ফ্রিজ কি সপ্তাহে অন্তত একদিন স্যুইচ অফ রাখতে হয়? কী বলছেন বিশেষজ্ঞরা? শুনে নিন
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
গ্রীষ্মের মরশুমে তো ফ্রিজ-এর ব্যবহার এমনিতেই বেড়ে যায়। তবে রেফ্রিজারেটর সঠিক ভাবে ব্যবহার না করলে সেটা কিন্তু বিগড়ে যেতে পারে। ফ্রিজ বন্ধ করা উচিত কি!
কলকাতা: আজকাল প্রায় ঘরে ঘরেই রেফ্রিজারেটর দেখা যায়। আসলে প্রয়োজনের খাতিরে দেখতে গেলে এর গুরুত্ব অপরিহার্য। আর গ্রীষ্মের মরশুমে তো এর ব্যবহার এমনিতেই বেড়ে যায়। তবে রেফ্রিজারেটর সঠিক ভাবে ব্যবহার না করলে সেটা কিন্তু বিগড়ে যেতে পারে।
কিন্তু অনেকেই রেফ্রিজারেটরে এমন একটি কাজ করেন, যার জেরে বিকল হয়ে যেতে পারে এই যন্ত্র। কিন্তু কী সেই কাজ। আসলে কিছু মানুষ আছেন, যাঁরা সপ্তাহেএক অথবা ২ দিন কয়েক ঘণ্টার জন্য রেফ্রিজারেটর বন্ধ করে রাখেন। যদিও এটা করা প্রয়োজনীয় কি না, সেটা অবশ্য তাঁরা জানেন না। অনেকেই আসলে ভাবেন যে, এমনটা করলে ফ্রিজ নষ্ট হবে না। আজকের প্রতিবেদনে এর সত্যতা নিয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
আরও পড়ুন- পেট্রোল পাম্পে গিয়ে ২, ৩, ৫ ‘থিওরি’ মনে রাখুন, ঠকবেন না কখনও, টাকা বাঁচবে অনেক
ফ্রিজ স্যুইচ অফ করে রাখার আদৌ কোনও উপযোগিতা রয়েছে?
advertisement
যাঁরা ভাবেন কয়েক দিন অথবা কয়েক ঘণ্টার জন্য ফ্রিজ অফ করে রাখলে সেটা ভাল থাকবে এবং তা নষ্ট হবে না, তাঁদের ভাবনা আসলে ভুল। আসলে ফ্রিজে রয়েছে একটি অটো কাট অফ ফিচার। যার ফলে ফ্রিজ নিজে থেকেই স্যুইচ অফ হয়ে যায়। আর এটা শুধুমাত্র ১ বার ঘটে না, বরং দিনে একাধিক বার এমনটা ঘটে। যার জেরে ফ্রিজের লোড বা চাপ বাড়তে পারে না।
advertisement
আর তা বছরের পর বছর ধরে ভাল থাকে এবং কুলিংও ঠিকঠাক হয়। এই পরিস্থিতিতে ফ্রিজ কখনওই স্যুইচ অফ করে রাখা উচিত নয়। শুধুমাত্র তা পরিষ্কার করা কিংবা মেরামত করার সময়েই বন্ধ রাখা উচিত।
রেফ্রিজারেটর বন্ধ করে দিলে কী কী ঘটতে পারে?
ধরা যাক, একজন ব্যবহারকারী প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক দিন কয়েক ঘণ্টা করে রেফ্রিজারেটর অফ করে রাখেন। আর সেটাকে কিছুক্ষণের জন্য ওই অবস্থায় রেখে দেন। হয়তো তিনি ভাবছেন যে, এভাবে তিনি কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। তাহলে কিন্তু সেই ব্যবহারকারী একেবারেই ভুল ভাবছেন।
advertisement
আরও পড়ুন- এসি লাগবে না! এই ফ্যান চললে গরমে শান্তি! ইলেকট্রিক বিল আসবে কম, ডাবল ফায়দা
view commentsআসলে সারা বছর যদি রেফ্রিজারেটর টানা চালিয়ে রাখা হয়, এমনকী এটি একদিনের জন্যও অফ না করা হয়, তার থেকে তেমন বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব নয়। এমনিতে রেফ্রিজারেটর অটোমেটিক কুলিং করতে পারে। আর তার মধ্যে ইনস্টল করা টেম্পারেচার সেন্সর নিজে নিজেই বুঝে যায় যে, কম বিদ্যুৎ লাগবে। এমন পরিস্থিতিতে এটি অতিরিক্ত ঠান্ডা হয় না। বরং প্রয়োজন হলে পাওয়ার নিজে থেকেই অফ করে দেয়। ফলে বিদ্যুৎ অনেকটাই বাঁচানো যায়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 6:07 PM IST