Chandrayaan 3 Rover Pragyan: অবিশ্বাস্য! বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদে 'মুনওয়াক' শুরু প্রজ্ঞানের, এল প্রথম ছবি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Chandrayaan 3 Rover Pragyan: বিক্রমকে 'গুডবাই' বলে বেরিয়ে পড়ার সময়কার ছবিও ধরা রয়েছে ইসরোর চন্দ্রযান ৩-এ। সেই ছবি পৃথিবীতে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম।
কলকাতা: চাঁদের জমিতে হেঁটেচলে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। ভারতের চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞানও সফল ভাবে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে ঘুরে বেড়াচ্ছে। বিক্রমকে ‘গুডবাই’ বলে বেরিয়ে পড়ার সময়কার ছবিও ধরা রয়েছে ইসরোর চন্দ্রযান ৩-এ। সেই ছবি পৃথিবীতে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম।
চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। চাঁদের জমিতে নেমে কী কী করবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান? ইসরোর টার্গেট কী?
advertisement
advertisement
Chandrayaan-3 Mission:
Chandrayaan-3 ROVER:
Made in India 🇮🇳
Made for the MOON🌖!The Ch-3 Rover ramped down from the Lander and
India took a walk on the moon !More updates soon.#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 24, 2023

advertisement
আরও পড়ুন: ইসরোর চন্দ্রযান ৩-এর টার্গেট অবিশ্বাস্য, চাঁদে নেমে কী কী খুঁজবে বিক্রম ও প্রজ্ঞান?
বিক্রম যখন চাঁদে নেমেছে, তখন সেখানে সবে ভোর হয়েছে। ভোরের আলো ফোটার কিছু পরেই বিক্রমের দরজা খুলে গিয়েছে। তার পেট থেকে বেরিয়ে এসেছে প্রজ্ঞান। আগামী ১৪ দিন রোভারটি চাঁদে কাজ করবে। এর শক্তির উৎস সূর্য। চাঁদে রয়েছে প্রচুর ধুলো। কেন এত ধুলো, তাও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের কথায়, চাঁদে মাধ্য়াকর্ষণ শক্তি থাকলেও, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তা মাত্র এক চতুর্থাংশ হওয়ায়, ধুলোকণা আবার মাটিতে পড়ে মিশে যেতে তুলনামূলক- ভাবে অনেকটাই বেশি সময় লাগে।
advertisement
রোভারের সঙ্গে রয়েছে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে সে। চাঁদের মাটিতে প্রজ্ঞানই এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্যসংগ্রহ করবে, তার সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রম। বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে। সেই কাজ ইতিমধ্যেই শুরু করে ফেলেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভার।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 9:55 AM IST