Electric Bike: একবার চার্জ দিলেই ছুটবে ১৮০ কিমি, একদম সস্তায় দারুণ ইলেকট্রিক বাইক আনল স্বদেশি কোম্পানি!

Last Updated:

Electric Bike: সম্পূর্ণ স্বদেশি ব্র্যান্ড ABZO Motors নিয়ে এল তাদের প্রথম ইলেকট্রিক বাইক ABZO VS01। দাম ১.৮ থেকে ২.২২ লাখ (এক্স শোরুম) টাকা।

এই সেই ইলেকট্রিক বাইক
এই সেই ইলেকট্রিক বাইক
দেশে ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা ক্রমশ বাড়ছে। নতুন নতুন কোম্পানি বাজারে আসছে। এবার সম্পূর্ণ স্বদেশি ব্র্যান্ড ABZO Motors নিয়ে এল তাদের প্রথম ইলেকট্রিক বাইক ABZO VS01। দাম ১.৮ থেকে ২.২২ লাখ (এক্স শোরুম) টাকা। নতুন বাইকের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠিও।
ABZO Motors আহমেদাবাদের ইলেকট্রিক টু হুইলার স্টার্টআপ কোম্পানি। ABZO VS01 ই-বাইকে রয়েছে রেট্রো থিমে ক্রজার ডিজাইন। আপাতত চার রকমের রঙে পাওয়া যাচ্ছে। সেগুলো হল, ইম্পেরিয়াল রেড, মাউন্টেন হোয়াইট, জর্জিয়ান বে এবং ব্ল্যাক। সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে বাইকে থাকছে এলইডি হেডলাইট এবং টেলল্যাম্প। সঙ্গে টিউবলেস টায়ার।
advertisement
ই-বাইকে দেওয়া হয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। মাটি থেকে সিটের উচ্চতা ৭০০ এমএম। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৮ মিমি। তিন রকমের রাইডিং মোড রয়েছে – ইকো, নর্মাল এবং স্পোর্টস। কোম্পানির দাবি, একবার ফুল চার্জ দিলে ১৮০ কিমি পর্যন্ত চলবে। বাইকে 72V 70Ah ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। মোটরটি ৮.৪৪ বিএইচপি শক্তি এবং ১৯০ এনএম পিক টর্ক জেনারেট করে।
advertisement
বাইকের দুটি চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। চালকের নিরাপত্তার খেয়াল রেখেছে সংস্থা। লাগানো হয়েছে কম্বি-ব্রেকিং সিস্টেম। পাশাপাশি সাসপেনশনের জন্য, সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার ইনস্টল করা হয়েছে। চালকের সুবিধার জন্য রিভার্স মোডও দেওয়া হয়েছে, যাতে বাইক পিছনের দিকে ঘোরাতে কোনও সমস্যা না হয়।
advertisement
বাইকের ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলারে ৩ বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টি দিচ্ছে ABZO Motors। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। কোম্পানি জানিয়েছে, বাইকের দামের ৪৫ শতাংশই ব্যাটারির দাম। ABZO Motors বর্তমানে প্রতি মাসে ৭৫০ ইউনিট ABZO VS01 বাইক উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে।
advertisement
ABZO Motors আরও জানিয়েছে, ABZO VS01 বাইক অটোমোবাইল রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ছাড়পত্র পেয়েছে। প্রতি ঘণ্টায় ৮৬ কিমি গতিতে ছুটতে সক্ষম। এর চেয়েও বেশি স্পিডে চালানো যায়, কিন্তু রেঞ্জ কমে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Electric Bike: একবার চার্জ দিলেই ছুটবে ১৮০ কিমি, একদম সস্তায় দারুণ ইলেকট্রিক বাইক আনল স্বদেশি কোম্পানি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement