মাত্র ২৪৯০০ টাকা দিলেই iPhone 16! কোথায় দিচ্ছে এমন দুর্দান্ত অফার, জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
iPhone 16-এর এই অফার সম্পর্কে বলার আগে এটা বলে দেওয়া যাক যে, এই ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছিল ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর Apple-এর It's Glowtime ইভেন্টে।
অনেকেই iPhone কেনার স্বপ্ন দেখেন। আর এই মুহূর্তে যাঁরা iPhone 16 কিনতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ Amazon-এ এই ফোন এতটাই কম দামে পাওয়া যাচ্ছে যে, গ্রাহকরা চমকে যেতে পারেন। iPhone 16-এর এই অফার সম্পর্কে বলার আগে এটা বলে দেওয়া যাক যে, এই ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছিল ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর Apple-এর It's Glowtime ইভেন্টে। এই ফোনের 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯৯০ টাকা, 256GB মডেলের দাম ৮৯,৯৯০ টাকা এবং 512GB ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯০ টাকা।
advertisement
advertisement
Amazon India-য় iPhone 16 (128GB, Black) এখন ছাড় দিয়ে পাওয়া যাচ্ছে মাত্র ৭৩৫০০ টাকায়। যা এর লিস্টেড দামের তুলনায় ৮ শতাংশ কম। শুধু তা-ই নয়, ভাল অবস্থায় থাকা iPhone 15 এক্সচেঞ্জ করে এই দাম আরও কমিয়ে ফেলতে পারবেন গ্রাহকরা। যার জেরে তাঁরা পেয়ে যেতে পারেন ৪২৫৫০ টাকার ট্রেড-ইন ভ্যালু। ফলে এর দাম নেমে আসবে ৩০,৯৫০ টাকায়।
এর পাশাপাশি যেসব গ্রাহক Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁরা ৬০৫০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই সমস্ত অফার মিলিয়ে iPhone 16-এর দাম নেমে আসবে ২৪৯০০ টাকায়।
এর পাশাপাশি যেসব গ্রাহক Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁরা ৬০৫০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই সমস্ত অফার মিলিয়ে iPhone 16-এর দাম নেমে আসবে ২৪৯০০ টাকায়।
advertisement
এই ফোনের ফিচার একঝলকে দেখে নেওয়া যাক। iPhone 16-এ রয়েছে ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে। যা 2556x1179 পিক্সেল রেজোলিউশন এবং 460 ppi-এর পিক্সেল ডেনসিটি অফার করে। এতে রয়েছে IP68 রেটিং। iPhone-এর ক্যামেরার বিষয়ে আলাদা করে বলে দিতে হয় না। iPhone 16-এর মূল ফিচারগুলির মধ্যে অন্যতম হল ক্যামেরা কন্ট্রোল। যা ভিস্যুয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে দ্রুত অ্যাক্সেস প্রদান করে। ফলে অবজেক্ট এবং লোকেশন আইডেন্টিফাই করতে পারেন ব্যবহারকারীরা। আর ফাস্ট ক্যামেরা অ্যাক্সেসের জন্য ছবি তোলা অথবা ভিডিও রেকর্ড করা সহজ। Apple-এর আসন্ন আপডেট এই ভিস্যুয়াল ইন্টেলিজেন্স ক্ষমতাকে উন্নত করবে।
advertisement
iPhone 16-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেলের Fusion Camera। যার মধ্যে অন্তর্ভুক্ত 2x টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এর পাশাপাশি সেলফি তোলার জন্য রয়েছে ƒ/1.9 অ্যাপারেচার-সহ একটি ১২ মেগাপিক্সেলের TrueDepth ফ্রন্ট ক্যামেরা। এছাড়া iPhone 16 চালিত হয় A18 Bionic চিপ দ্বারা। যেখানে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন ৩-ন্যানোমিটার টেকনোলজি।