Facebook New Trend DP ‍| EXCLUSIVE: ফেসবুকে ডিপি বদলের নয়া খেলায় মেতেছেন? মুহূর্তে লুঠ হবে অ্যাকাউন্টের টাকা, সাবধানবাণী সাইবার বিশেষজ্ঞদের

Last Updated:

Facebook New Trend DP: ফেসবুকে বিদেশি মুখের আদলে সেজে ফটো দিচ্ছেন? সাবধান হন, টাকা লুঠ হতে পারে। পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: বিদেশি সুন্দরী মহিলা বা হ্যান্ডসাম পুরুষের গড়নে তৈরি হচ্ছে আপনার মুখ!  নিমেষের মধ্যে ক্লিক করলে আসছে আপনার সুন্দর সুন্দর ছবি। একেবারে নায়ক-নায়িকার মতো দেখতে লাগছে আপনাকে। ঘন ঘন লাইক-কমেন্ট-শেয়ারের বন্যা হচ্ছে। পাড়ার অষ্টাদশী থেকে দাদা-বৌদি সকলেই এই গেমের প্রেমে পাগল। সৌজন্যে  “মাই পাজল” গেম।
ফেসবুকে ছেয়ে গিয়েছে এই নতুন ট্রেন্ড, প্রায় সবাই এই গেমে মত্ত হয়ে উঠেছেন।  অথচ এর মধ্যে লুকিয়ে বড় বিপদ! যে কোনও মুহূর্তে আপনার অ্যাকাউন্ট থেকে চোখের নিমেষে টাকা উধাও হয়ে যেতে পারে। যারা ব্যবহার করছেন তাঁরা কী বলছেন? কী নেশায় ব্যবহার করছেন? এর পিছনে বিপদের কথা কী জানেন তাঁরা? নিমতার বাসিন্দা প্রাইভেট সংস্থায় কাজ করেন মিনতি চক্রবর্তী এবং আরেক গৃহবধূ মধুমিতা চক্রবর্তী। কী বলছেন তাঁরা?
advertisement
আরও পড়ুন: ঘর গরম রাখতে রুম হিটার জ্বালাবেন ভাবছেন? শীতকাতুরেরা এই ভয়াবহ ক্ষতিগুলি জেনে সিদ্ধান্ত নিন
মিনতি চক্রবর্তী ( প্রাইভেট সংস্থায় কাজ করেন ) জানান, “ফেসবুকে দেখছি সবাই করছে অনেক লাইক কমেন্ট আসছে। তাই আমিও করেছি মাই পাজল গেম। দেখতে সুন্দর লাগছে ”  নিমতার অপর বাসিন্দা মধুমিতা চক্রবর্তী  (গৃহবধূ ) জানান, “আমার অনেক বন্ধু এই মাই পাজেল গেম খেলছে। আমারও ভাল লাগল, তাই আমিও করেছি। নিজের সুন্দর ছবি কে না দেখতে চায়।”
advertisement
advertisement
আরও পড়ুন: লাউ শাক একটা খাবার হল? বাজারে দেখলে এমনই ভাবেন! এটি খেলে অভাবনীয় উপকার পাবেন
সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে আপনারও কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে?  সাইবার বিশেষজ্ঞদের দাবি, যখনই ফেসবুকে আপনি গেম প্লে করছেন তখন সেটা লোডিং হচ্ছে আপনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে। আপনার চোখ-মুখ-আদল স্ক্যান করা ছবি তথ্য নিয়ে সুন্দর ছবি শো করছে ফেসবুকে। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া তথ্যের মাধ্যমে উন্নত প্রযুক্তি ও ফোনের অ্যাক্সেস নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হওয়ার আশঙ্কা থাকছে। সাইবার বিশেষজ্ঞরা কী বলছেন এ নিয়ে?
advertisement
সাইবার বিশেষজ্ঞ বা এথিক্যাল হ্যাকার সন্দীপ সেনগুপ্ত জানান, ‘এখন হোয়াটসঅ্যাপ দিয়ে বা এই জাতীয় অ্যাপ দিয়ে টাকা পাঠানো যায়। আর তাই আগামী দিনে ফেসবুক থেকে যদি ওয়ালেট ব্যবহার হয় তখন ফেসবুক থেকেও চুরি হতে পারে টাকা। হুজুগে ফেসবুকে গেম খেলতে গিয়ে উধাও হতে পারে আপনার টাকাও। তাই সাবধান হতে হবে আপনাকে। কীভাবে সাবধান হবেন? সন্দীপ সেনগুপ্ত জানান, যে কোনও লিঙ্ক ক্লিক করা যাবে না। এ ধরনের গেম থেকে নিজেকে বিরত রাখুন।
advertisement
ফেসবুক ব্যবহারকারীদের সেটিংসে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন অন করতে হবে। এর মাধ্যমে কেউ ফেসবুক হ্যাক করলেও চালু করতে পারবে না। কারণ ফেসবুক ওটিপি পাঠাবে যা আপনার ফোনেই আসবে। নিজের ফেসবুক ছবি অনলি ফ্রেন্ড বা প্রাইভেট মোডে রাখুন।সোশ্যাল মিডিয়ায় গেম খেলা থেকে বিরত থাকুন । আর অবশ্যই নিজে সচেতন হওয়া। এআই এর মতো ছবি দেখে আনন্দে না লাফিয়ে নিজের টাকা সুরক্ষিত রাখতে সচেতন হন, আর্জি সাইবার বিশেষজ্ঞদের।
advertisement
অর্পিতা হাজরা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook New Trend DP ‍| EXCLUSIVE: ফেসবুকে ডিপি বদলের নয়া খেলায় মেতেছেন? মুহূর্তে লুঠ হবে অ্যাকাউন্টের টাকা, সাবধানবাণী সাইবার বিশেষজ্ঞদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement