Google auto archive: রোজই ফুরিয়ে যায় মোবাইল স্টোরেজ! এবার মুশকিল আসান করবে Google-এর ‘অটো আর্কাইভ

Last Updated:

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি বিশেষ ফিচার আনতে চলেছে Google, নতুন এই ফিচারটির নাম ‘অটো আর্কাইভ’।

রোজই ফুরিয়ে যায় মোবাইল স্টোরেজ! এবার মুশকিল আসান করবে Google-এর ‘অটো আর্কাইভ
রোজই ফুরিয়ে যায় মোবাইল স্টোরেজ! এবার মুশকিল আসান করবে Google-এর ‘অটো আর্কাইভ
ক্রমশ উন্নতি হচ্ছে প্রযুক্তির। সেই প্রযুক্তিতে ভর করেই নিজের জীবন আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় করে নিচ্ছে মানুষ। গত দু’দশকে মানুষের জীবন আমূল বদলে দিয়েছে মোবাইল ফোন।
একটা সময় ছিল যখন, মোবাইল ফোনে আলাদা করে স্টোরেজ বাড়ানো যেত না। এখন এমনিতেই বেশি স্টোরেজ-সহ ফোনের চাহিদা বেশি। তার উপর রয়েছে আলাদা ভাবে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা। কিন্তু তাতেও সব রকমের সামগ্রী জমিয়ে রাখা সম্ভব হয় না। খোঁজ চলে আরও বড় স্টোরেজের।
প্রায়ই এমন দেখা যায়, ছবি তুলতে গেলে ক্যামেরা জানান দিয়ে দেয় মোবাইল ফোনে আর ছবি সংরক্ষণ করার মতো জায়গা নেই। অথবা নতুন কোনও প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করতে গেলেও স্টোরেজের সমস্যা দেখা দেয়। এই সমস্যায় ভোগেননি এমন মানুষের সংখ্যা বিরল।
advertisement
advertisement
এই সমস্যার সমাধান করতে এবার অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবছে Google। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি বিশেষ ফিচার আনতে চলেছে Google, নতুন এই ফিচারটির নাম ‘অটো আর্কাইভ’। Google-এর তরফে এক ব্লগ পোস্টে এই ঘোষণা ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। এই ফিচারটি স্মার্টফোনে ব্যবহৃত অ্যাপের ডাটা মুছে ফেলতে সাহায্য করবে।
advertisement
ফলে ডিভাইসের স্টোরেজ স্পেস বাঁচানো সম্ভব হবে। তবে এই ফিচারটি কোনও ভাবেই ব্যবহারকারীর ডেটা মুছে ফেলবে না। শুধুমাত্র কম ব্যবহৃত অ্যাপের ডেটা সংরক্ষণ করবে। এটি একটি ক্লাউড আইকন দিয়ে ডিভাইসের এটির উপস্থিতিও চিহ্নিত করবে।
অটো আর্কাইভ-এ থাকছে নতুন ফিচার যা ব্যবহারকারীকে সাহায্য করবে যাতে কোনও অ্যাপ আনইনস্টল না করেই স্পেস বাঁচানো যায়। Google-এর দাবি ব্যবহারকারী একবার এটি সিলেক্ট করলে স্পেস বাঁচানোর জন্য ডিভাইস থেকে কম ব্যবহার করা অ্যাপগুলি সরিয়ে দেওয়া হবে।
advertisement
পরবর্তীকালে ব্যবহারকারী যখন ওই অ্যাপটি আবার ব্যবহার করতে চাইবেন তখন খুব সহজেই তা পাবেন। ওই অ্যাপটি আবার ডাউনলোড করতে গেলে তাঁকে ট্যাপ করে ডাউনলোড করে নিতে হবে। যেখানে তিনি অ্যাপের ব্যবহার বন্ধ করেছিলেন সেখান থেকেই তা চালু করতে পারবেন। এজন্য নতুন করে কোনও অসুবিধার মুখে পড়তে হবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google auto archive: রোজই ফুরিয়ে যায় মোবাইল স্টোরেজ! এবার মুশকিল আসান করবে Google-এর ‘অটো আর্কাইভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement