রিচার্জ কিংবা ইন্টারনেট ছাড়াই উপভোগ করা যাবে ফ্রি-কলিংয়ের সুবিধা! শুধু ডাউনলোড করতে হবে একটি অ্যাপ!
- Published by:Ankita Tripathi
Last Updated:
কোনও রকম রিচার্জ ছাড়াই গ্রাহকরা আজীবন সম্পূর্ণ বিনামূল্যে কল উপভোগ করতে পারেন। এমনটাও হয়?
মোবাইল ফোন থেকে সম্পূর্ণ বিনামূল্যে কল করার গল্প এখন অতীত হয়ে গিয়েছে। কারণ বিনামূল্যে কল করার জন্য এখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে রিচার্জ করাতে হয়। ওই পরিমাণ টাকা দিয়ে রিচার্জ করানো হলে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ফ্রি কলিংয়ের আনন্দ উপভোগ করা যাবে। তবে অনেকেই হয়তো জানেন না যে, কোনও রকম রিচার্জ ছাড়াই গ্রাহকরা আজীবন সম্পূর্ণ বিনামূল্যে কল উপভোগ করতে পারেন। এমনটাও হয়? হ্যাঁ হয়। আসলে একটি অ্যাপের মাধ্যমে এমনটা সম্ভব। এমনকী এর জন্য কোনও ইন্টারনেটের প্রয়োজন হবে না। ফলে বোঝাই যাচ্ছে, গ্রাহকদের অনেকটাই টাকা সাশ্রয় হবে। আসলে ফোনে রিচার্জের খরচও দিন দিন বাড়ছে। তাহলে ওই অ্যাপটি এবং তার ব্যবহারের বিষয়ে বিশদে জানা যাক।
অ্যাপটির নাম Bluetooth Walkie Talkie। কোনও রকম রিচার্জ ছাড়া আজীবন ফ্রি-কলিংয়ের সুবিধা পেতে চাইলে প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে হবে অ্যাপটি। জেনে নেওয়া যাক, এই অ্যাপটি ব্যবহার করার উপায়।
কীভাবে Bluetooth Walkie Talkie ব্যবহার করা যাবে?
advertisement
স্মার্টফোনে Bluetooth Walkie Talkie অ্যাপ ইনস্টল করার পরে এখানে গ্রাহককে ওয়াইফাই এবং রিফ্রেশ করার জন্য ২টি বিকল্প দেখানো হবে।
advertisement
এই অ্যাপটির পরিষেবার সুবিধা লাভ করতে চাইলে যাঁর সঙ্গে ফোনে কথা বলতে চান, তাঁকেও এই অ্যাপটি ডাউনলোড করতে বলতে হবে। এর পর নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এর পর স্ক্রিনে যে দু’টি বিকল্প ভেসে উঠেছে, তাতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: সাধ্যের মধ্যেই কিনুন ৫জি ফোন! বাজারে আসছে iQoo Z7x, কী কী ফিচার থাকছে? কেনার আগে জেনে নিন
advertisement
এবার গ্রাহক নিকটবর্তী সমস্ত ব্লুটুথ ডিভাইসের একটি তালিকা দেখতে পাবেন। এর পর যে ডিভাইসটির সঙ্গে কথা বলতে চাইছেন, সেটি বেছে নিতে হবে।
তাই বলে দেওয়া ভাল যে, Bluetooth Walkie Talkie-র রেঞ্জ শুধুমাত্র ১০০ মিটার পর্যন্তই সীমিত। অর্থাৎ গ্রাহক তাঁর থেকে ১০০ মিটারের মধ্যে থাকা যে কোনও ব্যক্তির সঙ্গে এই অ্যাপটি ব্যবহার করে বিনামূল্যে কথা বলতে পারবেন। তবে হ্যাঁ, ওই ব্যক্তির কাছেও কিন্তু এই অ্যাপটি থাকতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 7:20 PM IST