Google Search: গুগলে সার্চ হবে আরও দারুণ, সামনে বছরেই শুধু ভারতীয়দের জন্য এক গুচ্ছ নতুন অফার
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
আসতে চলেছে গুগল সার্চের নতুন ফিচার! শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের জন্যই উপলব্ধ! ফিচারটি আগামী বছরের শুরু থেকে ইউজাররা তা ব্যবহার করতে পারবেন।
#কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বহু ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল সার্চে একটি মাল্টি সার্চ ফিচার যোগ করা হয়েছে। এখন ব্যবহারকারীরা যে কোনও ফটোতে ক্লিক করে বা একটি স্ক্রিনশট যুক্ত করেই সার্চ ইঞ্জিন থেকে ওই ছবি বা স্ক্রিনশট সম্পর্কে তথ্য পেতে সক্ষম হবেন। এর জন্য গুগল অ্যাপের ক্যামেরা ব্যবহার করতে হবে। এই ফিচারটি আগামী বছরের শুরু থেকে ইউজাররা তা ব্যবহার করতে পারবেন।
এখন থেকে অ্যান্ড্রয়েড এবং ডিজিলকার এক সঙ্গে লিঙ্ক করা থাকবে। এই পরিস্থিতিতে যে সকল ব্যবহারকারীরা ডিজিলকার অ্যাপে তাঁদের আধার, প্যান কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট সেভ করে রেখেছেন তাঁরা সেগুলি সরাসরি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফাইল অ্যাপে সেভ করতে সক্ষম হবেন।
গুগল আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে ইউটিউব কোর্স নামে একটি নতুন ফিচারও শুরু করার কথা জানিয়েছে। এর সাহায্যে শিক্ষার্থীরা আরও নানা আকর্ষণীয় ফিচারের সঙ্গে যে কোনও বিষয়ে শিখতে পারবেন। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা আরও উন্নতি পরিকাঠামোর সঙ্গে শিক্ষণের অভিজ্ঞতা দেওয়ার জন্য বিনামূল্যে বা পেইড কোর্সের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন। এর ফলে যে সকল দর্শকরা কোর্সগুলি কিনবেন তারা বিজ্ঞাপনের বিরতি ছাড়াই ভিডিওগুলি দেখতে পারবেন।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, আমরা জানি যে সাধারণ জনগণের পক্ষে ডাক্তারদের হাতের লেখা পড়া ও বোঝাটা কতটা সমস্যার। কিন্তু গুগল সম্প্রতি এমন এক ফিচারের কথা জানিয়েছে যাতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে খুব সহজেই ডাক্তারদের প্রেসক্রিপশন পড়া সহজ হয়ে যাবে। এই ফিচারটি খুব শীঘ্রই গুগল লঞ্চ করতে চলেছে।
advertisement
গুগলের অন্যতম জনপ্রিয় অ্যাপ ‘গুগল পে’ অনলাইন পেমেন্ট অ্যাপেও নতুন একটি ফিচার ‘ট্রানজাকশন সার্চ’ যোগ করার খবর পাওয়া যাচ্ছে। এই নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ভয়েস রেকর্ডের মাধ্যমে তাঁদের লেনদেন সম্পর্কে জানতে পারবেন। অন্য দিকে, গুগল আগের তুলনায় সন্দেহজনক ট্রানজেকশনের ক্ষেত্রে আরও বেশি করে সিকিউরিটি অ্যালার্টের নোটিফিকেশন পাঠাবে।
Location :
First Published :
December 26, 2022 10:15 PM IST