মদ খেয়ে রয়েছেন ? ট্যুইটারের অদ্ভুত পোস্ট দেখে প্রশ্ন নেটিজেনদের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ট্যুইটার অদ্ভুত পোস্ট দেখে যা যা কমেন্ট করলেন নেটিজেনরা
লকডাউনের মধ্যেই ঘটল এক আজব ঘটনা। সোশ্যাল নেটওয়ার্ক সাইট ট্যুইটারের অফিশিয়াল অ্যাকাউন্টে শুক্রবার সকালে একটি আজব ট্যুইট করা হয়েছে যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। সবাই ভাবছে যে এই ট্যুইটটার মানে কী। প্রত্যেকে তাদের মাথা ঘামাতে শুরু করলেও কিন্তু কোনও সঠিক উত্তর খুঁচে পাচ্ছে না।
ট্যুইটে লেখা আছে, 'Ahhhhfdsjkhfjskhfjkldshfkljsdhfkjdhfkjlshdfkljsdhfjkdshfjksdhfjdksf
hjkdshfjsdhfjkshfjksdfhjksdhfjksdfhjkdsfh এবার আপনার পালা।'
advertisement
Ahhhhfdsjkhfjskhfjkldshfkljsdhfkjdhfkjlshdfkljsdhfjkdshfjksdhfjdksfhjkdshfjsdhfjkshfjksdfhjksdhfjksdfhjkdsfh your turn.
— Twitter (@Twitter) April 23, 2020
পড়ে আপনিও চিন্তায় পড়ে গেলেন তো ? কী এই ট্যুইটের মানে। ইতিমধ্যেী এই ট্যুইটটি ৩৩ হাজারেরও বেশি বার রিট্যুইট করা হয়েছে আর লাইক করেছে ২১৭ হাজারের বেশি। কমেন্টেও ভরিয়ে দিয়েছে লকে। কেউ লিখেছে 'তুমি কি মদ্যপ ?'। কেউ আবার লিখেছে 'আজ একটু বেশি খেয়ে ফেলেছ, বাড়ি যাও'। তো কেউ আবার লিখেছে, 'ট্যুইটার তুমি COVID19 নিয়ে এতো চিন্তা করনা, তোমকে আক্রান্ত করতে পাড়বে না।'
advertisement
Dear twitter handler have u drunk?
— Ambreena Syed (@Ambreen62986028) April 23, 2020
Go home Twitter, you’re drunk
— Stëphęñ (@215Phanatic_) April 23, 2020
Hey dear @Twitter, don't worry so much about #COVID19. It won't impact you.
— Pranav Mahajan (@pranavmahajan) April 23, 2020
advertisement
~ and here’s me trying to read it and looking for a hidden message just for me… pic.twitter.com/ex76zb6wgQ
— quirk ~ e 💚💙 (@GoRejoicing) April 23, 2020
was that autocorrect?
— Twitter (@Twitter) April 23, 2020
advertisement
but the feeling is beautiful
— Twitter (@Twitter) April 23, 2020
something we can all agree on
— Twitter (@Twitter) April 23, 2020
ট্যুইটারতে দেখে নেটফ্লিক্স আর UNO-ও এরকম ট্যুইট করেছে নিজেদের অফিশিয়াল হ্যান্ডেল থেকে।
advertisement
skfjwekfhjkjdshfjsdhfjkshdflsdgfjsdjfjhdsjfhdsjfhdjshfdshfjsbdfsdjhfjdshfjdhfjshdfjhskjfhsdjfhkjsdhf
— Netflix (@netflix) April 23, 2020
fhifjgiutrueusifgisdofysibfbsdfgsionh .... you're right. we feel much better now. good to get that out.
— UNO (@realUNOgame) April 23, 2020
Location :
First Published :
April 24, 2020 7:00 PM IST