ভারতেই এবার এয়ারপড আর বিটস হেডফোন তৈরি করবে অ্যাপল, দামও কি কমবে?
- Published by:Piya Banerjee
Last Updated:
চিনের বিভিন্ন নীতির কারণে অ্যাপল ভারতেই শুরু করতে পারে এয়ারপড এবং বিটস হেডফোনের উৎপাদন।
#নয়া দিল্লি: অ্যাপল ভারতে এয়ারপড এবং বিটস হেডফোন তৈরি করা শুরু করতে চলেছে। এছাড়াও অ্যাপল তাদের নতুন আইফোন ভারতে অ্যাসেম্বল করতে পারে। নিশ এশিয়ার রিপোর্ট অনুযায়ী অ্যাপল এই প্রথম তাদের সাপ্লায়ারদের জিজ্ঞেস করেছে, ভারতে এয়ারপড এবং বিটস হেডফোন প্রোডাকশন শুরু করা যায় কি না। ভারতে আইফোন অ্যাসেম্বেল করে ফক্সকন কোম্পানি। রিপোর্ট অনুযায়ী এই ফক্সকন কোম্পানি ভারতে বিটস হেডফোন এবং এয়ারপড তৈরি করতে পারে। চিনেই অ্যাপলের এই ধরনের বিভিন্ন পার্টস এবং এয়ারপড তৈরি হয়। কিন্তু সম্প্রতি চিনের কঠোর জিরো কোভিড নীতির জন্য অ্যাপল তাদের প্রোডাকশন ভারতে সরিয়ে আনতে পারে। চিনের বিভিন্ন নীতির কারণে অ্যাপল ভারতেই শুরু করতে পারে এয়ারপড এবং বিটস হেডফোনের উৎপাদন।
বর্তমানে এয়ারপড তৈরি করা হয় ভিয়েতনাম এবং চিনে। অন্য দিকে, বিটস হেডফোনের বেশিরভাগই তৈরি হয় ভিয়েতনামে। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আইফোন ১৪ অর্থাৎ ভারতে যে সকল আইফোন অ্যাসেম্বল করা হয়েছে সেগুলো খুব শীঘ্রই ইউরোপের বাজারে রফতানি করা হবে। ভারতে অ্যাসেম্বেল হওয়া আইফোন ১৪-র বিক্রি শুরু হবে বছরের চতুর্থ কোয়ার্টারে। বাজারের বিশেষজ্ঞদের মতে অ্যাপল চিনে আইফোন ১৫ ম্যানুফ্যাকচার করার সঙ্গে সঙ্গে ভারতেও সেই কাজ শুরু করতে পারে। জে পি মরগানের অ্যানালিসিস অনুযায়ী অ্যাপল তাদের নতুন আইফোন ১৪-র প্রোডাকশনেপ ৫% ভারতে নিয়ে আসতে পারে এই বছরের শেষের দিকে। ২০২৫ সালের এটি পৌঁছাতে পারে ২৫ শতাংশে। অর্থাৎ ভারতেই ধীরে ধীরে বাড়তে চলেছে অ্যাপলের আইফোনের উৎপাদন। এছাড়াও অ্যাপলের এয়ারপড ও বিটস হেডফোন তৈরি হতে চলেছে ভারতেই।
advertisement
ভারতে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্য এবং সহজে ব্যবসার জন্য অ্যাপল আইফোনের উৎপাদনও বাড়াতে পারে। ভারতে এই বছর ফ্রেন্ডলি লোকাল ম্যানুফ্যাকচারিং পলিসি অনুযায়ী মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ৮৫% বাড়তে পারে আইফোন প্রোডাকশন। সুতরাং ভারতেই শুরু হতে চলেছে অ্যাপলের বিভিন্ন ধরনের পণ্য তৈরি।
advertisement
Location :
First Published :
October 07, 2022 1:53 PM IST