মাঝরাস্তায় গাড়ির টায়ার পাংচার? জেনে রাখুন মেরামত করার সহজ উপায়

Last Updated:

তীক্ষ্ণ কোনও বস্তু কিংবা কাঁচের টুকরো যে কোনও গাড়ির টায়ারকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। আর টায়ার পাংচার হলে তা ভীষণই বিপজ্জনক। 

News18
News18
কলকাতা: গাড়ির চালকদের উদ্বেগের অন্যতম কারণ হল ফ্ল্যাট টায়ার। কিন্তু রাস্তায় বেরিয়ে আশপাশে কোনও টায়ার রিপেয়ারের দোকান না থাকলে রীতিমতো ফাঁপরে পড়তে হয় চালকদের। তার উপর যদি গাড়িতে থাকা স্পেয়ার টায়ারও খারাপ থাকে, তাহলে তো বিড়ম্বনার শেষ থাকে না। তীক্ষ্ণ কোনও বস্তু কিংবা কাঁচের টুকরো যে কোনও গাড়ির টায়ারকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। আর টায়ার পাংচার হলে তা ভীষণই বিপজ্জনক।
এই পরিস্থিতিতে টায়ার পাংচার হলে একটি গ্যারাজ খুঁজে বার করতে হবে কিংবা একজন টায়ার রিপেয়ার মেকানিককে খুঁজে বার করতে হবে। কিন্তু সব সময় তা পাওয়া যায় না। তাই গাড়ির চালকেরই কিছু প্রাথমিক বিষয় শিখে রাখা উচিত। যাতে রাস্তায় বেরিয়ে বিপাকে না পড়তে হয়। প্রথমত গাড়ি নিয়ে বাইরে বেরোলে গাড়ির মধ্যে সব সময় একটি টায়ার পাংচার রিপেয়ার কিট রাখা উচিত। এর মাধ্যমে গাড়ির টায়ার সারিয়ে নেওয়া সম্ভব। এর পাশাপাশি সব সময় হাতের কাছে রাখতে হবে কার ইনস্যুরেন্স পলিসিটাও।
advertisement
আরও পড়ুন- ফ্রিজ কি সপ্তাহে অন্তত একদিন স্যুইচ অফ রাখতে হয়? কী বলছেন বিশেষজ্ঞরা? শুনে নিন
গাড়ির পাংচার হওয়া টায়ার মেরামত করার উপায়:
advertisement
লিক আছে কি না, সেটা পরীক্ষা:
একবার টায়ার পাংচার হলে টায়ার সঠিক ভাবে পরীক্ষা করতে হবে। লিক আছে কি না, দেখে নিতে হবে। যদি কোনও লিকিং স্পট দেখা না যায়, তাহলে সঠিক প্রেশার লেভেলে টায়ারকে ইনফ্লেট করার চেষ্টা করতে হবে। কোনও হিসিং সাউন্ড আসছে কি না, লক্ষ্য করতে হবে। এভাবেই পাংচার হওয়া জায়গাটি খুঁজে বার করা সম্ভব। এতে কিছু না হলে জলের মধ্যে সাবান মিশিয়ে সেই মিশ্রণ টায়ারের উপর স্প্রে অথবা ব্রাশ করতে হবে। লিকিং স্পট থাকলে সেখান থেকে বাবল বা বুদবুদ বেরোবে। টেপের মাধ্যমে সেই অংশটিকে চিহ্নিত করতে হবে।
advertisement
লাগ নাট আলগা করা:
টায়ারের লিকিং স্পট চিহ্নিত করার পর টায়ার রিমুভ করার জন্য চাকায় থাকা লাগ নাট আলগা করতে হবে। এরপর চাকা থেকে টায়ার বার করার জন্য গাড়িটিকে জ্যাক-আপ করতে হবে। আর সমান কংক্রিট সারফেসে এটা করতে হবে। গাড়ি যাতে গড়িয়ে না যায়, তার জন্য ইট অথবা ব্লকার ব্যবহার করতে হবে।
advertisement
পাংচার হওয়া স্পট পরিষ্কার:
হুইলবেস থেকে চাকা খোলার জন্য লাগ নাট সম্পূর্ণ রূপে রিমুভ করতে হবে। এরপর লিকিং স্পট পরিষ্কার করতে হবে।
প্লাগ ইনসার্ট করা:
টায়ার পাংচার রিপেয়ার কিটে থাকা প্লাগ নিয়ে তা গর্তে প্রবেশ করানোর জন্য ইনসারশন টুলের মাঝামাঝি প্লাগটিকে রাখতে হবে। গ্লু অথবা রাবার সিমেন্টের মতো পদার্থ দিয়ে প্লাগ লুব্রিকেট করতে হবে। যাতে তা সহজেই গর্তে প্রবেশ করানো যায়। কিছু সময়ের জন্য প্লাগটিকে ওভাবেই রাখতে হবে।
advertisement
ইনফ্লেট টায়ার:
একবার সমস্ত কিছু সম্পন্ন হলে এয়ার প্রেশার বুঝে ওইএম-এর সাহায্যে টায়ার ইনফ্লেট করতে হবে। পাংচার হওয়া জায়গা থেকে কোনও হিসিং সাউন্ড আসছে কি না, তা পরীক্ষা করতে হবে। এবার চাকাটিকে রি-ইনস্টল করতে হবে। ফ্লোর জ্যাক রিমুভ করতে হবে। এবার লাগ নাটস লাগিয়ে টাইট করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাঝরাস্তায় গাড়ির টায়ার পাংচার? জেনে রাখুন মেরামত করার সহজ উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement