Room Heater Side Effects: ঘর গরম রাখতে রুম হিটার জ্বালাবেন ভাবছেন? শীতকাতুরেরা এই ভয়াবহ ক্ষতিগুলি জেনে সিদ্ধান্ত নিন

Last Updated:
Room Heater Side Effects: শীতকাতুরেদের জন্য বিষয়টি বেশ কার্যকর হয় ঠিকই, কিন্তু সেই আরামের আড়ালে বড়সড় বিপদও লুকিয়ে থাকতে পারে।
1/6
ঠান্ডা কখনও কম, কখনও বেশি। কলকাতাতেও জেলার মতো বেশ শীত পড়েছে। উত্তরবঙ্গে রয়েছে হাড়কাঁপানো শীত। আর ঠান্ডায় শীতের হাত থেকে বাঁচতে অনেকেই হিটার, ব্লোয়ার এসব ব্যবহার করেন। নিদেনপক্ষে আগুন, পাতা জ্বালিয়ে গা সেঁকে নেওয়া তো আছেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ঠান্ডা কখনও কম, কখনও বেশি। কলকাতাতেও জেলার মতো বেশ শীত পড়েছে। উত্তরবঙ্গে রয়েছে হাড়কাঁপানো শীত। আর ঠান্ডায় শীতের হাত থেকে বাঁচতে অনেকেই হিটার, ব্লোয়ার এসব ব্যবহার করেন। নিদেনপক্ষে আগুন, পাতা জ্বালিয়ে গা সেঁকে নেওয়া তো আছেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/6
শীতকাতুরেদের জন্য বিষয়টি বেশ কার্যকর হয় ঠিকই, কিন্তু সেই আরামের আড়ালে বড়সড় বিপদও লুকিয়ে থাকতে পারে। কারণ বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, বিশেষ কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে রুম হিটারের ব্যবহার।
শীতকাতুরেদের জন্য বিষয়টি বেশ কার্যকর হয় ঠিকই, কিন্তু সেই আরামের আড়ালে বড়সড় বিপদও লুকিয়ে থাকতে পারে। কারণ বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, বিশেষ কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে রুম হিটারের ব্যবহার।
advertisement
3/6
হিটারের ভিতর থাকে বিভিন্ন ধরনের ধাতব ও সিরামিক উপাদান। এই উপাদানগুলি উত্তপ্ত করেই তাপ উৎপন্ন করা হয়। ফলে সংলগ্ন অঞ্চলে বাতাসের আর্দ্রতা যায় কমে। তা ছাড়া, অনেক ক্ষেত্রেই বাতাসের অক্সিজেন দহন করে হিটার। ফলে হিটার সংলগ্ন অঞ্চলের বাতাসে কম থাকে আর্দ্রতা ও অক্সিজেন।
হিটারের ভিতর থাকে বিভিন্ন ধরনের ধাতব ও সিরামিক উপাদান। এই উপাদানগুলি উত্তপ্ত করেই তাপ উৎপন্ন করা হয়। ফলে সংলগ্ন অঞ্চলে বাতাসের আর্দ্রতা যায় কমে। তা ছাড়া, অনেক ক্ষেত্রেই বাতাসের অক্সিজেন দহন করে হিটার। ফলে হিটার সংলগ্ন অঞ্চলের বাতাসে কম থাকে আর্দ্রতা ও অক্সিজেন।
advertisement
4/6
শীত এমনিতেই শুষ্ক। তার মধ্যে হিটার বেশি চললে শুষ্ক হয়ে যায় ত্বক। অক্সিজেনের অভাবে দেখা দিতে পারে শ্বাসকষ্ট, মাথা ধরা, বমি বমি ভাবও। তাই হিটার চালালে যেন হওয়া চলাচল করার জায়গা থাকে, খেয়াল রাখতে হবে সে দিকে।
শীত এমনিতেই শুষ্ক। তার মধ্যে হিটার বেশি চললে শুষ্ক হয়ে যায় ত্বক। অক্সিজেনের অভাবে দেখা দিতে পারে শ্বাসকষ্ট, মাথা ধরা, বমি বমি ভাবও। তাই হিটার চালালে যেন হওয়া চলাচল করার জায়গা থাকে, খেয়াল রাখতে হবে সে দিকে।
advertisement
5/6
হ্যালোজেন হিটার থেকে নানা রকম রাসায়নিক নির্গত হয় যা ডেকে আনতে পারে হাঁপানি ও অ্যালার্জির মতো সমস্যা। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। ব্রঙ্কাইটিস ও সাইনাসের সমস্যা থাকলেও রুম হিটারের থেকে দূরে থাকাই ভাল।
হ্যালোজেন হিটার থেকে নানা রকম রাসায়নিক নির্গত হয় যা ডেকে আনতে পারে হাঁপানি ও অ্যালার্জির মতো সমস্যা। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। ব্রঙ্কাইটিস ও সাইনাসের সমস্যা থাকলেও রুম হিটারের থেকে দূরে থাকাই ভাল।
advertisement
6/6
হিটার থেকে নির্গত বাতাসে ফুসফুসের সমস্যা ও শ্বাসনালীর প্রদাহ হওয়াও অস্বাভাবিক নয়। যাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁরা সাধারণ হিটারের বদলে বিশেষ ধরনের অয়েল হিটার ব্যবহার করতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
হিটার থেকে নির্গত বাতাসে ফুসফুসের সমস্যা ও শ্বাসনালীর প্রদাহ হওয়াও অস্বাভাবিক নয়। যাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁরা সাধারণ হিটারের বদলে বিশেষ ধরনের অয়েল হিটার ব্যবহার করতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement