এসি-র থেকে অনেক সস্তা, এই কুলার আবার ভাঁজ করা যায়! কয়েক মিনিটে হবে ঘর ঠাণ্ডা
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Hindware i-FOLD 90L DESERT Air Cooler: ফোল্ডিং কুলার। এই প্রচণ্ড গরমে সস্তায় পুষ্টিকর জিনিস।
কলকাতা: ভারত জুড়ে বিভিন্নি জায়গায় পড়তে শুরু করেছে তীব্র গরমের প্রভাব। এই সময়ে ভারতের বেশিরভাগ অঞ্চলেই খুব গরম। এমন পরিস্থিতিতে সেই গরম থেকে বাঁচতে, সর্বত্রই এখন ব্যবহার হচ্ছে এসি ও কুলার।
কিন্তু এসির থেকে কুলারের দাম একটু সস্তায় অনেকেরই প্রথম পছন্দ কুলার। ভারতের বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের কুলার মজুত রয়েছে। এমন অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের পুরনো কুলার পরিবর্তন করে একটি নতুন কুলার কেনার পরিকল্পনা করছেন।
আরও পড়ুন- ফোন থেকে সব ফটো ডিলিট হয়ে গিয়েছে? চিন্তা নেই, এভাবে সহজেই ফিরে পাবেন সব ছবি
তাঁদের জন্য রয়েছে একটি বিশেষ খবর। কারণ বাজারে চলে এসেছে চমৎকার একটি কুলার। এই কুলারটি ভাঁজ করা যায় এবং এটি গাড়িতে রেখে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। শুনতে আজব লাগলেও বাজারে চলে এসেছে এমনই এক কুলার। এক নজরে দেখে নেওয়া যাক সেই চমৎকার ফোল্ডিং কুলারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
আসলে, এখানে Hindware i-FOLD 90L DESERT AIR Cooler-এর কথা বলা হচ্ছে। এই কুলারের বিশেষ বিষয় হল গরমে ব্যবহার করার পর, এটি ফোল্ড করে রাখা যেতে পারে।
অর্থাৎ পরবর্তী মরশুমে সেটি ব্যবহার করার সময় আর পরিষ্কারের সমস্যা হবে না। এছাড়াও, যদি কারও বাড়িতে কম জায়গা থাকে, তাহলেও এই কুলারটি তাদের জন্য আদর্শ। এটি ফোল্ড করে গাড়িতে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। এছাড়াও এটি টেবিলের নিচে রাখা যেতে পারে।
advertisement
ফোল্ড করার পরে, এই কুলারটি তার আকারের প্রায় অর্ধেক হয়ে যায়। কোম্পানির দাবি অনুযায়ী এটি ফোল্ড করতে সময় লাগে মাত্র ৫ মিনিট। অন্যান্য ফিচারের কথা বললে ১০ মিটার দূরত্ব পর্যন্ত এয়ার থ্রো ক্ষমতাসম্পন্ন এই কুলার।
আরও পড়ুন- সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান, কোনটায় বেশি কারেন্ট পোড়ে? গরমের শুরুতে জেনে নিন
একইভাবে ৯০ লিটার ক্ষমতার একটি জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এতে। গতি নিয়ন্ত্রণের জন্য ৩টি কাস্টম অপশন দেওয়া হয়েছে। এই কুলারের নিচে চাকা রয়েছে। একই সঙ্গে এতে একটি হ্যান্ডেলও দেওয়া হয়েছে। তাই এটিকে কোথাও সরাতে কোনও সমস্যা নেই।
advertisement
হানিকম্ব প্যাটার্নযুক্ত কুলিং প্যাডগুলিও এই কুলারে পাওয়া যাবে। এর সঙ্গে জলের স্তর পরীক্ষা করার জন্য এতে একটি সূচকও দেওয়া হয়েছে। এর ওজন ১৩.৯ কেজি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ইনভার্টারেও কাজ করে। বর্তমানে, গ্রাহকরা এটি ফ্লিপকার্ট থেকে ১৩,৭৯৯ টাকায় কিনতে পারবেন। এতে গ্রাহকরা এক বছরের ওয়ারেন্টিও পাবেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 10:10 PM IST








