ওষুধ খেতে ভুলে যাচ্ছেন! এবার মনে করিয়ে দেবে সাধের Android ফোনটি

Last Updated:

এখন মানুষ বড় একা, নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। তবে সহায় প্রযুক্তি। হাতের তালুতে থাকা স্মার্টফোনে রয়েছে নানা ধরনের ‘হেল্থ অ্যাপ’।

ওষুধ খেতে ভুলে যাচ্ছেন! এবার মনে করিয়ে দেবে সাধের Android ফোনটি
ওষুধ খেতে ভুলে যাচ্ছেন! এবার মনে করিয়ে দেবে সাধের Android ফোনটি
স্বাস্থ্যই সম্পদ। তাই সেই স্বাস্থ্য ধরে রাখতে সকলেই সচেষ্ট। আগে প্রায় প্রত্যেক পরিবারেই এমন একজন যত্নশীল মানুষ থাকতেন যিনি প্রত্যেক সদস্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতেন। এখন মানুষ বড় একা, নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। তবে সহায় প্রযুক্তি।
হাতের তালুতে থাকা স্মার্টফোনে রয়েছে নানা ধরনের ‘হেল্থ অ্যাপ’। নানা ভাবে সাহায্য করে সে। এবার একটি ব্র্যান্ড সেই স্বাস্থ্য সহায়তাকেই অন্য স্তরে নিয়ে যাচ্ছে। এই বিশেষ প্রযুক্তি কোনও ব্যক্তির জন্য নির্ধারিত সমস্ত ওষুধের হিসেব রাখবে। সময় মতো যাতে সেগুলি ওই ব্যক্তি খান, তার জন্য রিমাইন্ডারও দেবে।
নতুন এই ফিচারটি পাওয়া যাবে Samsung Health অ্যাপে। সেখানে ব্যবহারকারী কী ওষুধ খান, কখন খান সেই সব তথ্য ম্যানুয়ালি জানিয়ে দিতে হবে। এমনকী কোন ওষুধের কেমন আকার, কী রঙ সবই জানানো যেতে পারে।
advertisement
advertisement
শুধু তাই নয়, এই রিমাইন্ডার ব্যবহারকারীকে জানিয়ে দেবে তাঁর ওষুধের স্টক ফুরিয়ে এসেছে কিনা, আবার কিনতে বা চিকিৎসকের কাছে যেতে হবে কিনা ইত্যাদি।
পাশাপাশি একধাপ এগিয়ে কিছু তথ্যও সরবরাহ করবে এই অ্যাপ ফিচার। যে ওষুধগুলি কেউ খাচ্ছেন তার বিশদ বিবরণও দেবে। ওষুধটি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে কিনা সেই সম্পর্কেও সতর্ক করে দেবে।
advertisement
জানা গিয়েছে Samsung এই বিশেষ ফিচার তৈরির জন্য Elsevier নামে একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তাদের সাহায্যেই চিকিৎসা সংক্রান্ত এই ফিচার কাজ করবে।
তবে এখনই সারা বিশ্বের মানুষ এই ফিচারের সুবিধা পাবেন না। Samsung আপাতত নির্দিষ্ট কিছু বাজারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছে। মনে করা হচ্ছে আপাতত আমেরিকায় এই ফিচার চালু হলেও শীঘ্রই সারা বিশ্বে চালু করতে পারে সংস্থা।
advertisement
Samsung-এর তরফে জানানো হয়েছে, এই বিশেষ ফিচার পাওয়ার জন্য Android 8.0 বা তার থেকে বেশি অপরেটিং সিস্টেম-সহ একটি স্মার্টফোন থাকতে হবে। সেখানে আপডেটেড Samsung Health অ্যাপের ৬.২৬ সংস্করণ (বা তার বেশি) থাকতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ওষুধ খেতে ভুলে যাচ্ছেন! এবার মনে করিয়ে দেবে সাধের Android ফোনটি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement