বৃষ্টিতে গাড়ি চালাতে হয়? জল-কাদায় গাড়ির ক্ষতি রুখবেন কীভাবে! জেনে নিন

Last Updated:

Monsoon 2025- বৃষ্টির মধ্যে লং ড্রাইভে যেতে কার না ভাল লাগে! কিন্তু বর্ষার মরশুমে বৃষ্টি উপভোগ করতে গিয়ে অনেক সময়ই গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। এর অন্যতম প্রধান কারণ হল ঠান্ডা, ভিজে স্যাঁতস্যাঁতে এবং আর্দ্র আবহাওয়া।

News18
News18
কলকাতা : বৃষ্টির মধ্যে লং ড্রাইভে যেতে কার না ভাল লাগে! কিন্তু বর্ষার মরশুমে বৃষ্টি উপভোগ করতে গিয়ে অনেক সময়ই গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। এর অন্যতম প্রধান কারণ হল ঠান্ডা, ভিজে স্যাঁতস্যাঁতে এবং আর্দ্র আবহাওয়া। এর জেরে গাড়িতে একাধিক সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে আগে থেকে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। এতে গাড়িকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। আজকের প্রতিবেদনে এই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
রাবার সিল লিক পরীক্ষা:
গাড়ির রাবার সিল কেবিনকে শুকনো রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বর্ষার মরশুমে তো বটেই! তাই মাইল্ড কার ওয়াশ সোপ এবং মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে রাবার সিল পরিষ্কার রাখতে হবে। সাবানের অবশিষ্ট ফেনা যাতে না থাকে, সেদিকেই লক্ষ্য রাখতে হবে। শুকনো হয়ে গেলে সিলিকোন-ভিত্তিক প্রোটেকট্যান্ট ব্যবহার করতে হবে। এতে লিক-প্রুফ হবে এটি।
advertisement
advertisement
ব্রেকের যত্ন:
বর্ষার সময় জমা জলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর সময় বারবার থামতে হয়। এতে গাড়ির ব্রেকের উপর ব্যাপক চাপ পড়ে। বারবার ব্রেক কষার ফলে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ব্রেকের কিছু অংশ সময়ের আগেই ক্ষয়ে যায়। আবার ব্রেকের মধ্যে থাকা ফ্লুইডের সঙ্গে মিশতে পারে বর্ষার দিনের আর্দ্রতা। জলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্রেক প্যাডেরও। তাই নিরাপত্তা এবং কার্যকারিতা বজায় রাখতে ব্রেকের ফ্লুইডের পরিমাণ নিয়মিত দেখে নিতে হবে। সেই সঙ্গে রাস্তায় বেরোলে আগের গাড়ির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
advertisement
সারা বছর ধরে প্রতিকূল তাপমাত্রাও সহন করে নিতে পারে গাড়ির টেইললাইট, ফগ লাইট এবং হেডলাইট। তবে লাইটের কেসে ক্র্যাক অথবা ছিদ্র রয়েছে কি না, তা পরীক্ষা করতে হবে। কারণ এই ক্র্যাক বা ছিদ্র দিয়েই প্রবেশ করতে পারে বৃষ্টির জল এবং বাষ্প। যার জেরে আলো ঝাপসা হয়ে যেতে পারে। আলোর কার্যকারিতা বজায় রাখতে তাই এই ক্ষতিগ্রস্ত কেসিং সারাই করাতে হবে কোনও মেকানিককে দিয়েই। এর পাশাপাশি গাড়ির সমস্ত আলো, আলোক-রশ্মি পরীক্ষা করতে হবে। কারণ বর্ষার দিনে নিরাপদে চলাচল করতে পর্যাপ্ত আলোর প্রয়োজন।
advertisement
ওয়াইপারের যত্ন:
বৃষ্টির জেরে চাপ পড়তে পারে গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপারের উপরে। গ্রীষ্মের মরশুমে রোদের জেরে ওয়াইপার ব্লেডের ক্ষতি হতে পারে। বছরে ওয়াইপার ব্লেড বদল করে স্ক্র্যাচ প্রতিরোধ করা সম্ভব। গাড়ির ওয়াশার সিস্টেমের দিকেও নজর রাখতে ভুললে চলবে না। আসলে ক্লগড নজলস এবং কম পরিমাণ ওয়াশার ফ্লুইড দৃশ্যমানতার উপর প্রভাব ফেলতে পারে। তাই রিফিলিং এবং নিয়মিত ক্লিনিং জরুরি।
advertisement
গাড়ির নীচের অংশের সুরক্ষা:
বৃষ্টির জেরে গোটা গাড়ি বিশেষ করে গাড়ির নীচের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে মরিচাও ধরতে পারে। আন্ডারকোটিং এক্ষেত্রে দারুণ সুরক্ষা প্রদান করে। এই কোটিং ময়েশ্চার ব্যারিয়ার হিসেবে কাজ করে। গাড়ির দেহে মরিচা পড়ে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বৃষ্টিতে গাড়ি চালাতে হয়? জল-কাদায় গাড়ির ক্ষতি রুখবেন কীভাবে! জেনে নিন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement