হোম /খবর /মোবাইল /
বদলে গেল ডিজাইন! চমকে দিতে আসছে iPhone 14 Pro এবং iPhone 14 Pro max, দেখুন

iPhone: এ বার নতুন ডিজাইনে আসতে চলেছে iPhone 14 Pro এবং iPhone 14 Pro max

iPhone: এই দুই ফোনে Sim-এর কোনও স্লট আর রাখা হবে না। সম্ভবত iPhone 14 মডেল থেকে সম্পূর্ণ e-SIM চালু করবে Apple।

  • Share this:

#নয়াদিল্লি: iPhone 14 Pro এবং iPhone 14 Pro max লঞ্চ করা হতে পারে এ বছরেই। সব কিছু ঠিক থাকলে চলতি বছর অক্টোবর মাসেই লঞ্চ করা হতে পারে এই দু’টি ফোন। অ্যাপেলের তরফে এখনও কিছু জানান না হলেও, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে iPhone 14 Pro এবং iPhone 14 Pro max। এই দু’টি ফোনে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। সেই পরিবর্তন একদিকে যেমন ক্যামেরার, সেই সঙ্গে ডিজাইন এবং ফিচারেও বেশ কিছু পরিবর্তন করা হতে পারে।

iPhone 14 Pro এবং iPhone 14 Pro max-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন যে হবেই তা বেশ বোঝা যাচ্ছে। এই দুই ফোনে Sim-এর কোনও স্লট আর রাখা হবে না। সম্ভবত iPhone 14 মডেল থেকে সম্পূর্ণ e-SIM চালু করবে। ইতিমধ্যে iPhone 11-এবং পরবর্তী মডেলে একটি করে ফিজিক্যাল SIM স্লট দেওয়া হলেও অপর একটি করে e-SIM ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। আগামী মডেলগুলিতেও শুধু e-SIM ব্যবহার করা যাবে। মনে করা হচ্ছে iPhone 14 মডেলে থাকতে পারে 4GB RAM এবং 64GB স্টোরেজ। এই কনফিগারেশনের মডেলটির দাম ৮০ হাজার টাকার আশপাশে হতে পারে। 2TB স্টোরেজ কনফিগারেশনেরও একটি মডেল বাজারে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত একটি 48MP ক্যামেরা দেওয়া হবে iPhone 14 Pro মডেলে। সম্প্রতি Apple জানিয়েছে যে iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেল দু’টির ক্যামেরার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনা হবে।

তবে এ সব বিষয়ে অ্যাপেলের (Apple) তরফে এখনও কিছুই জানান হয়নি। রিপোর্ট অনুযায়ী ক্যামেরায় ক্ষেত্রে ব্যপক আপগ্রেডেশন করছে Apple। মনে করা হচ্ছে iPhone 14 Pro মডেলটিতে সম্ভবত ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। সংবাদসংস্থা IANS এই খবর জানিয়েছে। ফলে এটাই হবে iPhone 13 Pro থেকে iPhone 14 pro-এর সব থেকে বড় পার্থক্য।

iPhone 13 pro-র ক্যামেরা স্পেশিফিকেশন-

এই মডেলটির ক্ষেত্রে 12MP+ 12MP+ 12MP ক্যামেরা দেওয়া হয়েছে। অন্য দিকে iPhone 13 মডেলটির ক্ষেত্রে ডুয়েল রিয়ার ক্যামেরার সেট আপ রয়েছে। দেওয়া হয়েছে 12MP+12MP ক্যামেরা।

iPhone 14 Pro-র ক্যামেরা স্পেশিফিকেশন কী হতে পারে?

আসন্ন এই মডেলটির স্পেশিফিকেশনের উপর একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানা গিয়েছে, এই মডেলটিতে 48MP ক্যামেরা দেওয়া হতে পারে।

Published by:Piya Banerjee
First published:

Tags: IPhone, IPhone 14