Facebook-এ বিরাট নিয়ম বদল, সব ভিডিও এখন থেকে হয়ে যাবে রিল! বড় সিদ্ধান্ত Meta-র
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Facebook: আসন্ন সময়ে Facebook-এ আপলোড করা প্রত্যেকটা ভিডিও - সে ছোটই হোক অথবা দীর্ঘই হোক, সেই সমস্ত ভিডিও-ই নিজে থেকে Reel হিসেবেই পোস্ট হবে।
কলকাতা: এবার Facebook ব্যবহার করার ধরনে বদল আসতে চলেছে। সম্প্রতি Meta ঘোষণা করেছে, যেভাবে ব্যবহারকারীরা Facebook-এ ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন, তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। কীরকম? আসন্ন সময়ে Facebook-এ আপলোড করা প্রত্যেকটা ভিডিও – সে ছোটই হোক অথবা দীর্ঘই হোক, সেই সমস্ত ভিডিও-ই নিজে থেকে Reel হিসেবেই পোস্ট হবে। এর অর্থ হল, এবার থেকে আর ব্যবহারকারীকে নর্ম্যাল কিংবা রিল-এর মধ্যে কিছু বেছে নিতে হবে না। কারণ এবার থেকে দুটোই একই হতে চলেছে।
ভিডিও পোস্ট করা আরও সহজ হয়ে উঠবে:
এখনও পর্যন্ত Facebook-এ ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। যার জেরে কন্টেন্ট ক্রিয়েশন একটু জটিলই ছিল। কিন্তু এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে Meta। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন। এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিও-কে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।
advertisement
advertisement
আরও পড়ুন- মাত্র ২৪৯০০ টাকা দিলেই iPhone 16! কোথায় দিচ্ছে এমন দুর্দান্ত অফার, জেনে নিন
থাকবে না টাইম লিমিট, কিংবা ফরম্যাট সংক্রান্ত ঝক্কিও থাকবে না:
একটা সময় ছিল, যখন Reels-এর ক্ষেত্রে টাইম লিমিট ছিল। সেটা ওই ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ডের মতো। কিন্তু এখন এমন কোনও কিছুই আর থাকবে না। এখন যদি ব্যবহারকারী ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন, সেই সব কিছুই Reels হিসেবে পাবলিশ হবে। এই নতুন পন্থা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকটাই স্বাধীনতা দেবে।
advertisement
প্রিভেসি সেটিংস ব্যবহারকারীর নিয়ন্ত্রণে:
Meta আরও ব্যাখ্যা করে বলেছে যে, ব্যবহারকারীদের Audience Settings আগের মতোই থাকবে। যদি কেউ নিজের পোস্টের ক্ষেত্রে অডিয়েন্স হিসেবে আগে থেকেই Friends সিলেক্ট করে রাখেন, তাহলে Reels-এর ক্ষেত্রেও অডিয়েন্স হিসেবে সেটাই থেকে যাবে। তবে যদি কেউ প্রথম বারের জন্য ভিডিও পোস্ট করেন, তাহলে তাঁর কাছে সেটিংস আপডেট করার বিকল্প আসবে।
advertisement
Video ট্যাব এবার Reels ট্যাব:
Facebook-এর Video ট্যাবের নাম পরিবর্তন হয়ে হবে Reels। কিন্তু তার মানে এই নয় যে, লম্বা দৈর্ঘ্যের ভিডিও অথবা লাইভ কন্টেন্ট রিমুভ হয়ে যাবে। ব্যবহারকারী নিজের পছন্দসই সমস্ত ভিডিও দেখতে পাবেন। মূলত ইন্টারফেসকে ইউনিফাই করাই এই পরিবর্তনের লক্ষ্য।
পুরনো ভিডিও-র ক্ষেত্রে কী হবে?
Meta জানিয়েছে যে, আগে আপলোড করা ভিডিও আগের মতোই থাকবে। তাতে কোনও পরিবর্তন আসবে না। কিন্তু এখন থেকে যে কোনও ভিডিও আপলোড করলেও তা Reel হিসেবে প্রদর্শিত হবে।
advertisement
Meta-র লক্ষ্য কী?
এই পরিবর্তনের পিছনে Meta লক্ষ্য হল, Facebook-এর ভিডিও অভিজ্ঞতা আরও সহজ-সরল করে তোলা। কোম্পানির বিশ্বাস যে, এতে ব্যবহারকারীদের নতুন কন্টেন্ট খুঁজে পেতে, ক্রিয়েট করতে এবং শেয়ার করতে সুবিধা হবে। যা ক্রিয়েটর এবং দর্শকদের মধ্যে সংযোগ বাড়াবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 5:33 PM IST