Budget Smartwatches: স্মার্টওয়াচ-এর শখ? বাজেটে কুলোচ্ছে না? কম দামের তালিকা দেখে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Smartwatches: দারুন কয়েকটি স্মার্টওয়াচ, যা এই মুহূর্তে দেশের বাজার মাতাচ্ছে।
#কলকাতা: আধুনিক ও উন্নতমানের স্মার্টওয়াচ দরকার, তাও আবার বাজেটের মধ্যে? তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ১০,০০০ টাকার মধ্যে কয়েকটি উন্নত স্মার্টওয়াচ, যা এই মুহূর্তে দেশের বাজার মাতাচ্ছে।
Amazfit GTS 2e
Amazfit GTS 2e স্মার্টওয়াচটির দাম প্রায় ৯,৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৬৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্কোয়ার শেপড ডিসপ্লে, যা স্লিম বেজেলস (Slim Bezels) এবং ৩৪৮×৪৪২ পিক্সেল (Pixels) যুক্ত। Amazfit GTS 2e স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, স্লিপ মনিটরিং। Amazfit GTS 2e স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে ৯০টি স্পোর্টস মডেলে। ৫এটিএম (5ATM) ওয়াটার রেজিস্ট্যান্স যুক্ত এই স্মার্টওয়াচটিতে একবার চার্জ দিলে ১৪ দিন পর্যন্ত একটানা চলতে পারে।
advertisement
advertisement
Realme Watch S Pro
Realme Watch S Pro স্মার্টওয়াচটির দাম প্রায় ৯,৯৯৯ টাকা। স্টেইনলেস স্টিল বডির এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩৯ ইঞ্চির অ্যামোলেড রাউন্ড ডিসপ্লে, ৪৫৪×৪৫৪ পিক্সেলের স্ক্রিন রেজোলিউসন। Realme Watch S Pro স্মার্টওয়াচটিতে রয়েছে প্রায় ১৫ ধরনের স্পোর্ট মোডস- আউটডোর রান, ইন্ডোর রান ইত্যাদি। এছাড়াও এই স্মার্টওয়াচটিতে রয়েছে ২৪×৭ হার্ট রেট মনিটর এবং ব্লাড অক্সিজেন লেভেল মনিটর।
advertisement
Xiaomi Mi Watch Revolve Active
Xiaomi Mi Watch Revolve Active স্মার্টওয়াচটির দাম প্রায় ৯,৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। Xiaomi Mi Watch Revolve Active স্মার্টওয়াচটিতে রয়েছে ভি0২ ম্যাক্স সেন্সর (V02 Max Sensor), এসপি0২ সেন্সর (Sp02 Sensor), জিপিএস (GPS), স্লিপ মনিটর, হার্ট রেট মনিটর ইত্যাদি। Xiaomi Mi Watch Revolve Active স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে ১১৭টি স্পোর্টস মডেলে।
advertisement
Amazfit GTR 2e
Amazfit GTR 2e স্মার্টওয়াচটির দাম প্রায় ৯,৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.39 ইঞ্চির অ্যামোলেড রাউন্ড ডিসপ্লে, ৪৫৪×৪৫৪ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন। Amazfit GTR 2e স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে ৯০টি স্পোর্টস মডেলে। এই স্মার্টওয়াচটিতে একবার চার্জ দিলে ২৪ দিন পর্যন্ত একটানা চলতে পারে।
advertisement
Fire-Boltt Invincible
Fire-Boltt Invincible স্মার্টওয়াচটির দাম প্রায় ৭,৮০০ টাকা। Fire-Boltt Invincible স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে Amazon-এ। এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। Fire-Boltt Invincible স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট ট্র্যাকিং, এসপি0২ ট্র্যাকিং এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। Fire-Boltt Invincible স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে ১০০টি স্পোর্টস মোডে। এই স্মার্টওয়াচটিতে একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত একটানা চলতে পারে।
advertisement
AmazFit T-Rex
view commentsAmazFit T-Rex স্মার্টওয়াচটির দাম প্রায় ৬,৪৯৯ টাকা। AmazFit T-Rex স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে রিলায়েন্স ডিজিটাল এবং বিজয় সেলসে। এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৩৬০×৩৬০ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন। AmazFit T-Rex স্মার্টওয়াচটি একবার চার্জ দিলে ২০ দিন পর্যন্ত একটানা চলতে পারে।
Location :
First Published :
December 15, 2021 7:45 PM IST