Hero Splendor Highest Sales: পেট্রোলের গন্ধে ছোটে! ভারতের এক নম্বর মোটরসাইকেল এখন কোনটা, জানেন কি?

Last Updated:
Hero Splendor Highest Sales: এটাই এখন ভারতের এক নম্বর বাইক। যা মাইলেজ দেবে, আন্দাজ করতে পারবেন না!
1/6
Hero Motocorp ভারতের বৃহত্তম টু হুইলার প্রস্তুতকারক সংস্থা। ভারত বিশ্বের অন্যতম বড় টু-হুইলার বাজার। আর এই বাজারে Hero Splendor এখন এক নম্বর বাইক। আপনি জেনে অবাক হবেন যে Hero Splendor Plus প্রতি মাসে ২-৪ লক্ষ ইউনিট বিক্রি হচ্ছে। গত মাসে এই বাইকটি গোটা দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল।
Hero Motocorp ভারতের বৃহত্তম টু হুইলার প্রস্তুতকারক সংস্থা। ভারত বিশ্বের অন্যতম বড় টু-হুইলার বাজার। আর এই বাজারে Hero Splendor এখন এক নম্বর বাইক। আপনি জেনে অবাক হবেন যে Hero Splendor Plus প্রতি মাসে ২-৪ লক্ষ ইউনিট বিক্রি হচ্ছে। গত মাসে এই বাইকটি গোটা দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল।
advertisement
2/6
Honda CB Shine, Hero HF Deluxe, Bajaj Pulsar, Hero Glamour, Bajaj Platina এবং Royal Enfield Classic 350-এর মতো জনপ্রিয় বাইককে বিক্রির দিক থেকে পিছনে ফেলে দিয়েছে Hero Splendor.
Honda CB Shine, Hero HF Deluxe, Bajaj Pulsar, Hero Glamour, Bajaj Platina এবং Royal Enfield Classic 350-এর মতো জনপ্রিয় বাইককে বিক্রির দিক থেকে পিছনে ফেলে দিয়েছে Hero Splendor.
advertisement
3/6
গত মাসে ভারতে সেরা ১০টি সর্বাধিক বিক্রিত বাইকের মধ্যে এক নম্বরে হিরো স্প্লেন্ডার। গত মাসে মোট ২,৭০,৯২৩ ইউনিট বিক্রি হয়েছিল৷ হিরো স্প্লেন্ডারের বিক্রি বেড়েছে ২.৬২ শতাংশ। হোন্ডা সিবি শাইন দ্বিতীয় স্থানে ছিল। জুন মাসে মোট ১,২৫,৯৪৭ ইউনিট শাইন বিক্রি হয়েছিল।
গত মাসে ভারতে সেরা ১০টি সর্বাধিক বিক্রিত বাইকের মধ্যে এক নম্বরে হিরো স্প্লেন্ডার। গত মাসে মোট ২,৭০,৯২৩ ইউনিট বিক্রি হয়েছিল৷ হিরো স্প্লেন্ডারের বিক্রি বেড়েছে ২.৬২ শতাংশ। হোন্ডা সিবি শাইন দ্বিতীয় স্থানে ছিল। জুন মাসে মোট ১,২৫,৯৪৭ ইউনিট শাইন বিক্রি হয়েছিল।
advertisement
4/6
হিরো এইচএফ ডিলাক্স গত মাসে ১,১৩,১৫৫ ইউনিট বিক্রি হয়েছে। বাজাজ পালসার গত মাসে মোট ৮৩,৭২৩ ইউনিট বিক্রি হয়েছে। হিরো গ্ল্যামার গত মাসে বাইক বিক্রির নিরিখে পাঁচ নম্বরে ছিল। জুনে মোট ৩০,১০৫ ইউনিট বিক্রি হয়েছিল।
হিরো এইচএফ ডিলাক্স গত মাসে ১,১৩,১৫৫ ইউনিট বিক্রি হয়েছে। বাজাজ পালসার গত মাসে মোট ৮৩,৭২৩ ইউনিট বিক্রি হয়েছে। হিরো গ্ল্যামার গত মাসে বাইক বিক্রির নিরিখে পাঁচ নম্বরে ছিল। জুনে মোট ৩০,১০৫ ইউনিট বিক্রি হয়েছিল।
advertisement
5/6
ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের তালিকায় বাজাজ প্লাটিনা ছয় নম্বরে ছিল। এই জনপ্রিয় বাজেট বাইকের মোট ২৭,,৭৩২ ইউনিট বিক্রি হয়েছিল। এর পরে, Royal Enfield-এর Classic 350 ছিল ৭ নম্বরে।
ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের তালিকায় বাজাজ প্লাটিনা ছয় নম্বরে ছিল। এই জনপ্রিয় বাজেট বাইকের মোট ২৭,,৭৩২ ইউনিট বিক্রি হয়েছিল। এর পরে, Royal Enfield-এর Classic 350 ছিল ৭ নম্বরে।
advertisement
6/6
ইয়ামাহা এফজেড তালিকায় ৮ নম্বরে রয়েছে। গত মাসে মোট ১৯,৩০৫ ইউনিট বিক্রি হয়েছে। হিরো প্যাশন মোট ১৮,৫৬০ ইউনিট বিক্রি হয়েছিল। TVS Apache 10 নম্বরে।
ইয়ামাহা এফজেড তালিকায় ৮ নম্বরে রয়েছে। গত মাসে মোট ১৯,৩০৫ ইউনিট বিক্রি হয়েছে। হিরো প্যাশন মোট ১৮,৫৬০ ইউনিট বিক্রি হয়েছিল। TVS Apache 10 নম্বরে।
advertisement
advertisement
advertisement