একটানা যতক্ষণ খুশি গুগল মিট-এর দিন শেষ, এবার টাকার বিনিময়ে নিতে হবে পরিষেবা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গুগল মিটের ফ্রি এক্সটেনশানটি শেষ হবে আগামী ৩০শে সেপ্টেম্বর
Google Meet: লকডাউনে অফিস কাছারি, স্কুল বহু দিন হয়েছে অনলাইনেই। সহায় ছিল গুগল মিট। ঘণ্টার পর ঘণ্টা গুরুত্বপূর্ণ মিটিং থেকে অনলাইন ক্লাস, সবই হয়েছে গুগল মিট-এ। কিন্তু এ বার আর অফুরান সময়ের জন্য ব্যবহার করা যাবে না গুগল মিট। ৩০ সেপ্টেম্বরের পর থেকে ৬০ মিনিটের বেশি নিরবচ্ছিন্ন ভাবে করা যাবে না গুগল মিট-এর ভিডিও কল।
আগেই গুগল জানিয়েছিল যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ইউজারের জন্য আনলিমিটেড মিটিং পরিষেবা চালু রাখা হবে। খুব সম্ভবত পরিকল্পনামাফিক এগোচ্ছে গুগল। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন প্রচারে পরিবর্তন বা উন্নত ফিচারের মেয়াদ শেষ হওয়া নিয়ে কিছু বলার নেই। যদি পরিবর্তন হয়, তবে তা জানানো হবে। নতুন করে বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ধরে নেওয়া হচ্ছে অক্টোবর থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম।
advertisement
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন নিয়ম লাগু করতে সময় নিয়েছিল গুগল।
advertisement
গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন, এমন যে কেউ গুগল মিট করতে পারেন। প্যান্ডেমিক পরিস্থিতিতে স্কুল, কলেজ, টিউশন থেকে শুরু করে অফিস-কাছারি, সবই নির্বিঘ্নে চলেছিল গুগল মিট-এ। ছিল না কোনও সময়সীমাও। এ বার থেকে সেই সুযোগ আর নেওয়া যাবে না। লিঙ্ক পিছু ৬০ মিনিট করে গুগল মিট-এর অনুমতি দেবে কর্তৃপক্ষ। তবে আগের লিঙ্কের মেয়াদ শেষ হলে নতুন লিঙ্কে ফের চালু করা যাবে ভিডিও কল।
advertisement
এক সঙ্গে ১০০ জন গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীকে নিয়ে ভিডিও কল করা যায় গুগল মিট অ্যাপে।
গুগলের জি স্যুট এবং জি স্যুট ফর এডুকেশন-ও এখন থেকে আর বিনামূল্যে পাওয়া যাবে না। বর্তমানে সর্বোচ্চ ২৫০ জন যোগ দিতে পারেন এখানকার মিটিং-এ। ১০ হাজার পর্যন্ত ব্যবহারকারীকে নিয়ে লাইভ স্ট্রিমিং করা যায়। সেই সঙ্গে মিটিং সেভ করে রাখা যায় গুগল ড্রাইভে। তবে বিনামূল্যে এই সুবিধে পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। শুধুমাত্র জি স্যুট এন্টারপ্রাইজ গ্রাহকরাই এই সুবিধে পাবেন। বাকিদের এই সুবিধা পেতে গেলে খরচ করতে হবে মাসিক ২৫ ডলার।
Location :
First Published :
September 28, 2020 5:51 PM IST