Chandrayaan-3: শেষ ধাপে চন্দ্রযান-৩! বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে চাঁদের বুকে সফ্ট ল্যান্ডিং-এর প্রক্রিয়া
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Chandrayaan-3: অবশেষে, শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-৩। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বুধবার জানিয়েছে যে চন্দ্রযান-৩ মহাকাশযান পঞ্চম কক্ষপথে প্রবেশ করল।
অবশেষে, শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-৩। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বুধবার জানিয়েছে যে চন্দ্রযান-৩ মহাকাশযান পঞ্চম কক্ষপথে প্রবেশ করল। বৃহস্পতিবারেই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ল্যান্ডার বিক্রমের। আর তারপর থেকেই শুরু হবে চন্দ্রযানের চাঁদের বুকে নামার প্রক্রিয়া। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। তাই, এই পর্যায় নিয়ে খুবই চিন্তিত বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ।
advertisement
১৪ জুলাই এর উৎক্ষেপণের পরে, ভারতের তৃতীয় মিশন চন্দ্রযান-৩ পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল। বুধবার ইসরোর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করেছে চন্দ্রযান-৩। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩’-এর। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে সফ্ট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।
advertisement
Chandrayaan-3 Mission:
Orbit circularisation phase commencesPrecise maneuvre performed today has achieved a near-circular orbit of 150 km x 177 km
The next operation is planned for August 16, 2023, around 0830 Hrs. IST pic.twitter.com/LlU6oCcOOb
— ISRO (@isro) August 14, 2023
advertisement
ভারতের আগে আমেরিকা, রাশিয়া, চিন সফল ভাবে চাঁদে অবতরণ করেছিল। এবার সফল হলে চতুর্থ নাম হিসেবে তালিকায় উঠে আসবে ভারত। এই মিশন যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা এক নতুন মাত্রা পাবে। সেই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বার কোনও দেশ পা রাখবে। সফ্ট ল্যান্ডিং-এর পরে চাঁদ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ছবি সংগ্রহ করবে চন্দ্রযান-৩।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 3:41 PM IST