Dark Web: হাজার হাজার ভারতীয়ের ব্যক্তিগত তথ্য ফাঁস! এখানে আপনার তথ্য নেই তো? দেখে নিন এখুনি

Last Updated:

Dark Web: ভয়াবহ কিছু ঘটে যেতে পারে! এখুনি জানুন আপনার গোপন তথ্য নেই তো এখানে!

নয়া দিল্লি: প্রায় ৭৫ হাজার ভারতীয়ের আধার তথ্য এবং মোবাইল ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য অনলাইনে বিক্রি হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে ডিজিটাল থ্রেট অ্যানালিসিস কোম্পানি CloudSek। ওই সংস্থার তরফে জানানো হয়েছে যে, তাদের ডিজিটাল রিস্ক প্রোটেকশন প্ল্যাটফর্ম একটা বিষয়ের হদিশ পেয়েছে। CyboDevil নামে এক থ্রেট অ্যাক্টর আন্ডারগ্রাউন্ড ফোরামে একটি পোস্ট দিয়েছে। সেখানে ব্যাপক ভাবে মোবাইল নেটওয়ার্কের গ্রাহক ডেটাবেস বিক্রয়ের প্রচার করা হয়েছে।
গত ১৪ জানুয়ারি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে UNIT8200 নামে অন্য এক থ্রেট অ্যাক্টর একই ধরনের পোস্ট করেছিল। অভিযোগ, এই ডেটাবেসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কিছু ব্যবহারকারীদের তথ্য। যার মধ্যে অন্যতম হল মোবাইল ব্যবহারকারীদের নাম, তাঁদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা, আধার তথ্য এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম।ওই সাইবার সিকিউরিটি ফার্মের মতে, CyboDevil এবং UNIT8200 মূলত CYBOCREW গ্রুপের অংশ। যা প্রতিষ্ঠিত হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে। আর এই CYBOCREW গ্রুপের সঙ্গে তাৎপর্যপূর্ণ ব্রিচের যোগ রয়েছে। সাধারণত তারা Netplus Co, Zivame, Giva Co এবং a Hyundai ডেটা ব্রিচের সঙ্গে যুক্ত। এর ফলে প্রভাবিত হয়েছেন প্রায় ২১ লক্ষ মানুষ।
advertisement
advertisement
নিজেদের রিপোর্টে তারা টেলিগ্রাম এবং আন্ডারগ্রাউন্ড ফোরামে দেওয়া পোস্টের স্ক্রিনগ্র্যাবও যোগ করেছে। যদিও CloudSek স্বাধীন ভাবে ডেটাসেট যাচাই করেছে কি না, সেটা অবশ্য উল্লেখ করা হয়নি। রিপোর্টে এটা জানানো হয়েছে যে, কোন উপায়ে ডেটা ব্রিচ করা হয়েছে, সেটা স্পষ্ট নয়। কিন্তু তাতে আরও বলা হয়েছে যে, থ্রেট অ্যাক্টররা সরকারি তথ্য অথবা টেলিকমিউনিকেশন সিস্টেমের সংবেদনশীল তথ্য শোষণ করারও ইঙ্গিত দিয়েছে।
advertisement
ডার্ক ওয়েবে ডেটা রয়েছে কি না, রইল তা পরীক্ষা করার উপায়:
ব্যবহারকারীদের মনে প্রশ্ন উঠতেই পারে যে, তাঁদের ডেটা লিক হয়েছে কি না! সেটা ঘরে বসে সহজেই পরীক্ষা করে নেওয়া সম্ভব। আসলে এক্ষেত্রে মুশকিল আসান হতে পারে Google One। যাঁরা Gmail প্রভৃতি ব্যবহার করেন, তাঁরা Google One ব্যবহার করে ডার্ক ওয়েবে ডেটা আছে কি না, তা পরীক্ষা করে দেখতে পারেন। তবে এর জন্য অবশ্য Google One সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। তারপরে নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে।
advertisement
১. প্রথমে one.google.com ওয়েবসাইটে যেতে হবে।
২. ডার্ক ওয়েব রিপোর্টের তলায় Try now অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপরে Run scan অপশনে ক্লিক করতে হবে।
সেখানেই ডার্ক ওয়েবের রিপোর্ট পাওয়া যাবে। সেখানে ব্যবহারকারীর ডেটা ফাঁস হয়েছে কি না, সেটাও বোঝা যাবে। এছাড়াও Have I Been Pwned-এর মতো পোর্টালের সাহায্য নেওয়া যেতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Dark Web: হাজার হাজার ভারতীয়ের ব্যক্তিগত তথ্য ফাঁস! এখানে আপনার তথ্য নেই তো? দেখে নিন এখুনি
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement