Apple Password Change Process: অ্যাপল-এর আইডি, পাসওয়ার্ড পরিবর্তন করতে চান! এই উপায়গুলো জেনে রাখুন
- Published by:Suman Majumder
Last Updated:
Apple Password Change Process: ইউজাররা কয়েকটি সহজ পদ্ধতিতে অ্যাপলের আইডি (Apple ID) এবং পাসওয়ার্ড (Apple Password) পরিবর্তন করতে পারবেন।
#iPhone: আইফোন (iPhone), আইপ্যাড (iPad) এবং অ্যাপল ওয়াচের (Apple Watch) ইউজাররা কয়েকটি সহজ পদ্ধতিতে অ্যাপলের আইডি (Apple ID) এবং পাসওয়ার্ড (Apple Password) পরিবর্তন করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় -
স্টেপ ১ - প্রথমেই যেতে হবে সেটিং অপশনে। সেখান থেকে ওপরে থাকা নিজের নামে ক্লিক করতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশন।
স্টেপ ২ - এর পর সিলেক্ট করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশন। এবার সেখানে নিজেদের ডিভাইসের পাস কোড দিতে হবে। এর পর সেখানে এন্টার করতে হবে নতুন পাসওয়ার্ড এবং সেটি কনফার্ম করতে হবে।
advertisement
advertisement
স্টেপ ৩ - এর পর ক্লিক করতে হবে চেঞ্জ অপশনে।
স্টেপ ৪ - এর পর যেতে হবে প্রধান সেটিংস স্ক্রিনে। এরপর সেখানে গিয়ে সাইন ইন করতে হবে নতুন ক্রিয়েট করা পাসওয়ার্ড দিয়ে। সেটি করলেই নিজেদের অ্যাপল আইডি, পাসওয়ার্ড পরিবর্তিত হয়ে যাবে
advertisement
ম্যাকের ক্ষেত্রে অ্যাপলের আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় -
স্টেপ ১ - ম্যাক কম্পিউটারে প্রথমে ক্লিক করতে হবে অ্যাপেল মেনু অপশনে। যা রয়েছে স্ক্রিনের ওপরের দিকের বাঁদিকের কোণে।
স্টেপ ২ - এর পর সিলেক্ট করতে হবে সিস্টেম প্রেফারেন্স এবং সেখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাপল আইডি।
স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশনে।
advertisement
স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে।
স্টেপ ৫ - এর পর এন্টার করতে হবে এখনকার পাসওয়ার্ড।
স্টেপ ৬ - এর পর দু'বার নতুন পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে।
স্টেপ ৭ - এর পর ক্লিক করতে হবে চেঞ্জ অপশনে।
অন্যান্য ডিভাইসে অ্যাপলের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় -
advertisement
স্টেপ ১ - প্রথমেই যেতে হবে। applied.apple.com-এ ।
স্টেপ ২ - এর পর ক্লিক করতে হবে সাইন ইন অপশনে। এর পর সাইন ইন করতে হবে নিজেদের অ্যাপল আইডি অ্যাকাউন্টে।
স্টেপ ৩ - এর পর সিলেক্ট করতে হবে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি অপশনে।
আরও পড়ুন- Nothing Phone 1 কিনতে চান? কেনার কারণ পাঁচটা, তবে না কেনার দুটি কারণও ফেলনা নয়!
স্টেপ ৪ - এর পর সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড অপশন।
advertisement
স্টেপ ৫ - এর পর এন্টার করতে হবে নিজেদের এখনকার পাসওয়ার্ড। এর পর এন্টার করতে হবে নতুন পাসওয়ার্ড এবং সেটি কনফার্ম করতে হবে।
স্টেপ ৬ - ইউজাররা চাইলে এখান থেকে সাইন আউট অপশন বেছে নিতে পারেন। এর ফলে বিভিন্ন অ্যাপল ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবে নিজেদের অ্যাকাউন্ট।
স্টেপ ৭ - এর পর ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে।
Location :
First Published :
July 19, 2022 2:26 PM IST