhatsApp-এর ফিচার নজরে রাখে WABetainfo। তারা জানাচ্ছে, কমিউনিটি গ্রুপে স্বয়ংক্রিয়ভাবে আসন্ন ইভেন্টগুলিকে পিন করবে ‘পিন ইভেন্ট’ ফিচার্স। বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা সংস্করণে মুষ্টিমেয় ইউজার এই ফিচার্স ব্যবহার করছেন।
WhatsApp-এর ফিচার নজরে রাখে WABetainfo। তারা জানাচ্ছে, কমিউনিটি গ্রুপে স্বয়ংক্রিয়ভাবে আসন্ন ইভেন্টগুলিকে পিন করবে ‘পিন ইভেন্ট’ ফিচার্স। বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা সংস্করণে মুষ্টিমেয় ইউজার এই ফিচার্স ব্যবহার করছেন।
advertisement
3/7
একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetainfo। তাতে দেখা যাচ্ছে, নতুন পিন ইভেন্ট গ্রুপ স্ক্রিনের একদম উপরের দিকে রয়েছে। গ্রুপের কোনও সদস্য নতুন ইভেন্ট তৈরি করলে স্বয়ংক্রিয়ভাবে তা পিন ইভেন্টে যুক্ত হয়ে যাবে। ফলে গ্রুপ মেম্বাররা সহজেই ইভেন্ট ট্র্যাক করতে পারবেন।
একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetainfo। তাতে দেখা যাচ্ছে, নতুন পিন ইভেন্ট গ্রুপ স্ক্রিনের একদম উপরের দিকে রয়েছে। গ্রুপের কোনও সদস্য নতুন ইভেন্ট তৈরি করলে স্বয়ংক্রিয়ভাবে তা পিন ইভেন্টে যুক্ত হয়ে যাবে। ফলে গ্রুপ মেম্বাররা সহজেই ইভেন্ট ট্র্যাক করতে পারবেন।
advertisement
4/7
বর্তমানে কোনও গ্রুপে কি ইভেন্ট হতে চলেছে তা ম্যানুয়ালি খুঁজে বের করতে হয় WhatsApp ইউজারদের। গ্রুপ যদি সবসময় সক্রিয় থাকে তাহলে সেটা প্রায় অসম্ভব। পিন ইভেন্টে সেই কাজটাই সহজে হয়ে যাবে। তাছাড়া ইউজারদের সময়ও বাঁচবে।
বর্তমানে কোনও গ্রুপে কি ইভেন্ট হতে চলেছে তা ম্যানুয়ালি খুঁজে বের করতে হয় WhatsApp ইউজারদের। গ্রুপ যদি সবসময় সক্রিয় থাকে তাহলে সেটা প্রায় অসম্ভব। পিন ইভেন্টে সেই কাজটাই সহজে হয়ে যাবে। তাছাড়া ইউজারদের সময়ও বাঁচবে।
advertisement
5/7
পিন ইভেন্ট ফিচার্সে অ্যাডমিন যখনই গ্রুপে কোনও গুরুত্বপূর্ণ কল, মিটিং ইত্যাদির সময় দেবেন তখনই WhatsApp স্বয়ংক্রিয়ভাবে ইউজারের জন্য একটি ইভেন্ট কলাম তৈরি করবে। কমিউনিটি অপশনের একদম উপরে দেখা যাবে কোন কোন ইভেন্ট রয়েছে, গ্রুপের কারা অংশগ্রহণ করতে পারবেন, কখন উপস্থিত থাকতে হবে ইত্যাদি।
পিন ইভেন্ট ফিচার্সে অ্যাডমিন যখনই গ্রুপে কোনও গুরুত্বপূর্ণ কল, মিটিং ইত্যাদির সময় দেবেন তখনই WhatsApp স্বয়ংক্রিয়ভাবে ইউজারের জন্য একটি ইভেন্ট কলাম তৈরি করবে। কমিউনিটি অপশনের একদম উপরে দেখা যাবে কোন কোন ইভেন্ট রয়েছে, গ্রুপের কারা অংশগ্রহণ করতে পারবেন, কখন উপস্থিত থাকতে হবে ইত্যাদি।
advertisement
6/7
WhatsApp গত বছর কমিউনিটি অপশন নিয়ে এসেছিল, যার মাধ্যমে একটি বিষয়ের উপর তৈরি বিভিন্ন গ্রুপকে একত্রিত করা যায়। ধরা যাক, যদি সরকারি চাকরি সংক্রান্ত চারটি গ্রুপ থাকে তাহলে সমস্ত গ্রুপের সদস্যদের একটি কমিউনিটির মধ্যে আনা যেতে পারে। এতে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ অনেক সহজ হয়ে যায়। প্রতি গ্রুপে বারবার পোস্ট করতে হয় না। এবার এই কমিউনিটির জন্যই পিন ইভেন্ট ফিচার্স আসতে চলেছে।
WhatsApp গত বছর কমিউনিটি অপশন নিয়ে এসেছিল, যার মাধ্যমে একটি বিষয়ের উপর তৈরি বিভিন্ন গ্রুপকে একত্রিত করা যায়। ধরা যাক, যদি সরকারি চাকরি সংক্রান্ত চারটি গ্রুপ থাকে তাহলে সমস্ত গ্রুপের সদস্যদের একটি কমিউনিটির মধ্যে আনা যেতে পারে। এতে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ অনেক সহজ হয়ে যায়। প্রতি গ্রুপে বারবার পোস্ট করতে হয় না। এবার এই কমিউনিটির জন্যই পিন ইভেন্ট ফিচার্স আসতে চলেছে।
advertisement
7/7
গ্রুপ চ্যাটের জন্য নতুন পিন ইভেন্ট ফিচার্স বর্তমানে Android 2.23.21.12-এর জন্য WhatsApp বিটাতে পাওয়া যাচ্ছে। কেউ বিটা ব্যবহার করলে তাঁর অ্যাকাউন্টে এই ফিচার আসছে কি না দেখতে WhatsApp-এর সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে।
গ্রুপ চ্যাটের জন্য নতুন পিন ইভেন্ট ফিচার্স বর্তমানে Android 2.23.21.12-এর জন্য WhatsApp বিটাতে পাওয়া যাচ্ছে। কেউ বিটা ব্যবহার করলে তাঁর অ্যাকাউন্টে এই ফিচার আসছে কি না দেখতে WhatsApp-এর সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে।
advertisement
advertisement
advertisement